আমি যখন ক্লাস সিক্সে পড়তাম, তখন সোপানে সরগম শেখার পর থেকেই আমি যে গানটি প্রথম হারমনিতে তুলি সেই গানটি হল কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পঙ্খী নায়। এই গানটি হয়ত বুঝতে পারছেন কার লেখা সুর করা। শাহ আব্দুল করিম। আজ ১২ সেপ্টেম্বর শাহ আব্দুল করিম তৃতীয় মৃত্যুযবার্ষিকী। তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছি। শাহ আব্দুল করিম এর বিশাল ভক্ত আমি।
আমি যখন ক্লাস সিক্সে পড়তাম, তখন সোপানে সরগম শেখার পর থেকেই আমি যে গানটি প্রথম হারমনিতে তুলি সেই গানটি হল কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পঙ্খী নায়। এই গানটি হয়ত বুঝতে পারছেন কার লেখা সুর করা। শাহ আব্দুল করিম। আজ ১২ সেপ্টেম্বর শাহ আব্দুল করিম তৃতীয় মৃত্যুযবার্ষিকী। তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছি। শাহ আব্দুল করিম এর বিশাল ভক্ত আমি।
শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানদল গ্রামে জন্মগ্রহন করেন। বাংলা বাউল গানের জীবন্ত কিংবদন্তী হিসেবে পরিচিত। শাহ আব্দুল করিম ৬ টি গানের বই প্রকাশিত হয়েছে । ২০০১ সালে শাহ আব্দুল করিম একুশে পদক লাভ করেন। ২০০০ সালে রাগিব রাবেয়া সাহিত্য পুরুষ্কারে ভূষিত হন। ২০০৪ সালে মেরিল আলো আজজীবন সম্মাননা । ২০০৬ সালে আন্তর্জাতিক প্রবীন দিবসে জাতিসংঘ আজজীবন সম্মাননা । আরও নানা সম্মাননা শাহ আব্দুল করিম ভূষিত হন।
শাহ আবদুল করিমের জনপ্রিয় কিছু গান
• বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
• আগে কি সুন্দর দিন কাটাইতাম
• গাড়ি চলে না
• আমি কূলহারা কলঙ্কিনী
• কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
• কোন মেস্তরি নাও বানাইছে
• কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
• বসন্ত বাতাসে সইগো
• আইলায় না আইলায় নারে বন্ধু
• মহাজনে বানাইয়াছে ময়ুরপংখী নাও
• আমি তোমার কলের গাড়ি
• সখী কুঞ্জ সাজাও গো
• জিজ্ঞাস করি তোমার কাছে
• আমি বাংলা মায়ের ছেলে
• রঙ এর দুনিয়া তরে চায় না
আমি শাহ আব্দুল করিম অনেক বেশি সম্মান করি। আর শ্রদ্ধা করে যাব অজীবন।
ফরিদা পারভিন আমি শাহ আব্দুল করিম কে কঠুক্তি করে বলেছেন ।।আবদুল করিমকে বাউল সম্রাট বলা হচ্ছে। আবদুল করিম তো বাউল-ই না। ধর্মীয় মতবাদ মেনে চলতেন এমনও না। বামপন্থী লোক ছিলেন। কাকে কী বলা যায় এই বিষয়টাতেও আমাদের দেশে সচেতনতা কম। ফরিদা পারভিন এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ খুব ঝড় তুলেছিল। সবাই তার ত্তীব্র প্রতিবাদ করেও।
২০০৯ সালের১২ সেপ্টৈম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন। সেই দিন শনিবার সকাল ৭টা ৫৮ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যেখানে থাকুক যেন ভাল থাকেন
যেখানে থাকুক যেন ভাল থাকেন
এই শূণ্যতা পূরণের কেউ নেই।
এই শূণ্যতা পূরণের কেউ নেই।