নিশ্চুপ পল্লী কোঁথাও কেউ নেই । ধুসর সৃতিতে বালকটি হাঁটছিল সেই কবে থেকেই । আকাশে সাদা মেঘের ভেলা । রাস্তার মোড়ের তালগাছটা এত উচু যেঁ মাথাটা দেখতে গেলে ঘাড় ব্যথা হয়ে যায় । বাবুই পাখির বাসাগুলি বাতাসে দোল খায় । বালকটি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে অনেকক্ষন । ব্যস্ত বাবুই পল্লী । মধ্যদুপুর । কাজল কালো দীঘিটা আয়নার মত হয়ে আছে । মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে বালকটি । আলোড়ন ওঠে শান্ত দিঘীর জলে । পাল্লা দিয়ে রোঁদে পোড়া পাখা নিয়ে চিলটিও ডানা মেলে আকাশে । বালকটি চিত সাতার দিয়ে মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে থাকে । কখনো বা পানি ঢুকে মুখে কিংবা নাকে । হার মানে না বালক । চিল টি যতক্ষণ আকাশে থাকে সেও ততোক্ষণ সাঁতার কাটে ।
দিঘীর শান্ত জলে তরঙ্গের হিল্লোল
রোদপোড়া ডানায় ভাসে চিল,
উথলে ওঠে আবেগ , ভাসি আমি,
বাজে অরফিয়াসের বিন ।
বালক চোখ লাল করে উঠে আসে ডাঙ্গায় । কচুর পাতা চোখে দিয়ে সূর্যের দিকে তাকিয়ে রোজই বলে – সূর্য্যি মামা আমার চোখের লালটুকু নিয়ে নাও । কিন্তু সূর্য্যি মামার কোন দিনও সেই লাল টুকু নেয়া হয়ে ওঠেনি আর মায়ের পিটুনিও পিঠ থেকে মাটিতে পড়েনি ।
সূর্য তুই আমার মামা
আমি তোর ভাগনে,
আমার চোখের লাল নে,
লাল ফড়িং এর বিয়ে দে ।
অবাধ্য এই বালকটিকে সামলাতে হিমশিম খেয়ে যেত জননী । মধ্যরাত্রির জোছনা তার খুবই প্রিয় । প্রসাব করতে উঠে সে জোছনা ধরতে যায় মধ্যরাত্রিতে চুপিসারে আবার কখনো বৃষ্টি স্নাত হয়ে ঘুরে বেড়ায় পাড়া । চিল ঘুড়িটার সুতোয় হোমিও শিশির গুঁড়া শিমুল আঠা দিয়ে লাগায় । এইতো সেদিনের কথা কোথা থেকে এক শালিক ছানা নিয়ে এসে মাকে বলে – আম্মু এর নাম তুলু । পাড়ার জঙ্গলের প্রতিটি পাখির বাসা তার চেনা । পাখীরা তার কাছে কখনো বাসা গোপন করতে পারে না । জননীর ভঁয় হয়। কোনদিন যেঁ ছেলেকে সাপে কামড় দেয় ।
জন্মান্তরের শখ ছিল মা হওয়ার
কি বলব সই ! হাসব না কাঁদবো !
মা হলাম ঠিকি, ছেলে আমার অবাধ্য ।
আজ কদিন থেকেই সে ভাবছে টীয়ে পাখির ছানা পুষবে । টীয়ে পাখি মানুষের মত কথা বলে । দারিয়ার বিলের পাশে যেঁ পাকুড় গাছ টা । সেখানটায় ঝাঁকে ঝাঁকে টীয়ে পাখির বাসা । সেই কবে থেকেই ভাবছে সেখানটায় যাবে কিন্তু যাওয়া হয়ে ওঠেনি কখনো । হঠাৎ একদিন পুকুর পেরিয়ে মাঠ পেরিয়ে বিলের ধারে যায় বালক । নীল শরতের আকাশ আরও নীল হয়ে বিলের জলে ভাসে । বালক টি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে সেদিকে ।
ঘুমাবিনা দস্যি ছেলে ?
শান্তি দিবিনা একটুও ?
