– আপনার কলম টা একটু দিবেন ?
– !!! ( খেয়াল করেনি )
– এই যে শুনছেন ? আপনার কলম টা একটু দিবেন ?
– ??? । বুঝতেছি না । ( মেয়েটি ইশারা করে বলল ছেলেটিকে ” কানে হেডফোন ” )
– আপনার কলম টা একটু চাইছি ( ছেলেটি হাতের ইশারা করে বলল )
– ও হ্যাঁ , সিওর ।
– ধন্যবাদ ।
– ইট’স ওকে !!
– এই যে আপনার কলম , আবারও ধন্যবাদ ।
– আপনার কলম টা একটু দিবেন ?
– !!! ( খেয়াল করেনি )
– এই যে শুনছেন ? আপনার কলম টা একটু দিবেন ?
– ??? । বুঝতেছি না । ( মেয়েটি ইশারা করে বলল ছেলেটিকে ” কানে হেডফোন ” )
– আপনার কলম টা একটু চাইছি ( ছেলেটি হাতের ইশারা করে বলল )
– ও হ্যাঁ , সিওর ।
– ধন্যবাদ ।
– ইট’স ওকে !!
– এই যে আপনার কলম , আবারও ধন্যবাদ ।
–
একটি পার্কের ছোট্ট একটি দৃশ্য এটি । পরের দিন
ছেলেটি আবার ঐ পার্কে বসে থাকলো মেয়েটির
অপেক্ষায় …
কারন মেয়েটিকে দেখে ছেলেটির
ভালো লাগা থেকেই । ছেলেটিকে অবাক করে মেয়েটি ঐ
দিন ও আসলো পার্কে , এসে বসলো পাশে …
ছেলেটি বলল,
– আপনি ? ভালো আছেন ?
– ??? উম উম !! ( কানে হেডফোন ইশারা করে বলল )
– আপনি কিছু শুনছেন ?
– ???? উম উম !! ( মেয়েটি আবারো হেডফোন কানে এটা ইশারা করে জানালো )
ছেলেটি এবার একটা কাগজের টুকরোর উপর
লিখে দিল …
– আপনি কি শুনছেন জানতে পারি ?
– একটা অনেক সুন্দর গান শুনি !! ( মেয়েটিও একটি কাগজের উপর লিখে দিল )
– আমি কি শুনতে পারি সুন্দর গান টা?
– না , এটা শুধু আমিই শুনি …
– ওহ , আমরা কি বন্ধু হতে পারি ? 🙂
– হ্যাঁ , অবশ্যই । 🙂
– আপনার প্রিয় রং ? আমার কালো ।
– নীল ।
– সত্যি !! আমার নামই নীল । 🙂 আপনার ?
– আমার নাম নিলীমা। আজ যাই , আবার দেখা হবে ।
–
একদিন পর … আবার একই যায়গায় দুইজনের দেখা ,
ছেলেটি আগে থেকেই অপেক্ষা করছিল …
মেয়টিকে দেখে
–
– এটা অনেক ভালো যে আজও আমাদের দেখা হল এখানে। ( কাগজের উপর )
– আপনি আজ দেরি করলেন ! 🙂
– আপনার চুলগুলো এলোমেলো ।
– হুম , তুমি কি সব সময় কানে হেডফোন রাখো ?
– হুম
– ‘ ‘ ‘ ‘ ‘ ‘
– ‘ ‘ ‘ ‘ ‘ ‘
কিছুক্ষণ দুজনের খুঁটিনাটি আলাপ চারিতা চলল
এভাবে ( কাগজের উপর ) … এর পর মেয়েটি বলল …
– তুমি কি শুনতে চাও আমি কি শুনি ?
– হুম , অবশ্যই। 🙂
– তাহলে শোনো !!
–
–
মেয়েটি ছেলেটি কে তার হেডফোন ধরিয়ে দিল ।
ছেলেটি মাইক্রোফোন কানে নিল …. ছেলেটি কিছুই শুনতে পেল না ।
– অদ্ভুত ! আমি তো কিছুই শুনি না । :/
– ???? !!!
ছেলেটি তখন বুঝতে পারলো মেয়েটির
শ্রবণশক্তি নেই । তাই তার কাছে সব কিছুই সুন্দর
লাগে গানের মত , সব কিছু ।
ছেলেটি …
– তুমি সত্যি অনেক সুন্দর , আবার দেখা হবে। 🙂
কাব্য ভাই ভাল লাগল । আমার মত
কাব্য ভাই ভাল লাগল । আমার মত ২-৩ তা তিপ মেরেছেন । বলে ৩ টা পোষ্ট হয়ে গেছে। আমি চেষ্টা করলাম রিমুভ করার , মাগার পারলাম না। কেমনে রিমুভ করব? অথবাএকটা রেখে অন্যগুলি মাস্টার সাব যদি রিমুভ করেন ভাল হয়।
জী ভাই। ফোন দিয়ে পোস্ট করছি
জী ভাই। ফোন দিয়ে পোস্ট করছি তো তাই মনে হয় ২/৩ টা টিপ লাগছে। 😀
পোস্ট এর নিচে কিছু ফেবু
পোস্ট এর নিচে কিছু ফেবু কমেন্ট দেখলাম। এটা কি কপি পেস্ট লেখা? যাই হোক , লেখাটা মোটামুটি মানের লাগল আমার কাছে ।