কবিতা আমার প্রতিদিনকার পেথিড্রিন,
সান্ধ্যকালীন পানাহারে ফেনসিডিল এর
শিশি।
কবিতা আমার শিরায় শিরায় নিকোটিন,
পঙক্তিদেরকে সাথী করে গাঁজার ধোয়ায়
মিশি।
মুঠোফোনে ফাহমিদা’র ডাকের অপেক্ষা-
কবিতা,
ষাটোর্ধ বৃদ্ধের ছড়ির মত আমার কবিতা।
কবিতা আমার প্রতিরাতে রোজেরেমের
পাতা।
আমি জানি, কবিতার অন্ত্যমিলে হৃদয়
আমার গাঁথা।
কবিতা আমার হলুদ পাঞ্জাবী,নীল জিন্স-
রাজপথে রোদের তীব্রতায় ক্লান্ত অলস
পদচারনা।
আমার কবিতা- শালিনী, অনিন্দিতার
অনাকাঙ্খিত স্মৃতি;
নোটবুকের পাতায় গেঁথে রাখা প্রতিটা
অক্ষর।
কবিতা আমার ডাল-ভাত, শুকনো লংকা
আর হিমশীতল পানির বোতল।
কলাশ্রী আর পূরবী রাগের মত প্রিয়-
কবিতা আমার প্রতিদিনকার পেথিড্রিন,
সান্ধ্যকালীন পানাহারে ফেনসিডিল এর
শিশি।
কবিতা আমার শিরায় শিরায় নিকোটিন,
পঙক্তিদেরকে সাথী করে গাঁজার ধোয়ায়
মিশি।
মুঠোফোনে ফাহমিদা’র ডাকের অপেক্ষা-
কবিতা,
ষাটোর্ধ বৃদ্ধের ছড়ির মত আমার কবিতা।
কবিতা আমার প্রতিরাতে রোজেরেমের
পাতা।
আমি জানি, কবিতার অন্ত্যমিলে হৃদয়
আমার গাঁথা।
কবিতা আমার হলুদ পাঞ্জাবী,নীল জিন্স-
রাজপথে রোদের তীব্রতায় ক্লান্ত অলস
পদচারনা।
আমার কবিতা- শালিনী, অনিন্দিতার
অনাকাঙ্খিত স্মৃতি;
নোটবুকের পাতায় গেঁথে রাখা প্রতিটা
অক্ষর।
কবিতা আমার ডাল-ভাত, শুকনো লংকা
আর হিমশীতল পানির বোতল।
কলাশ্রী আর পূরবী রাগের মত প্রিয়-
কবিতা;
ত্রিতাল কিংবা কাহারবা আমার কবিতা।
কবিতা-আমার বড় প্রিয় বারুদ আখির
নারী।
কবিতা-প্রথম দেখায় আঁখির শরীরে
নীলরঙা শাড়ি।
ভালো লাগলো
কবিতার প্রতি
ভালো লাগলো
কবিতার প্রতি আপনার একাগ্রতা চোখে পড়াবার মতো । আমি না বললেও চালিয়ে যাবেন , তবুও বললাম – চালিয়ে যান
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ 🙂 :গোলাপ: :গোলাপ:
প্রতি কবিতায় দারুন বলতে আর
প্রতি কবিতায় দারুন বলতে আর ভাল লাগে না
অন্য কিছু বল…
:গোলাপ: :গোলাপ: অন্য কিছু বল… 😀
চমতকার
চমতকার
(No subject)
:নৃত্য: :নৃত্য: :নৃত্য:
দাদা ভালো লাগছে।
দাদা ভালো লাগছে।
দাদা ভালো লাগছে।
দাদা ভালো লাগছে।
দাদা আমার পোস্ট পড়ছো?নতুন
দাদা আমার পোস্ট পড়ছো?নতুন পোস্টের নাম ‘আলাপন১’।তোমার মন্তব্যের আশায় রইলাম।
ধন্যবাদ মন্তব্যের জন্য। না
ধন্যবাদ মন্তব্যের জন্য। 🙂 না দেখিনাই, দেখলে অবশ্যই কমেন্ট করতাম