দোহাই আল্লার ,
বাবা তোর বাইরে একটু ঘুমিয়ে পড় ।
একদিন ছোট চাচা বলল দারিয়ার বিলের পুকুর টা সেচবে । দাদু প্রতি বছরই সেচে পুকুরটি । প্রচুর শউল মাছ ধরা পড়ে । গত বছর শউল মাছ ধরতে গিয়ে লেজের বাড়ি খেয়ে ছিল মুখে । এবার আর না ।
দিয়েছ লেজ দিয়ে বাড়ি
শউল তোমার সাথে জীবনের আড়ি ।
আজ অনেক বছর গড়িয়ে গেছে । বালকটিও মিশে গেছে সময়ের স্রোতে জায়গা করে নিয়েছে নুতুন এক যুবক জীবনের হাসি কান্না , আনন্দ- বেদনা , উথান-পতন তাঁকে আরও উদাসি করে তোলে । আজম্ন কালের সাধনায় মগ্ন হয় যুবক ।
আজম্ন কালের সাধনায় দীপ্ত সাধক
নারীর ভুগর্ভে যেঁ রসের ভাণ্ডার দেখেছিল-
তা ছিল ক্ষণিকের উত্তেজনা মাত্র ,
ভেঙ্গে গেল সাধুর তন্দ্রা বিলাস !
সাদামাটা জীবনের খোঁজে বেরিয়ে সাধক ,
খুঁজে পায়নিক ঠিকানা এখনো ।
পাবে কি ঠিকানা কখনো?
ছিন্ন করে জন্মান্তরের বাঁধন,
হাঁটতে হাঁটতে ক্লান্ত সাধক,
ক্রমাগতই রচনা করে ব্যথতার নতুন উপাখ্যান ।
কেবলি প্রশ্ন জাগে আর কত ?
খরদিপ্ত রোদ পেরিয়ে বর্ষা আসে,
অমানিশা পেরিয়ে জোছনা
তবুও হয়না শেষ সাধনা ।
কথাগুলো খুব আপন আপন লাগলো।
কথাগুলো খুব আপন আপন লাগলো। মনে হল, আমিই লিখেছি।
হাঁটতে হাঁটতে ক্লান্ত সাধক,
ক্রমাগতই রচনা করে ব্যথতার নতুন উপাখ্যান ।
কেবলি প্রশ্ন জাগে আর কত ?
আসলেই
কেবলি প্রশ্ন জাগে আর কত ?
আজম্ন কালের সাধনায় দীপ্ত
আজম্ন কালের সাধনায় দীপ্ত সাধক
নারীর ভুগর্ভে যেঁ রসের ভাণ্ডার দেখেছিল-
তা ছিল ক্ষণিকের উত্তেজনা মাত্র ,
ভেঙ্গে গেল সাধুর তন্দ্রা বিলাস !
সাদামাটা জীবনের খোঁজে বেরিয়ে সাধক,
খুঁজে পায়নি ক ঠিকানা এখনো ।
পাবে কি ঠিকানা কখনো?
— অসাধারন ।চমৎকার শব্দ গঠন ও বাচনভঙ্গি ।
বেশ কয়েকদিন পর ইস্টিশনে ভিন্নধর্মী ভাল একটা লিখা পড়লাম ।
ধন্যবাদ লেখককে ।অজস্র ধন্যবাদ ।
ছিন্ন করে জন্মান্তরের
সমালোচনা: ×××××× (করার মত
সমালোচনা: ×××××× (করার মত কিছুই নেই)
ক্রেডিট: আসলেই অনেক দিন পর ভালো এবং বাস্তব ধর্মী লিখা পড়লাম। আপনাকে ধন্যবাদ। পড়ে মনে হচ্ছিলো চরিত্রের সাথে আমিও হারিয়ে গেছি। মিলবিন্যাস সুসঙ্গত ও পরিষ্কার। শব্দের ক্রমধারা রক্ষিত হয়েছে ভালোভাবে। ভাব ফুটে উঠেছে স্পষ্ট। লিখাটি স্পন্টেনিয়াস ছিল। যে গল্প নিজেই গল্প বলে যাচ্ছে। শেষের দিকটা অসধারণ লেগেছে।
কানে কানে কথা: নিজের স্বকীয় ধারা অক্ষুণ্ণ রাখুন। তাহলে সর্বদা সাধারণ সৃষ্টিকেও অসাধারণ করতে সমস্যা হবেনা। বেস্ট অব লাক।
অঘূর্নায়মান ইলেকট্রন ভাই,
অঘূর্নায়মান ইলেকট্রন ভাই, আপনার মন্তব্যও কিন্তু বেশ ভালো হচ্ছে!
আপনাদের সকলকেই ক্লান্ত
আপনাদের সকলকেই ক্লান্ত হ্রিদয়ের উষ্ণ ভালবাসা দিলাম । খুবই ভালো লাগলো । নিজেকে বেশ তরতাজা মনে হচ্ছে । জীবনের ক্লান্তি গুল কেটে যাক । শুভ্র হোক সবকিছু । ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ।