এটা হিউম্যান সাইকোলজি কিনা জানি না|তবে এটা সত্যি,আমার বিশ্বাস|যা আমি বিশ্বাস করিনা তা এতটা জোর দিয়ে লিখি না|
মানুষ তার বিপরীত চরিত্রের মানুষ গুলোর প্রতিই আকৃষ্ট হয়|চটপটে কোন ছেলের জীবনসঙ্গিনী হবে সহজ সরল কোন মেয়ে,যে মেয়ে হবে চটপটের বিপরীত|অনুরূপ স্মার্ট মেয়েদের কপালে জুটে হাবাগোবা কোন স্বামী :p
এর পেছনে যুক্তি অবশ্য আছে|ধরুন আপনার একজোড়া জুতো আছে|জুতোজোড়া এখনো বেশ নতুন|হঠাৎ সুযোগ পেলেন আরো এক জোড়া নতুন জুতো কেনার|এবার আপনি কিন্তু আপনার কাছে থাকা জুতার ডিজাইনের মত একই ডিজাইনের জুতা কিনবেন না,আপনি নতুন কোন ডিজাইন ট্রাই করবেন|সহজ কথায় আপনি এমন কিছু খুজবেন যা আপনার কাছে নেই|
এটা হিউম্যান সাইকোলজি কিনা জানি না|তবে এটা সত্যি,আমার বিশ্বাস|যা আমি বিশ্বাস করিনা তা এতটা জোর দিয়ে লিখি না|
মানুষ তার বিপরীত চরিত্রের মানুষ গুলোর প্রতিই আকৃষ্ট হয়|চটপটে কোন ছেলের জীবনসঙ্গিনী হবে সহজ সরল কোন মেয়ে,যে মেয়ে হবে চটপটের বিপরীত|অনুরূপ স্মার্ট মেয়েদের কপালে জুটে হাবাগোবা কোন স্বামী :p
এর পেছনে যুক্তি অবশ্য আছে|ধরুন আপনার একজোড়া জুতো আছে|জুতোজোড়া এখনো বেশ নতুন|হঠাৎ সুযোগ পেলেন আরো এক জোড়া নতুন জুতো কেনার|এবার আপনি কিন্তু আপনার কাছে থাকা জুতার ডিজাইনের মত একই ডিজাইনের জুতা কিনবেন না,আপনি নতুন কোন ডিজাইন ট্রাই করবেন|সহজ কথায় আপনি এমন কিছু খুজবেন যা আপনার কাছে নেই|
যে জিনিস আপনার অলরেডি আছে সে জিনিসের প্রতি আপনার ইন্টারেস্ট/চাহিদা না থাকাটাই স্বাভাবিক 😎
কি?বুঝলেন তো?
তাছাড়া এটাকে আপনি চম্বুক ধর্ম ও বলতে পারেন|চম্বুক কিন্তু তার বিপরীত মেরুকেই আকর্ষণ করে 😉
কাউকে খুব বেশি পছন্দ করে ফেলেছেন?তাকে ছাড়া সব এলোমেলো?পাত্তাও পাচ্ছেন না?তবে এমন কিছু গুণ আপনার ভেতর বিল্ড করুন যা আপনার প্রিয় মানুষটার নেই|এককথায় আপনার মনের মানুষটির বিপরীত চরিত্র হতে চেষ্টা করুণ|
আমার বাস্তব জীবন থেকেই কয়েকটা উদাহরণ দিই:
আমার কাজিন,অংকে প্রচুর দুর্বল|40 মার্কস পেয়ে পেয়ে অংকে পাস করেছে|বেচারি শেষমেষ যাকে বিয়ে করলেন তিনি ভার্সিটির অংকের টিচার o.o
তাছাড়া আমার জন্য যত মেয়েকে দুর্বল হতে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমার বিপরীত চরিত্রের অধিকারীণি :p
এই টেকনিক আসলেই খুবই ইফেক্টিভ
