এই শহরে রাতে আলো জ্বলে,
আলোর লহমা ছড়িয়ে যায়না ।
দড়িবাধা বেলুনের মত , ‘শৃঙ্খলিত’ বায়ুমন্ডলে পাঁক খায়
যত বেশি রাত, তত বেশি আলো
তবুও আলো ‘শৃঙ্খলিত’ ।
বায়ুমন্ডলের আবহাওয়া ভারী হয়ে উঠে
নরপিচাশের শীৎকারে , বন্দিনী অভাগীর চিৎকারে।
এই শহরে রাতে আলো জ্বলে,
আলোর লহমা ছড়িয়ে যায়না ।
দড়িবাধা বেলুনের মত , ‘শৃঙ্খলিত’ বায়ুমন্ডলে পাঁক খায়
যত বেশি রাত, তত বেশি আলো
তবুও আলো ‘শৃঙ্খলিত’ ।
বায়ুমন্ডলের আবহাওয়া ভারী হয়ে উঠে
নরপিচাশের শীৎকারে , বন্দিনী অভাগীর চিৎকারে।
রাতের অন্ধকারে খোঁয়াড় থেকে বেরিয়ে আসে , দিনের সভ্য’রা
বেশ্যার কাঁধ বেয়ে পড়া ঘাম
চেটেপুটে খায়, রাতের হায়েনা’রা।
‘ক্ষুধা’ মিটিয়ে, পাজামার দড়ি ‘টাইট’ করে বেঁধে
মিলিয়ে যায় সুশীলতার ছায়ায় ।
আর, অভাগীরা পড়ে থাকে
নগ্ন, বিবস্ত্র অবস্থায়,
শরীরে বহন করে সভ্যদের যত পাপ
আবার উঠে দাঁড়ায়, নতুন ভোরে।
-২৬শে মে, ২০১৩
আর, অভাগীরা পড়ে থাকে
নগ্ন,
আর, অভাগীরা পড়ে থাকে
নগ্ন, বিবস্ত্র অবস্থায়,
শরীরে বহন করে সভ্যদের যত পাপ
আবার উঠে দাঁড়ায়, নতুন ভো
কবিতার ছলে সত্যটাকে তুলে
কবিতার ছলে সত্যটাকে তুলে আনলেন ।ভাল লাগল
ভালো লিখেছেন
ভালো লিখেছেন
চমত্কার।
চমত্কার।
আর, অভাগীরা পড়ে থাকে
নগ্ন,
আর, অভাগীরা পড়ে থাকে
নগ্ন, বিবস্ত্র অবস্থায়,……….চমৎকার।
খুবই চমেৎকার লিখেছেন।
খুবই চমেৎকার লিখেছেন।
ধন্যবাদ
ধন্যবাদ