ফেলানি ইস্যু নিয়া এতো চিল্লাচিল্লি কান্নাকান্না ?
:এটা ভারত করসে
একাত্তরের দুই লাখ মা বোনের ইজ্জত ও তিরিশ লাখ শহিদ দের হত্যা নিয়ে চুপ কেন ?
:কারণ এটা পাকিস্তান করসে
পাকিস্তান ক্রিকেট দলকে সার্পোট করার সময় দেশপ্রেম কোথায় থাকে ?
: উত্তর এক /জাইংগার ভেতরে
উত্তর /দুই আরে খেলা তো খেলাই
ফেলানি ইস্যু নিয়া এতো চিল্লাচিল্লি কান্নাকান্না ?
:এটা ভারত করসে
একাত্তরের দুই লাখ মা বোনের ইজ্জত ও তিরিশ লাখ শহিদ দের হত্যা নিয়ে চুপ কেন ?
:কারণ এটা পাকিস্তান করসে
পাকিস্তান ক্রিকেট দলকে সার্পোট করার সময় দেশপ্রেম কোথায় থাকে ?
: উত্তর এক /জাইংগার ভেতরে
উত্তর /দুই আরে খেলা তো খেলাই
আর একাত্তর তো দেখিনাই
তিন /আরে সবকিছুর পর ওরা আমাদের মুসলমান ভাই ,
ইন্ডিয়ান সিরিয়াল সানি লিওন শাখরুখের ফিলিম দেখার সময় দেশপ্রেম কোথায় থাকে ?
: মাইনকার চিপায়
বিএনপি আমলে ৫৬০জন সীমান্তে হত্যা করা হয়েছে আর একটার ও বিচার হয়নি এবং বাকশালিদের আমলে ২৫৭জন মরসে
বিএনপির আমলে চিল্লাওনি এবং আওয়ামী কে দালাল বলে বলে গলা ভাংতেছো কেন কেদে বাথরুমে ঘূর্ণিঝড় সৃষ্টি করছো কেন?
:আরে তুই আওয়ামি লীগের দালাল তোরা সব ভারতের দালাল গোলাম
পাদটীকা :
[লাশ নিয়ে যারা রাজনীতি করেনা তাদের দালাল বলা হয়
ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে পারেনা তাকে কাফের মুরতাদ বলা হয়
কি কমেন্ট করবো ভাবতেছি
কি কমেন্ট করবো ভাবতেছি :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
(No subject)
:তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
পাদটীকা দুইটি মজা লেগেছে।
পাদটীকা দুইটি মজা লেগেছে। 😀
jotil #সবাই জানে রাজনীতি একটা
jotil #সবাই জানে রাজনীতি একটা আবর্জনাপূর্ণ নোংরা নর্দমা; কিন্তু কেউ সেই আবর্জনা পরিষ্কারের উদ্দেশ্যে নর্দমায় নামেনা!#
ফেলানি ইস্যু নিয়া এতো
শালীনতার স্বার্থে এটা নিয়ে কোন মন্তব্য করলাম না।
শুধু নিজের কথা বলি। ফেলানী ইস্যু নিয়ে আমি যাদের চিৎকার করতে দেখেছি, তাদের একজনও শাহবাগের বিপক্ষে ছিল না। নিজের কথাই বলি। ফেব্রুয়ারি মাস পুরোটা আমি শুধু ঘুমোতে আর কলেজ করতে শাহবাগের বাইরে গেছি। বাকি পুরোটা সময় থেকেছি শাহবাগে। পড়াশোনা কিচ্ছু হয়নি বলে থার্ড টার্মে তিনটায় ফেল করেছিলাম। টিসি খেতে খেতে বেঁচে গেছি। টিসে খেলে আমার একটা ইয়ার শেষ হয়ে যেত।
আর এখন সেই আমিই ফেলানী ইস্যু নিয়ে বলছি। ঠিক আছে? যারা বাংলার দালাল তারা কখনও আপনার মত এত দলের চিন্তা করে না। তারা দেশের চিন্তা করে। দেশের মানুষের চিন্তা করে।
আর আপনারাই তার মাঝ থেকে খুঁজে নেন, লীগের দালাল, বিম্পির দালাল, ছাগু, খাসী, হেফাজতি।
মনের কথাটি বলেছেন
মনের কথাটি বলেছেন
লেখকের পোষ্টের চাইতে ক্লান্ত
লেখকের পোষ্টের চাইতে ক্লান্ত কালবৈশাখির মন্তব্য অনেক গভীর এবং তাৎপর্যপূর্ণ।
আসলে আমরা অনেকেই এভাবে চিন্তা করি না। দেশে এতো বিভক্তি একারনেই।
যারা বাংলার দালাল তারা কখনও
কালবৈশাখী সাব, :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :থাম্বসআপ: :বুখেআয়বাবুল:
ফেলানি ইস্যু নিয়া এতো
এইটা তো ছাগুদের মনের কথা। কিন্তু, আপনার পোস্টের উদ্দেশ্য বুঝলাম না। আমরা যারা ফেলানি ইস্যুতে ভারতের বিপক্ষে বলতেছি, তার পাকিস্তানের পক্ষ নিয়ে ত্রিশ লক্ষ শহীদ ও নির্যাতিত মা বোন নিয়ে চুপ থাকলাম কখন?
ata paki premi der jonne
ata paki premi der jonne
ভাই কী বুঝাতে চাইলেন তা তো
ভাই কী বুঝাতে চাইলেন তা তো মাথার উপর দিয়ে চলে গেল।একটু বিস্তারিত বলবেন কি?খুব জানতে ইচ্ছে করছে।
ভাই, লেখকের বক্তব্য খুবই সহজ
ভাই, লেখকের বক্তব্য খুবই সহজ এবং প্রাঞ্জল। তবে খানিকটা বিদ্বেষপূর্ণ।
ব্যাপারটা আপনার মাথার উপর দিয়ে কেন গেল বুঝলাম না। পায়ের নিচে কয়টা ইট রেখে মাথা খানিকটা তুলে ধরে দেখবেন নাকি একবার? তাহলে হয়তো কথাগুলা মাথা বরাবর আসতে পারে!! :হাসি: :হাসি: :হাসি:
tnx @navid vai
tnx @navid vai
পায়ের নিচে কয়টা ইট রেখে মাথা
কি শুনাইলেন নাভিদ ভাই :খাইছে: :খাইছে: :হাসি: … :মাথানষ্ট: মাথানষ্ট বুদ্ধি :বুখেআয়বাবুল: 😀
kothata mone dhorche
kothata mone dhorche :তালিয়া: :তালিয়া: :তালিয়া: