কিছু কথা না বল্লেই নয়।
আমিতো কবি নই,তাই কবিরা যেনো আমার এই ধৃষ্টতা ক্ষমা সুন্দর চোখে দেখেন।
*******************************************
আমি তোমার পৃথিবীতে এক নতুন পৃথিবী গড়ে তুলবো
যেখানে দেহের নয় হবে মনের সাথে মনের মিলন;
যেখানে থাকবেনা আঁধার,থাকবেনা সূর্যের খরতাপ;
চাঁদের আলোয় হবে তোমার আমার অদৃশ্য বাসর।
সবুজেরা দেবে শীতলতা,পাখিরা শুনাবে রবীন্দ্র সুর
ফিদা হোসেন তোমার নগ্ন হৃদয়ে এঁকেদেবে শুভ্র বসন;
বৃস্টিরা ঝরবে, নীল নদে উঠবে জোয়ার,আর ফুলেলগন্ধ;
দূর আকাশে জমে উঠবে লক্ষ কোটি তারাদের আসর।
আমি তোমার পৃথিবীতে এক নতুন পৃথিবী গড়ে তুলবো
কিছু কথা না বল্লেই নয়।
আমিতো কবি নই,তাই কবিরা যেনো আমার এই ধৃষ্টতা ক্ষমা সুন্দর চোখে দেখেন।
*******************************************
আমি তোমার পৃথিবীতে এক নতুন পৃথিবী গড়ে তুলবো
যেখানে দেহের নয় হবে মনের সাথে মনের মিলন;
যেখানে থাকবেনা আঁধার,থাকবেনা সূর্যের খরতাপ;
চাঁদের আলোয় হবে তোমার আমার অদৃশ্য বাসর।
সবুজেরা দেবে শীতলতা,পাখিরা শুনাবে রবীন্দ্র সুর
ফিদা হোসেন তোমার নগ্ন হৃদয়ে এঁকেদেবে শুভ্র বসন;
বৃস্টিরা ঝরবে, নীল নদে উঠবে জোয়ার,আর ফুলেলগন্ধ;
দূর আকাশে জমে উঠবে লক্ষ কোটি তারাদের আসর।
আমি তোমার পৃথিবীতে এক নতুন পৃথিবী গড়ে তুলবো
যেখানে আমার স্বপ্নজালে তোমার সবটুকু স্বপ্ন বুনবো।।
ভালো লেগেছে
ভালো লেগেছে
ধন্যবাদ।
ধন্যবাদ।
বেশ ভাল লেগেছে
বেশ ভাল লেগেছে
চমৎকার লিখেছেন ।ভাল লাগলো ।
চমৎকার লিখেছেন ।ভাল লাগলো ।
ধন্যবাদ শাহিন ভাই ও রাইয়ান
:-B ধন্যবাদ শাহিন ভাই ও রাইয়ান ভাইকে।
অল্প কথায় ভবিষ্যতের স্বপ্ন
অল্প কথায় ভবিষ্যতের স্বপ্ন বুনন