এই টেকনিক আসলেই খুবই ইফেক্টিভ তবে সাইড ইফেক্টও আছে। টেকনিকটা প্রোপারলি অ্যাপ্লাই করতে পারলে টার্গেট আকৃষ্ট তো হবেই এমনকি এমনই চিপকু হয়ে যাবে যে আধা ঘণ্টা পরপর ফোন দিয়ে ‘কি কর?’ জানতে চাইবে। যারা এখনও টার্গেটকে বাগে আনতে সক্ষম হয়নি তারা হয়ত এসব শুনে খুব পুলকিত হবে কিন্তু তারা একসময় নিজেরাই এর ভুক্তভোগী হয়ে একটু স্পেইস পাওয়ার জন্য হাঁসফাঁস করবে।
অফটপিকঃ আমার নিজেরই মন মেজাজ আজ এই কারণে খারাপ আর ব্লগে ঢুকে কাকতালীয়ভাবে আপনার এই পোস্ট চোখে পড়ল তাই একটু সাইড ইফেক্ট বর্ণনা করলাম। অবশ্য টার্গেটের এই চিপকু মনোভাব সবসময় খারাপও লাগে না 😀
সবকিছুর সাইডিফেক্ট আছে|তাছাড়া
সবকিছুর সাইডিফেক্ট আছে|তাছাড়া গোলাপ নিবা কাটার আঘাত সহ্য করবা না তা তো হবার নই|
এক তরকারি দিয়া টানা কয়দিন খাওয়া যায়?একসময় তো বিরক্ত লাগবেই,বিরক্ত লাগলে নতুন কোন ম্যানু ট্রাই করুন 😉
সে তো ট্রাই করাই যায় কিন্তু
সে তো ট্রাই করাই যায় কিন্তু একটু কষ্ট সহ্য করে হলেও লয়্যাল থাকতে চাই ভাই। বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা করি চরমভাবে।
সেটাই সেটাই,আপনার প্রতি
সেটাই সেটাই,আপনার প্রতি ভালবাসা আছে বলেই কিন্তু খানিক পর পর ফোন দিয়ে আপনাকে বিরক্ত করছে|লিমিট ছাড়িয়ে গেলে সবকিছুই বিরক্তির কারণ হয়ে দাড়ায়,আপনার বেলায় সেটাই হয়েছে|ইউ নো,ইউ আর এ লাকি গাই 🙂
haters gonna hate < 😀 ভাল্লাগছে
মাঝে মাঝে কিন্তু একই
মাঝে মাঝে কিন্তু একই চিন্তাধারার দুইজন বিপরীত লিঙ্গের মধ্যেই প্রেম হয় ।আমি ব্যক্তিগত ভাবে একই মানষিকতার দুইজনের প্রেম সমর্থন করি
ধরুন আপনি বদমেজাজি প্রচুর
ধরুন আপনি বদমেজাজি প্রচুর সন্দেহ প্রবন কিপটা লোভী,আপনি কি চাইবেন আপনার মনের মানুষটিও এরকম হোক? 😀
আমি চিন্তাধারার কথা বলছি
আমি চিন্তাধারার কথা বলছি গুণের কথা না জনাব
ধুর একে তো এতদিন পর আসলেন তার
ধুর একে তো এতদিন পর আসলেন তার উপর এই গবেষনা। আপনার নাম দেখেই পড়া শুরু করলাম ভাবিলাম পূর্বের মত ব্যফুক বিনুদুন পাব।
যাই হোক অপেক্ষায় আছি ভাই
আপনি মিয়া বুনুদুনের অভাবটাই
আপনি মিয়া বুনুদুনের অভাবটাই দেখলেন খালি!রীতিমতো একটা আবিষ্কার নিয়ে হাজির হলাম :p
লুল পোস্ট আসছে,ল্যপটপটা আনতে দেন খালি
আপনাদের প্রচুর মিস করেছি,ভাল আছেন তো? 🙂
চলি যাইতেছে
আপনি কি ভাই নতুন
চলি যাইতেছে
আপনি কি ভাই নতুন বিবাহ করিলেন? এত দিনের লম্বা একখান ছুটি
ওহ…. মাই…. গড …..
ওহ…. মাই…. গড ….. স্টাডির এত্ত প্রেশার 🙁 এক্সাম একটা শেষ হতে না হতে আরেকটা এসে হাজির
ওহ…. মাই…. গড …..
