শুদ্ধিপত্র বের করার নির্দেশ শিক্ষামন্ত্রীর……… সূত্র প্রথম আলো
(আমি এই সরকারের অন্য যে কোন মন্ত্রীর চেয়ে শিক্ষা মন্ত্রী নুরুল হক নাহিদ কে ভাল মনে করেছিলাম। মনে করেছিলাম নিট এন্ড ক্লিন মানুষ। কিন্তু এও দেখি একি গোয়ালের গরু। আমি বিশ্বাস করতাম না কিন্তু খুব কাছের একজনের কাছে শুনলাম এই গরুও চরম ঘুষখোর। ইনিও নিয়োগ বাণিজ্যে কোটি কোটি টাকা কামিয়েছে )।
শুদ্ধিপত্র বের করার নির্দেশ শিক্ষামন্ত্রীর……… সূত্র প্রথম আলো
(আমি এই সরকারের অন্য যে কোন মন্ত্রীর চেয়ে শিক্ষা মন্ত্রী নুরুল হক নাহিদ কে ভাল মনে করেছিলাম। মনে করেছিলাম নিট এন্ড ক্লিন মানুষ। কিন্তু এও দেখি একি গোয়ালের গরু। আমি বিশ্বাস করতাম না কিন্তু খুব কাছের একজনের কাছে শুনলাম এই গরুও চরম ঘুষখোর। ইনিও নিয়োগ বাণিজ্যে কোটি কোটি টাকা কামিয়েছে )।
##মুল কথায় আসি: শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদের হাসিনা সরকারের এই মন্ত্রী প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু কিছুদিন আগে ইসলাম শিক্ষা বই কাণ্ডে বেশ সমালোচিত হন। সেই ঝড় থামতে না থামতেই আবার ঝড় তুলে চ্যাম্পিয়ন এ মন্ত্রী। ভ্রমণ বিলাসী দিপু নম্বর টু এবার মনে হয় এনার কাছে নস্যি।
গত ১১ ও ১২ তারিখে প্রথম আলোর দীর্ঘ ভুলে ভরা পাঠ্য বয় প্রতিবেদনে বের হয়ে আসছে ভয়ংকর সব তথ্য।
##আমার মুল কথা হল: আমাদের ছোটদের বই গুলি যারা রচনা করেন এবং যারা নিরীক্ষা করেন তাদের আমারা কোটি কোটি টাকা সম্মানী দেই। তারা কি বই গুলি ভাল ভাবে পরীক্ষা করেছেন? করেন নি?
তারা যদি না করে থাকেন তা হলে তারা কেমন করে সম্মানী নেন?
তাদের নামের আশেপাশে আবার বড় বড় ডিগ্রি এবং একেকজন ঢাকা সহ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারা নিজেদের বড় বড় জ্ঞানী গুনি বলে প্রকাশ ও প্রচারণা করেন। তারা বিভিন্ন শিক্ষা সেমিনারে আমাদের জন্য কত উপদেশ খায়রাত করেন।
তা হলে এই যে বই গুলি নিরীক্ষার দায়িত্বপ্রাপ্তরা সম্মানীর টাকা নিলেন কাজ না করে। এটি কতটুকু ঠিক? তাদের নীতি নৈতিকতা বলে কিছু আছে বলে মনে তো হয় না।
আর ধর্ম বই কাণ্ডের পর আমাদের শিক্ষা মন্ত্রী একটু সজাগ হলেই এই রকম ভুল কাণ্ড কি ঘটত?
তিনি তার দায় কিছুতেই এড়াতে পারেনা। তিনি চূড়ান্ত ব্যর্থ বলে আমার মনে হয়। এ জন্য আমি তার আশু পদত্যাগ কামনা করছি। কিন্তু আমাদের দেশের মন্ত্রী ও আমলাদের কি এমন মানসিকতা আছে?
@@@ আর এই বই ছাপতে কোটি কোটি টাকায় আমারও সামান্য অংশ আছে, আছে রিক্সা চালক, দিন মজুর, কৃষকের ঘাম ঝরা এক একটা পাই। ভুলে ভরা বই এর জন্য আমি আমার টাকা খরচ করতে দিতে পারিনা। তেমনি এই যে শুদ্ধিপত্র (শুদ্ধিপত্র বের করার নির্দেশ শিক্ষামন্ত্রীর……… সূত্র প্রথম) বের করতে আবার লক্ষ লক্ষ টাকা খরচ হবে এই টাকা তো আমার আপনার পকেট হতেই গেছে।
এই যে এত এত টাকা অযথা খরচ হচ্ছে বা হবে যদি তা কাজে লাগিয়ে সঠিক ফল পাওয়া যেত, এতে আমার আপনার কোন কষ্ট হত কি? হত না। কিন্তু একজন ফালতু অযোগ্য মন্ত্রীর ভুলের জন্য এবং দায়িত্ব অবহেলার জন্য কি করা উচিত এ সব হারাম জাদাদের?
উত্তর আপনারায় দিন।
শুদ্ধিপত্র বের করার নির্দেশ শিক্ষামন্ত্রীর……… সূত্র প্রথম (আমি এই সরকারের অন্য যে কোন মন্ত্রীর চেয়ে শিক্ষা…
Posted by Golam Maula on Friday, September 13, 2013
দীর্ঘ ভুলে ভরা পাঠ্য বয়
তিন লাইনের একটা পোস্ট লিখতে গিয়া এত ভুল!!!
আরে ওই মিয়া গালাগালি করেন কেন? ১৭ বছর পর বই পরিবর্তন করা হয়েছে। যারা লেখা লেখির কাজ করে তারা ভাল করেই জানে ভুল হওয়া স্বাভাবিক। আর এমন কোন গুরুতর ভুল আপনার সাধের ‘প্রথম আলুও’ দেখাতে পারেনি।
আর প্রথম আলু কি রকম ভুল করে একটু তার লিঙ্ক দিয়া দিচ্ছি।
http://eprothomalo.com/index.php?opt=view&page=1&date=2013-09-11#
আপনার সাধের প্রথম আলু কোকিল পাখি চেনে না। আর তার মাইক্রোস্কোপ দিয়া অন্যের দোষ খুঁজে।