ছেঁড়া ডাইরির পাতা হতে………১
তমালিকার দিনপাত
তমালিকা তামবি হা এই নামেই তার আইডি। যদিও এটি ওর ছদ্ম নাম( যা পরে জেনেছি, আর ওর অনুরধে ওর আসল নামটা এড়িয়ে গেলাম)। আমাদের পরিচয় এর বিশেষ কোন ঘটনা নেই। কেমন করে যেন আমিই ওকে বন্ধুর নিমন্ত্রণ পাঠিয়েছিলাম এবং ও তা গ্রহণ করেছিল। সেই থেকে ওর সঙ্গে আমি এসএমএস আদান করি ফেসবুকে। আস্তে আস্তে আমার একটি ভাল বন্ধু ও এখন। আমার লিখায় ওর কমেন্ট ও লাইক দিয়ে ও আমাকে বেশ উৎসাহ প্রদান করে। এভাবেই ব্যক্তিগত তথ্য বাদে সব রকম কথা হতো ওর সঙ্গে।
ছেঁড়া ডাইরির পাতা হতে………১
তমালিকার দিনপাত
তমালিকা তামবি হা এই নামেই তার আইডি। যদিও এটি ওর ছদ্ম নাম( যা পরে জেনেছি, আর ওর অনুরধে ওর আসল নামটা এড়িয়ে গেলাম)। আমাদের পরিচয় এর বিশেষ কোন ঘটনা নেই। কেমন করে যেন আমিই ওকে বন্ধুর নিমন্ত্রণ পাঠিয়েছিলাম এবং ও তা গ্রহণ করেছিল। সেই থেকে ওর সঙ্গে আমি এসএমএস আদান করি ফেসবুকে। আস্তে আস্তে আমার একটি ভাল বন্ধু ও এখন। আমার লিখায় ওর কমেন্ট ও লাইক দিয়ে ও আমাকে বেশ উৎসাহ প্রদান করে। এভাবেই ব্যক্তিগত তথ্য বাদে সব রকম কথা হতো ওর সঙ্গে। সেদিন হঠাত ও ওর মনের বন্ধ দরজাটা খুলে দিয়ে ওর সম্পর্কে এমন সব তথ্য দিল যে আমি পুরাই হতভম্ব। চমকে গেলাম একে বারে। ছবিতে দেখে আর ওর কথায় এত দিন ওর গভিরে লুকিয়ে থাকা কষ্টের জায়গাটার কথা ছিল অজানা।
ছবিতে দেখা …………… আশ্চর্য সুন্দর দুটি চোখে যেন মায়া, মমতা, স্নেহ, নিয়ে সবাইকে কাছে ডাকছে।পরনের নীল প্যান্ট ও গায়ে দেওয়া লালা জ্যকেটে বেশ লাগছে ওকে। আর সবচেয়ে আকর্ষণীয় ওর মাথা ভর্তি খোলা লম্বা চুল যেন কাল রেশমি সুতার ন্যায় ঝল মল করছে। সব মিলিয়ে যে কারও মাথা ঘুরিয়ে দেবে এই ৩২ বসন্তে।( বয়সটা ওর কথা হতে বের করেছি…… ও একবার বলেছিল ২২ বছরে ও কানাডা এসেছিলাম, আজ বার বছর ধরে আছি কানাডায়)। ওর এত চুল দেখে বাংলা ছিনামার একটা গান যেন মনে পড়ে……… খায়রুন লো , তোর লম্বা মাথার চুল………… খায়রুন সুন্দরী…… মমতাজ।
সেদিন তমালিকার বলা কথা গুলি আমি তুলে ধরছি একটু গুছিয়ে। (ক্রমশ)
ছেঁড়া ডাইরির পাতা হতে………৭ তমালিকার দিনপাততমালিকা তামবি হা এই নামেই তার আইডি। যদিও এটি ওর ছদ্ম নাম( যা পরে…
Posted by Golam Maula on Wednesday, September 11, 2013
প্রচারণাঃ আসুন বিদেশী পাত্রের সাথে মেয়ে বিয়ে দেবার আগে বরের সম্পর্কে ভাল করে খোঁজ নিই।
বাহ
বাহ
কষ্ট পেলুম
কষ্ট পেলুম
দুঃখিত।পোস্টের কোনো আগামাথা
দুঃখিত।পোস্টের কোনো আগামাথা বুঝতে পারলাম না।আপনি কি তমালিকা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়েছেন তাই বুঝাতে চাচ্ছেন?নিতান্তই ফেসবুকিয় পোস্ট হয়ে গেল রে ভাই।আশা করি আরো ভালো পোস্ট পাবো সামনে।
দুঃখিত।পোস্টের কোনো আগামাথা
দুঃখিত।পোস্টের কোনো আগামাথা বুঝতে পারলাম না।আপনি কি তমালিকা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়েছেন তাই বুঝাতে চাচ্ছেন?নিতান্তই ফেসবুকিয় পোস্ট হয়ে গেল রে ভাই।আশা করি আরো ভালো পোস্ট পাবো সামনে।
দুঃখিত।পোস্টের কোনো আগামাথা
দুঃখিত।পোস্টের কোনো আগামাথা বুঝতে পারলাম না।আপনি কি তমালিকা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়েছেন তাই বুঝাতে চাচ্ছেন?নিতান্তই ফেসবুকিয় পোস্ট হয়ে গেল রে ভাই।আশা করি আরো ভালো পোস্ট পাবো সামনে।
প্রচারণাঃ আসুন বিদেশী পাত্রের
প্রচারণাঃ আসুন বিদেশী পাত্রের সাথে মেয়ে বিয়ে দেবার আগে বরের সম্পর্কে ভাল করে খোঁজ নিই।গল্পটা চলবে পড়ুন…।। আসল উদ্দেশ্য বিদেশী পাত্রের সাথে বিয়ে দেবার আগে ভাল করে খোজ নিন
কবিতা তোমায় দিল… এর সাথে
কবিতা তোমায় দিল… এর সাথে একমত। আমি ও পোস্টের কোনো আগামাথা বুঝতে পারলাম না।
বিদেশী পাত্রের সাথে মেয়ে বিয়ে দেবার আগে বরের সম্পর্কে ভাল করে খোঁজ নিই।== ব্যাপারটা শুধু বিদেশী পাত্রের বেলায়ই কেন হবে? দেশি-বিদেশী পাত্র-পাত্রীর সম্পর্কে ও ভাল করে খোঁজ নেয়া উচিৎ। সব সময় ঘটক পাখী ভাইয়ের উপর দায়িত্ব ছেড়ে দেয়া ঠিক না।