ইসকিউজমি.…
কেউ কি আছেন?
প্রেম করার নিমিত্তে কেউ কি জেগে আছেন এই নিশিতে?
ভালবাসি বলে কেউ কি ডাকবেন চির খুশিতে?
এই যে শুনুন… হ্যা হ্যা আপনাকেই বলছি!
প্রিয়তম হওয়ার ইচ্ছা কি আছে?
সঙ্গ দিবে আমার?
না না… বিদঘুটে কোনো স্বপ্ন নয়।
এ যে বাস্তবতা,
যার হাত ধরতে চাওয়া, তার হাত হয়তো ক্ষনিক সময় আগে আরেকজনের হয়ে গেছে।
ভাবতে অবাক লাগছে বৈকি!!
স্বপ্ন ভিবুর হওয়ার ইচ্ছা নেই যে,
তাই এখনো সাহস করে কারো হাতে ধরিনি,
ভালবাসার আবেগ নিয়ে কারো পায়ে পরিনি,
এখনো, ললনাদের মুগ্ধকরা লালসাময়ী চেহারা দেখে হুশহারাই নি!
তবুও কেন এই ব্যর্থতা?
প্রেম না পাওয়ার উন্মাদনা কেন এই সময়ে?
ইসকিউজমি.…
কেউ কি আছেন?
প্রেম করার নিমিত্তে কেউ কি জেগে আছেন এই নিশিতে?
ভালবাসি বলে কেউ কি ডাকবেন চির খুশিতে?
এই যে শুনুন… হ্যা হ্যা আপনাকেই বলছি!
প্রিয়তম হওয়ার ইচ্ছা কি আছে?
সঙ্গ দিবে আমার?
না না… বিদঘুটে কোনো স্বপ্ন নয়।
এ যে বাস্তবতা,
যার হাত ধরতে চাওয়া, তার হাত হয়তো ক্ষনিক সময় আগে আরেকজনের হয়ে গেছে।
ভাবতে অবাক লাগছে বৈকি!!
স্বপ্ন ভিবুর হওয়ার ইচ্ছা নেই যে,
তাই এখনো সাহস করে কারো হাতে ধরিনি,
ভালবাসার আবেগ নিয়ে কারো পায়ে পরিনি,
এখনো, ললনাদের মুগ্ধকরা লালসাময়ী চেহারা দেখে হুশহারাই নি!
তবুও কেন এই ব্যর্থতা?
প্রেম না পাওয়ার উন্মাদনা কেন এই সময়ে?
কেন ভালবাসি ভালবাসি এই মন বার বার ছুয়ে যেতে চায় কারো হাত?
কেন একাকী নিরবেও কাটেনা আমার রাত?
কেন এই পরাজয়?
কেন জয়ের আবেশে লুটুপুটি খাওয়া চির সত্য ক্ষয়?
কেন??
এই এখনো কেউ কি আছেন?
কেউ কি আছেন অনুভূতিহীন এই হাতে অনুভূতি ফিরিয়ে দেয়ার মত?
কেউ কি আছেন?
ভালবাসি বলে, প্রেমময় ছলে কাছে টেনে নেয়ার মত?
এই শুনুন……………………
একটা মাইক নিয়ে কমলাপুর
একটা মাইক নিয়ে কমলাপুর ইস্টিশনে বললে পেয়ে যেতে পারেন!
অথবা গুলিস্তানের মোড়ে কিংবা
অথবা গুলিস্তানের মোড়ে কিংবা ফার্মগেটের ওভারব্রিজের মাথায়… :হাহাপগে: :হাহাপগে: 😀
এই লুক গুলা এতো খ্রাপ!!!
এই লুক গুলা এতো খ্রাপ!!!
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ধুর! মিয়া, ইহা লিখিয়া লিফলেট
ধুর! মিয়া, ইহা লিখিয়া লিফলেট প্রচার করিতে হইবেক।
একা একা আমার দ্বারা পসিবল না।
একা একা আমার দ্বারা পসিবল না। সাহায্য করবেন। আমি ছাপাই দিতাছি। বিতরনের কাজটা আপনি করবেন?? কি বলেন??
তারপর আমি পাবলিকের প্যাদানি
তারপর আমি পাবলিকের প্যাদানি খাই আর কি…
পেদানি খাওয়ার মধ্যে আলাদা
পেদানি খাওয়ার মধ্যে আলাদা একটা এক্সপ্রেশন আছে ভাই…
তাইলে আপনেই খান…
তাইলে আপনেই খান…
একা একা আমার দ্বারা পসিবল না।
একা একা আমার দ্বারা পসিবল না। সাহায্য করবেন। আমি ছাপাই দিতাছি। বিতরনের কাজটা আপনি করবেন?? কি বলেন??
সেটাই করবো ভাবছি… কি বলেন
সেটাই করবো ভাবছি… কি বলেন মাইক হলেই কি হয়ে যাবে??
হাহাহা!!!লিখতে থাকুন।ভালো
হাহাহা!!!লিখতে থাকুন।ভালো কবিতার আশায় রইলাম।
আপনি তো মহান লেখক ভাই।
আপনি তো মহান লেখক ভাই। আপনাদের সামনে নিজের লেখা উপস্থাপন করতে বেশ লজ্জা লাগে। বানান ভুলের মহড়া যে একের পর এক আমার মধ্যে রয়েছে।
অথবা বেইলী রোডে
অথবা বেইলী রোডে :হাহাপগে:
গঠনমূলক সমালোচনা করি। খুবই
গঠনমূলক সমালোচনা করি। খুবই কাঁচা হাতের লেখা। কারন, বানান এবং উপমার ভুল প্রয়োগ। যাই হোক, ভাল কিছুর আশায় রইলাম 🙂 :ফুল: :ফুল:
আর আপনার আবেদন খুব ভাল লেগেছে। আমার এলাকায় এখন প্রচন্ড গরম। তীব্র রোদ, ভাবছিলাম রেলস্টেশনে গিয়ে এমন করে যদি ডাকি, কেমন হয়। আসলেই ডাকতে ইচ্ছে করছে। প্রিয়তে নিতে নিতেও নিলাম না 🙁
হুম… খাটি বলছেন… আসলেই কাচা
হুম… খাটি বলছেন… আসলেই কাচা হাতের লেখা এটা। আমি কিছু দিন হল লেখি। বয়েসটা ও ছোট। তাই এই কন্ডিশন। এই ইস্টিশনে আমি মনে হয় সব চাইতে ছোট যাত্রি।
ধন্যবাদ গঠন মুলক সমালোচনার জন্য।
কেউ কোথাও নেই!!!
কেউ কোথাও নেই!!!