বাড়ি খুঁজে খুঁজে না পাওয়ার ব্যর্থতাটা
গায়ে মেখে রাস্তায় হাঁটছিলাম,
হঠাত্ বৃষ্টির ভিড়ে নিজেকে হারিয়ে
আকাশের দিকে তাকালাম।
সত্যি বলছি কবিত্ব টবিত্ব কিছু হলনা,
শুধু মনে হল আবহমানকাল যাবত
আমি হাঁটছি পথে পথে,
আমার কখনো কোনোদিন বাড়ি
ছিল বলে বিশ্বাসই হল না।
বিশ্বাস কর বাবা,
আমি কোথ্থাও নেই ঐ ঘরের কোণে,
চুনখসা দেয়ালে,বনবন করে ঘোরা পাখাতে,
ঐ অগোছালো টেবিলে কিংবা কংক্রিট কার্নিশে।
আমি আছি শুধু বিকেলের রোদে,
আছি খটখটে শুকনো আম গাছটার ডালে,
ঐ বৃষ্টিভেজা ছেলেদের ফুটবল মাঠে।
আমি আছি রেললাইনের ধারে,
ঐ ছোট্ট নদীটির পাড়ে
আর এই ধূলোমাখা প্রান্তরে।
বিশ্বাস কর এই আমার দৈনন্দিন নিয়তি।
বাড়ি খুঁজে খুঁজে না পাওয়ার ব্যর্থতাটা
গায়ে মেখে রাস্তায় হাঁটছিলাম,
হঠাত্ বৃষ্টির ভিড়ে নিজেকে হারিয়ে
আকাশের দিকে তাকালাম।
সত্যি বলছি কবিত্ব টবিত্ব কিছু হলনা,
শুধু মনে হল আবহমানকাল যাবত
আমি হাঁটছি পথে পথে,
আমার কখনো কোনোদিন বাড়ি
ছিল বলে বিশ্বাসই হল না।
বিশ্বাস কর বাবা,
আমি কোথ্থাও নেই ঐ ঘরের কোণে,
চুনখসা দেয়ালে,বনবন করে ঘোরা পাখাতে,
ঐ অগোছালো টেবিলে কিংবা কংক্রিট কার্নিশে।
আমি আছি শুধু বিকেলের রোদে,
আছি খটখটে শুকনো আম গাছটার ডালে,
ঐ বৃষ্টিভেজা ছেলেদের ফুটবল মাঠে।
আমি আছি রেললাইনের ধারে,
ঐ ছোট্ট নদীটির পাড়ে
আর এই ধূলোমাখা প্রান্তরে।
বিশ্বাস কর এই আমার দৈনন্দিন নিয়তি।
#ব্যর্থ কবি#
এটা কবিতা না ব্যক্তিগত কাব্য
এটা কবিতা না ব্যক্তিগত কাব্য না অনুগল্প তা বুঝার সাধ্য আমার একজনের হয়নি ।
Anyway, কবিতার রীতি, নিয়ম, ছন্দ, পংক্তি ইত্যাদি সম্পর্কে আনিসুল হকের লিখা বইটি বাংলা একাডেমী বা কোন লাইব্রেরী থেকে সংগ্রহ করে পড়ার অনুরোধ রইলো।আপাতত এই লিংকটি দেখতে পারেন…
http://istishon.blog/node/3778
হা হা হা
হা হা হা
গদ্য ফরম্যাটে লেখার কারনে
গদ্য ফরম্যাটে লেখার কারনে অনেকেই হয়ত বিভ্রান্ত হচ্ছেন। তবে ইদানিং অনেকেই এই ফরম্যাটে কবিতা লিখছেন। আমার অবশ্য প্রথাগত পদ্য ফরম্যাটই ভালো লাগে।
ধন্যবাদ।আমি এই লিংকটা আগেই
ধন্যবাদ।আমি এই লিংকটা আগেই পড়েছিলাম।বইটা অবশ্য পড়িনি।সংগ্রহ করবো।তবে ভাই কবিতার মধ্যে ছন্দ,মাত্রার কপচানি ও এসব কিছু মেনে লিখা আমার পক্ষে সম্ভব না।আমি যা লিখি প্রাণের তাগিদে।ছন্দ কিংবা মাত্রায় আকৃষ্ট হয়ে না।তবে ছন্দ জিনিসটা আমারো ভালো লাগে।আর এই কবিতাটা আমি কবিতার আঙ্গিকে এখানে দিতে পারিনি।কারণ আমি মোবাইল ফরম্যাটে ব্লগ লিখি।পিসি নাই।তাই হয়তো আরো একটু বেশীই গল্পের মতো লাগছে।যাই হোক ধন্যবাদ।
(No subject)
:অপেক্ষায়আছি:
আবারো মনে হচ্ছে কোন ফেসবুকিয়
আবারো মনে হচ্ছে কোন ফেসবুকিয় স্ট্যাটাস এর মত কিন্তু বুঝতে পারলে খারাপ লাগবেনা ………পদ্য ফরমেটে সাজিয়ে দিলে ভাল লাগবে ……
ভাল লাগছে,ভাই
ভাল লাগছে,ভাই
ধন্যবাদ এবং দুঃখিত।আমার পিসি
ধন্যবাদ এবং দুঃখিত।আমার পিসি নেই।মোবাইলে ব্লগ লিখি।কয়েকবার সাজিয়ে দেয়ার চেষ্টা করেছি কিন্তু হয়না।
লিখতে থাকুন
লিখতে থাকুন
মোবাইলে কষ্ট করে লেখেন সেটাই
মোবাইলে কষ্ট করে লেখেন সেটাই বা কম কিসে !!!!!!!!!!!!!!!
আমার কাছে ভাল ই লাগছে
আমার কাছে ভাল ই লাগছে
ধন্যবাদ।
ধন্যবাদ।