হে ভারত মাতা,
আর কতো রক্ত পানে পিপাসা মিটবে তোমার উগ্র সন্তানের?
আমি ফেলানীর ছবি উল্টে দেখেছি
এক হাত ছুড়ে দিয়েছে প্রতিবাদের ভঙ্গিতে
ওখানে তীব্র ঘৃনা
অকারণ প্রাণ নাশের পরিহাস
অসম্পূর্ন বন্ধুত্বের লজ্জা!
ভাবতে অবাক লাগে
এই তোমার সন্তানেরা সে বেলা মমতার হাত বাড়িয়েছিলো
হে ভারত মাতা,
আর কতো রক্ত পানে পিপাসা মিটবে তোমার উগ্র সন্তানের?
আমি ফেলানীর ছবি উল্টে দেখেছি
এক হাত ছুড়ে দিয়েছে প্রতিবাদের ভঙ্গিতে
ওখানে তীব্র ঘৃনা
অকারণ প্রাণ নাশের পরিহাস
অসম্পূর্ন বন্ধুত্বের লজ্জা!
ভাবতে অবাক লাগে
এই তোমার সন্তানেরা সে বেলা মমতার হাত বাড়িয়েছিলো
বলেছিলো বন্ধু ভালো প্রতিবেশী!
ওটা কি আসলেই গান্ধির দেশ,
বুদ্ধের ব্যাকরণে অহিংসার পরম প্রতীক?
নাকি আসলেই মহাভারত রামায়ণ
অশুদ্ধ হয়ে নেমে এসেছে
রক্তের বন্যায় জগৎ ভাসাতে?
আমি আজকাল ভাবতে পারিনা
ও দেশে নেতাজীর জন্ম হয়েছিলো
কাঁধে কাঁধ মিলিয়ে বলেছিলাম
সফেদ সীমার হামারি মুল্ক সে তফাৎ যাও!
আসলে বলতে সহজ করতে পারেনা সহজে
বাড়ানো হাত ফিরে আসে ক্রান্তি লগ্নে কূট কৌশলে;
ভারত মাতা,তোমার সন্তানেরা হয়ত পাখী মারছে
কিনতু এ দেশের সীমান্তে এলে তা মানুষ,
আমার ভাই আমার বোন খুব বেশী প্রিয় কেউ!
তুমি ব্যার্থ হয়েছ সিন্ধুবতী
বঙ্গ জননীর সন্তানেরা আর যাই হোক
কালের জোয়াল কন্ঠে নিয়ে মানুষ ই আছে
কুকুর হয়ে কামড়ে ধরেনি!
ভাল লাগল
ভাল লাগল
ধন্যবাদ…
ধন্যবাদ…
ভাল্লাগছে
ভাল্লাগছে
ধন্যবাদ…
ধন্যবাদ…
আমি ফেলানীর ছবি উল্টে
আমি ফেলানীর ছবি উল্টে দেখেছি
এক হাত ছুড়ে দিয়েছে প্রতিবাদের ভঙ্গিতে
ওখানে তীব্র ঘৃনা
অকারণ প্রাণ নাশের পরিহাস
অসম্পূর্ন বন্ধুত্বের লজ্জা!
ভাবতে অবাক লাগে
এই তোমার সন্তানেরা সে বেলা মমতার হাত
বাড়িয়েছিলো
বলেছিলো বন্ধু ভালো প্রতিবেশী!
এই লাইনগুলো ভালো লেগেছে।
কবিতা তোমায় ধন্যবাদ।
কবিতা তোমায় ধন্যবাদ।
ভাল লিখেছেন।
ভাল লিখেছেন। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
বরাবরের মতই চমৎকার…
বরাবরের মতই চমৎকার… :থাম্বসআপ: :থাম্বসআপ: :বুখেআয়বাবুল:
সকাল বেলার ফ্রেশ ধন্যবাদ
সকাল বেলার ফ্রেশ ধন্যবাদ ব্রাদার।