তুই কি আমায় একটু ভালোবাসবি?
বলতে হবেনা কতটা ভালোবাসিস
বোঝাতে হবেনা কতটা আছি
তোর অলিন্দ নিলয় জুড়ে
শুধু মন খারাপের দিনে বলিস,
‘মুখ কালো করে আছিস যে?’
একটু ভালোবাসবি কি?
দেখিস সব কেমন নতুন দেখায়।
তুই কি আমায় একটু ভালোবাসবি?
বলতে হবেনা কতটা ভালোবাসিস
বোঝাতে হবেনা কতটা আছি
তোর অলিন্দ নিলয় জুড়ে
শুধু মন খারাপের দিনে বলিস,
‘মুখ কালো করে আছিস যে?’
একটু ভালোবাসবি কি?
দেখিস সব কেমন নতুন দেখায়।
নিরর্থক চাঁদটা কেমন অর্থপূর্ণ দেখায়
মেঘমুক্ত আকাশ কেমন হয়ে উঠে নীল সমুদ্র
নিষ্প্রাণ বিকেলগুলো ফিরে পাবে প্রাণ,
সেলফের এক কোণে ধূলোপড়া
অখাদ্য প্রেমের উপন্যাসগুলোকে লাগবে কবিতার মতন
চায়ের কাপটাকে লাগবে অমৃত সুধাপাত্র
মুঠোফোনকে মনে হবে জীবন।
কিরে আমায় ভালোবাসবি?
আমি হব তোর বৃষ্টিভেজার কারণ
গালবেয়ে হাঁটবে বৃষ্টিকণা পিঁপড়ের মতন
তোর কলেজ খাতার এক কোণে
চিত্রিত করবি আমাদের নামের অদ্যাক্ষর
তোকে আমাকে করবি কাঁটাকুঁটি কাগজের ভাঁজে ভাঁজে
ছাদের কার্নিশে পায়রা দেখে
আহলাদি কণ্ঠে সম্বোধন করবি আমায়
‘নোটন নোটন পায়রা’ বলে;
মাঝে মাঝে কপোট রাগে করবি
ঝগড়া বাঁধাবার চেষ্টা।
তুই কি ভালোবাসবি?
একটিবার আমায় ভালোবেসে দেখ
প্রচন্ড ট্রাফিক জ্যামেও লাগবে না অস্বস্তি
শুধু ডায়াল নাম্বারে চাপ দিয়ে দেখিস
পৃথিবীর কোলাহল যাবে থেমে,
লং জার্নিতে প্রয়োজন হবেনা বোরিং খবরের কাগজ
আমি তো থাকবোই তোর ছোট্ট সিমকার্ডে,
দৈনন্দিন পৃথিবী হবে বিন্দুর মতন
তোর ভীতু জীবনকে বদলে হবি বেপরোয়া।
বলনা,ভালবাসবি আমায়?
না;বুকে জড়িয়ে ধরতে হবে না
ঠোঁটে উষ্ণ ঠোঁটও ডুবাতে হবেনা
কপালে এঁকে দিতে হবেনা তোর ঠোঁট
শুধু এই অভাগা হাতটাকে রাখিস তোর হাতে
যেন এক টুকরো জোনাকি।
এই টাতেও বিজ্ঞান!!
এখন বুঝেছি
এই টাতেও বিজ্ঞান!!
এখন বুঝেছি কমার্সের ছাত্রদের কেন সাধারণ বিজ্ঞান পড়তে হয়।
লিখা টা মোটা মুটি ভাল হয়েছে
হাহাহা!!!মন্তব্যের জন্য
হাহাহা!!!মন্তব্যের জন্য ধন্যবাদ।
চমৎকার রোমান্টিক কবিতা
তুই
চমৎকার রোমান্টিক কবিতা 🙂
ধন্যবাদ দাদা।
ধন্যবাদ দাদা।
দারুন দাদা ভাই
দারুন দাদা ভাই
ভাল লাগল
ভাল লাগল
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই।
” সখী ভালবাসা কারে কয়, সে কি
” সখী ভালবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময় … ” । ভালোবাসার ক্ষেত্রে
প্রেমিক যুগলের জীবনে দুই ধরণের ব্যাপার ঘটে । তাহাদের যাপিত জীবনের ব্যাপ্তি
পৃথিবীর সমান হলে হয়ে পড়ে বিন্দুসম অথবা বিন্দুসম থাকলে পরিণত হয় পৃথিবীর
সমান । আমি ভালবাসা বা প্রেমের ক্ষেত্রে পৃথিবীর পরিধি বাড়ানোর পক্ষপাতি । যাহোক এই
প্রেমের কবিতায় কবির আবেগকে ধন্যবাদ জানাই । শেষের ৩ লাইন আমার বেশি ভালো
লেগেছে …
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
ধন্যবাদ রাহাত ভাই,সুন্দর একটা
ধন্যবাদ রাহাত ভাই,সুন্দর একটা মন্তব্যের জন্য।
(No subject)
:ধইন্যাপাতা: :গোলাপ: :ধইন্যাপাতা:
(No subject)
:নৃত্য: :নৃত্য:
চমতকার হয়েছে
চমতকার হয়েছে
ধন্যবাদ।
ধন্যবাদ।