ওহ…. মাই…. গড ….. স্টাডির এত্ত প্রেশার 🙁 এক্সাম একটা শেষ হতে না হতে আরেকটা এসে হাজির
ঞ
ঞ
আপনার গবেষণা মনে হয় তেমন
আপনার গবেষণা মনে হয় তেমন ফলপ্রস্যু না।বিশ্বাস থেকে কোনো গবেষণার সঠিক ফল পাওয়া যায়না।
আপনি বেঠিক কি দেখলেন অনুগ্রহ
আপনি বেঠিক কি দেখলেন অনুগ্রহ করে জানাবেন
বিশ্লেষণ কিন্তু ঠিক আছে । তবে
বিশ্লেষণ কিন্তু ঠিক আছে । তবে এক্সছেপশন আছে । বাট ওটা এক্সাম্পল হিসাবে না বলা বেটার । যাই হোক , লেখা ভাল্লাগছে । 🙂
সময় সুযোগ মত ট্রাই মেরে
সময় সুযোগ মত ট্রাই মেরে দেখিয়েন 😉
আবিষ্কারটা ভাল্লাগছে
আবিষ্কারটা ভাল্লাগছে
খোলা দিলে ধন্যবাদ দেয়া হইল
খোলা দিলে ধন্যবাদ দেয়া হইল
কথা ঠিক আছে কিন্তু আমার অনেক
কথা ঠিক আছে কিন্তু আমার অনেক গুন নাই এইগুলা যদি আমি আবার একাধিক মানুষের কাছে চাই তাহলে তো হালকা প্রব্লেম হয়ে যায় না। :মাথাঠুকি:
একাধিক মানুষকে চাইতে
একাধিক মানুষকে চাইতে পারেন,তবে এক এক করে!সব একসাথে খেতে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা প্রকট 😀
ভাল সমাধান। ট্রাই করতে হইব এই
ভাল সমাধান। ট্রাই করতে হইব এই পন্থায়। 😀 :পার্টি: :পার্টি: :ভাবতেছি:
শুভ কামনা
শুভ কামনা 😀
হ্যান্ড মাইক নিয়ে রাস্তায়
:হাহাপগে:
হ্যান্ড মাইক নিয়ে রাস্তায় নেমে পড়েন ভাই। মুরিদের অভাব হবেনা! ভাল্লাগছে আবিষ্কার।
আপনার পরিচিত কোন প্রকাশনালয়
আপনার পরিচিত কোন প্রকাশনালয় আছে?
ব্যাবসাটা কিন্তু লাভজনক 😉
এইবার নুবেল কমিটির কাছে আবেদন
এইবার নুবেল কমিটির কাছে আবেদন করেন।
নোবেল আমার যোগ্য না,আই
নোবেল আমার যোগ্য না,আই ডিজার্ব মোর দ্যান দিস :হাহাপগে:
মিঃ দমকল উদ্দিন, আরো হাসির
মিঃ দমকল উদ্দিন, আরো হাসির লেখা কি পাওয়া যাইব সামনে?
জ্বি,
ছোটবেলা নিয়ে নতুন
জ্বি,
ছোটবেলা নিয়ে নতুন আরেকটি পর্ব পোস্ট করেছি,প্রফাইল থেকে পড়ে আশার অনুরোধ রইল 🙂
আহা… ইস্টিশনে কি ভালো
আহা… ইস্টিশনে কি ভালো পোস্টের আকাল পড়ছে???????????
হাড়ে হাড়ে এই বাস্তবতাটা টের
হাড়ে হাড়ে এই বাস্তবতাটা টের পাচ্ছি….
যদি পুরো ব্যাপারটা শেয়ার
যদি পুরো ব্যাপারটা শেয়ার করতেন? :p
মজা পাইলাম…
আবিস্কারের
মজা পাইলাম… :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
আবিস্কারের জন্য ধন্যবাদ… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
তবে নিজের মধ্যে আরেকজনের চাহিদাকে বিল্ড না করে, অন্য কারো মধ্যে আমার না থাকা গুণের বিল্ডাপটা দেখি করানো যায় কিনা…মুফতে আমার লাভের সম্ভাবনা…খুশি খুশি… :পার্টি: :পার্টি: :পার্টি:
অসহনী বাবু PhD ভাইয়া,
আপনার এই আবিস্কারের যন্ত্রণাটা দেখি আপনার মতন কার উপর খাটানো যায়…
:নৃত্য: :নৃত্য: :নৃত্য:
আপনাকেও
ইয়ে মানে,আমার মত
আপনাকেও :ধইন্যাপাতা:
ইয়ে মানে,আমার মত কাউকে কয় পাবেন? আমাকে দিয়েই না হয়…… :পার্টি:
(No subject)
😀 😀 😀
:-B :-B :-B
:ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি:
:ভেংচি: :ভেংচি: :ভেংচি:
মন্দ না….
মন্দ না….
পড়লাম। ভাল লাগল। ধন্যবাদ
পড়লাম। ভাল লাগল। ধন্যবাদ
স্বাগতম
স্বাগতম