এখনো সূর্য উঠলেই আমি এই মাটির শীতলতার অনুভবেই পথ চলি,
এখনো অনেক রাতে গাছের ডালের ফাকে চাঁদটাকে নিজের মনে হয়।
আমি বাঙালি তাই এই বাংলায়
শুনি মায়ের খোকা ডাক।
আমি বাংলার পথেই রক্ত
ঝরিয়ে এনেছি স্বাধীনতা ,
তাই আরেকবার আমি উঠবো জ্বলে,
রাঙ্গাবো রাজপথ।
তবু বলব বুক উচিয়ে আমি স্বাধীন।
এখনো সূর্য উঠলেই আমি এই মাটির শীতলতার অনুভবেই পথ চলি,
এখনো অনেক রাতে গাছের ডালের ফাকে চাঁদটাকে নিজের মনে হয়।
আমি বাঙালি তাই এই বাংলায়
শুনি মায়ের খোকা ডাক।
আমি বাংলার পথেই রক্ত
ঝরিয়ে এনেছি স্বাধীনতা ,
তাই আরেকবার আমি উঠবো জ্বলে,
রাঙ্গাবো রাজপথ।
তবু বলব বুক উচিয়ে আমি স্বাধীন।
আমার স্বাধীনতা তোমাদের
রক্তে দাড়িয়ে লিখতে চাই ।
আবার মুক্ত কন্ঠে বলতে চাই,
এদেশ তোমাদের নয় ।
এখানে দু’লাখ মায়ের
লাল সবুজ আঁচল কেড়ে নিয়েছ তোমরা ।
এখানেই যুদ্ধে গিয়ে বাবা আর ফিরল না ।
তাদের ত্যাগেই মুক্তি কিনেছি আমরা ।
তোমাদের শিকল আজ আটকাতে পারবেনা,
আমি ছিনিয়ে নেবো আমার পরিচিত রাস্তার পথ চলা।
ফিরিয়ে দেব হাসিমুখ
প্রতিটা জানালায় ।
আজ আমার উতসবের দিন,
আজ আমি একা নই ,
আমার কন্ঠে সমস্ত জাতির চিতকার ।
ফাঁসি চাই ,তোমরা হিংস্র জানোয়ার ।
তোমরা বাঙ্গালী নও ,
রক্তচোষা রাজাকার ।
ভাল হয়েছে। সবুজ-শ্যামল সাবলীল
ভাল হয়েছে। সবুজ-শ্যামল সাবলীল ধাঁচের কবিতা 🙂 :ফুল:
ধন্যবাদ
ধন্যবাদ
আজ আমার উতসবের দিন,
আজ আমি
জয় বংলা। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
আজ আমার উতসবের দিন,
আজ আমি
জয় বংলা। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই
ভাল লাগলো ।
ভাল লাগলো ।
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই
চমৎকার হয়েছে … চালিয়ে
চমৎকার হয়েছে :তালিয়া: :তালিয়া: :থাম্বসআপ: … চালিয়ে যান… :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :গোলাপ:
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই
চমৎকার ভাই!!!
জয় বাংলা।
চমৎকার ভাই!!!
জয় বাংলা।
ধন্যবাদ জয় ভাই
জয় বাংলা
ধন্যবাদ জয় ভাই
জয় বাংলা
একটু বেশী আবেগতাড়িত। তবে
একটু বেশী আবেগতাড়িত। তবে ভালোই। কবিতায় একটু আবেগ না থাকলে কি চলে?
কবিতায় একটু আবেগ না থাকলে কি
কবিতায় আবেগ না থাকলে সেইটা আবার কবিতা হয় ক্যামনে… :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: জানার খুব ইচ্ছা ছিল… :দেখুমনা: :কেউরেকইসনা: :আমারকুনোদোষনাই:
কি বোঝাতে চেয়েছিলাম নিজেই
কি বোঝাতে চেয়েছিলাম নিজেই বুঝতে পারছি না। হা হা হা! আসলেই তো কবিতায় আবেগ না থাকলে সেইটা আবার কবিতা হয় ক্যামনে?
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাসি: 😀
(No subject)
:আমারকুনোদোষনাই: :কেউরেকইসনা:
(No subject)
:হাহাপগে:
(No subject)
:হাহাপগে: :হাহাপগে:
(No subject)
🙂
হা হা ।ধন্যবাদ ভাই
হা হা ।ধন্যবাদ ভাই
হা হা ।ধন্যবাদ ভাই
হা হা ।ধন্যবাদ ভাই
চমত্কার।
চমত্কার।
ধন্যবাদ
ধন্যবাদ
মাশাআল্লাহ আবারো নতুন কবি
মাশাআল্লাহ আবারো নতুন কবি গুরু পেলাম।
কি কন এইডি ?
কবি গুরু
কি কন এইডি ? 🙁
কবি গুরু ?
জীবনে একটা মাত্র কবিতা লেখলাম ।
মেদহীন কবিতা,বর্তমানে বিরল।
মেদহীন কবিতা,বর্তমানে বিরল। তোমার কবিতা পড়ে অনুপ্রাণিত হলাম!
ধন্যিয়বাদ
ধন্যিয়বাদ