বিভিন্ন ইস্যুতে ভারত আমাদের অনেক বছর ধরে হেয় প্রতিপন্ন করে চলেছে!!!! ব্যাপারটা এতটাই দৃষ্টিকটু বা অমানবিক যে সেটা দিন দিন সহ্যের সীমা লঙ্ঘন করে যাচ্ছে……
যার পুনরাবৃতি ঘটল ভারতের আদালতে ফালানি হত্যার রায় ঘোষণার মাধ্যমে!
ফেসবুকের কল্যাণে আমি আমাদের তরুণ সমাজের অবস্থান লক্ষ্য করলাম, খুবই শক্ত অবস্থান, কেউ কেউ তো বলেই ফেলেছে যে ভারতের রায়ে আমরা প্রসাব করি!!!!!! বাহ সুন্দার, বড়ই চমকিত হয়ে আহ্লাদিত হয়ে গেলাম আমি!!!!
কিন্তু………
একটু হিসাব করলে দেখা যাবে যে এই গালিটি দেয়ার সময় হেডফোনে বা সাউনড সিস্টেম এ কোন এক হিন্দি মুভির গান বাজছিল !!!!
বিভিন্ন ইস্যুতে ভারত আমাদের অনেক বছর ধরে হেয় প্রতিপন্ন করে চলেছে!!!! ব্যাপারটা এতটাই দৃষ্টিকটু বা অমানবিক যে সেটা দিন দিন সহ্যের সীমা লঙ্ঘন করে যাচ্ছে……
যার পুনরাবৃতি ঘটল ভারতের আদালতে ফালানি হত্যার রায় ঘোষণার মাধ্যমে!
ফেসবুকের কল্যাণে আমি আমাদের তরুণ সমাজের অবস্থান লক্ষ্য করলাম, খুবই শক্ত অবস্থান, কেউ কেউ তো বলেই ফেলেছে যে ভারতের রায়ে আমরা প্রসাব করি!!!!!! বাহ সুন্দার, বড়ই চমকিত হয়ে আহ্লাদিত হয়ে গেলাম আমি!!!!
কিন্তু………
একটু হিসাব করলে দেখা যাবে যে এই গালিটি দেয়ার সময় হেডফোনে বা সাউনড সিস্টেম এ কোন এক হিন্দি মুভির গান বাজছিল !!!!
হিন্দি সিরিয়ালের প্রসঙ্গ নাই বা টানলাম … সেতো পুরানো কাসুন্দি ছাড়া আর কিছুই নয়।
কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম সেই হিন্দি সিরিয়ালের পুরান পাগলদের থেকে বেশী ভয়াবহ। এখন তো এমন অবস্থা দাঁড়িয়েছে যে কোন হিন্দি মুভি কবে রিলিজ পাবে তারা সেটা মগজের হার্ড ডিস্কে শেভ করে রাখছে!!!!
আজকাল তো প্রেম ভালবাসা প্রকাশ মানে হিন্দি মুভি!
প্রেমে পড়লে বা ছেকা খাইলেই হিন্দি মুভির গান!!
ফেসবুকের স্ট্যাটাস মানে হিন্দি মুভির লুতুপুতু গান!!!
ফেসবুক শেয়ার মানে হিন্দি রিয়্যালিটি শো !!!!
ফেসবুক চ্যাট মানে স্টাইল করে হিন্দিতে কথা বলা!!!!!
(আর ওঁ অসংখ্য লিস্ট আছে)!!!!!!!!!!!!!
এই সবের সাথে সাথে পাল্লা দিচ্ছে আমাদের দেশের মিডিয়া!!!! তারাও কম যাচ্ছে না ইদানিং
এই সপ্তাহে কোন কোন হিন্দি মুভি রিলিজ পাচ্ছে তার খবর!
হিন্দি মুভির টপ চার্টের নিয়মিত আপডেট!!
কোন নায়িকা বিয়ে বা সংসার ভাঙল!!!
কোন নায়ক কি খাচ্ছে বা কি বালছাল পরে!!!!
কোন নায়ক নায়িকা এক সঙ্গে গোপন সময় কাতাচ্ছে!!!!!
সবথেকে ভয়াবহ হল কোন মুভি কত রুপি আয় করতিছে!!!!!!
(সব থেকে আশ্চর্য হই, যখন দেখি অনলাইন পেপার গুলোর সর্বাধিক পঠিত নামে একটি কলাম থাকে যার অধিকাংশ খবর থাকে হিন্দি মুভির বাজেট বা আয় অথবা নায়ক নায়িকাদের আকাম কুকাম)!!!!!!
হাইরে সুন্দর দেশের আজব মানুষ আমরা!!! সুতরাং হুদাই তাদের বা আমাদের দেশের সরকার কে গালাগালি করে লাভ কার ? আগে নিজে সংশোধন হও তারপর অপরের দোষ ত্রুটি নিয়ে গালাগালি করো!!!!! এমন কোথাও বা কাউকে গালি দিও না যাতে সেইটা নিজের গায়ে এসে পড়ে………
নিজেরা নিজদের সম্মান করতে শেখ আগে, পরে আধুনিকতা নিয়ে প্যাঁচাল পাড়!!!!!!
বড়ই আশ্চর্যান্বিত হয় যখন
বড়ই আশ্চর্যান্বিত হয় যখন ব্লগপোস্ট আর ফেসবুকে দেখি, এই “হিন্দি গান শুনে ফেলানী হত্যার বিচার চাওয়া” নিয়ে মানুষ পোস্ট দিয়ে ওয়াল তামা তামা বানিয়ে ফেলে, কিন্তু, আমি আমার সার্কেলে এমন একটা পোলাপাইন মাইক্রোস্কোপ দিয়াও খুইজ্জা পাই না। :'( :'( :'(
আপনার সার্কেল তো ব্যাপক!! সব
আপনার সার্কেল তো ব্যাপক!! সব এক মতাদর্শে চলে… কিন্তু পার্থক্য থাকা ভাল, বিনোদন আসে 🙂 ধন্যবাদ
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি:
ভাই জান জতই গুতাগুতি করেন না
ভাই জান জতই গুতাগুতি করেন না কেন দেয়াল কিন্তু ভাংছেনা… 😛
মাইন্ড খাবেন না, লেখক ভাইকে
মাইন্ড খাবেন না, লেখক ভাইকে একটা প্রশ্ন করি,
আপনার কম্পিউটার বা মোবাইল(যা দিয়ে এই পোস্টটি লিখেছেন) কি হিন্দি গান মুক্ত?
খুবই দামি একটা প্রশ্ন
খুবই দামি একটা প্রশ্ন করেছেন…!! আমি কোথাও কিন্তু বলিনি আমি বাদে আপনি বা আপ্নারা করছেন, আমি বলেছি আমরা করছি। আমি হয়ত আপনার আগে অনুধাবন করতে পেরেছি যে আমরা আধুনিকতার নামে যেটা করছি সেটা ভুল করছি। ভাই গলাবাজি করে তো আর লাভ নাই তাই নাহ!
আর পরিশেষে এইটুকুই বলব, আমার এই ব্লগটি ভাল করে পড়েন। বোঝার চেষ্টা করেন কি বলতে চাচ্ছি। একটু ধরিয়ে দেয়, আমাদের তরুণ সমাজ আজ নেশা গ্রস্থ!!!! আর হ্যাঁ, আমি না!!! উত্তর পাইছেন তো ?? আর কোন প্রশ্ন ভাই জান!! 🙂
আপনার স্পষ্টাবস্তানের জন্য
আপনার স্পষ্টাবস্তানের জন্য ধন্যবাদ ।