ও মেঘ দল
আমার চোখে পাঠাও কিছু জল
আমি আরেকবার কাঁদি
বৃষ্টিতে ভিজার ছলে
অনাবৃষ্টিতে বহুদিন
ভিজেনিতো চোখের পাতা
বুকের ভেতর চিতা জ্বলে
চোখে কষ্ট গাথা
আমার প্রতি তোমার দৃষ্টিপাত
দীর্ঘ খরার পরে যেন হঠাৎ বৃষ্টিপাত
আমার প্রতি তোমার যতো ঘৃণা
সত্যি করে বল মেয়ে প্রাপ্য ছিল কিনা
আমার আঙ্গিনায় বৃষ্টি এসে চলে গেল
রেখে গেল কয়েক ফোঁটা অভিমানের জল
ফাগুনের প্রথম বৃষ্টি মন ভিজিয়ে দিল
ছুঁয়ে দিল আমার করতল :কানতেছি:
বেশ ভাল হয়েছে
বেশ ভাল হয়েছে