পূর্ব ঘোষণা অনুযায়ী, সারা মাসে ব্লগে মন্তব্যে যারা এগিয়ে থাকবেন তাদের মাঝ থেকে চারজন যাত্রীকে কারিগর.কম এর সৌজন্যে উপহার হিসেবে বই দেওয়া হবে। আমাদের লক্ষ্য ইস্টিশনের যাত্রীরা মননশীল বই পাঠে অভ্যস্ত হবেন, সাথে ব্লগিং এর অন্যতম স্তম্ভ মন্তব্যে অংশগ্রহণে আগ্রহী হবেন। এর মাঝে একটা প্রতিযোগিতা ছুঁড়ে দেওয়ার কৌশল আছে বলে মনে হলেও, এই ধরনের সৎ এবং সৃষ্টিশীল প্রতিযোগিতার আবহ তৈরি করাটা খারাপ দৃষ্টিতে দেখার কোন অবকাশ নেই। আমরা আনন্দিত যে এই উদ্যোগে উৎসাহী হয়ে যাত্রীদের মাঝে ব্লগিং এর একটা পজিটিভ মানসিকতা তৈরি হয়েছে, যেটা বাংলা ব্লগস্ফিয়ার থেকে বিলুপ্ত হওয়ার পথে ছিল। ইতিমধ্যেই আমরা আমাদের ঘোষণা অনুযায়ী মে, জুন অ জুলাই মাসের বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই দিয়েছি কারিগর.কম’র সৌজন্যে।
সারা আগস্ট মাস জুড়ে যারা অসংখ্য মন্তব্য-প্রতিমন্তব্য দিয়ে লেখক পাঠক সবারই জানার পরিধিকে বাড়াতে সাহায্য করেছেন তাদের প্রতি প্রথমেই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমারা ঘোষণা অনুযায়ী আগস্ট মাসের সর্বোচ্চ মন্তব্যকারী তিনজনকে এবং ব্লগে মন্তব্যে অংশগ্রহণ, মন্তব্যের কোয়ালিটি এবং সার্বিক ব্লগিং এর মানের উপর ভিত্তি করে একজনসহ মোট চারজনকে ইস্টিশন কর্তৃপক্ষের পক্ষ থেকেই বাছাই করেছি পুরষ্কার হিসেবে বই দেওয়ার জন্য।
আমাদের সার্ভারে রক্ষিত তথ্য বিশ্লেষণ করে আগস্ট মাসে (১আগস্ট থেকে ৩১আগস্ট) সর্বোচ্চ মন্তব্যকারী দশ জনের তালিকা নীচে দেওয়া হচ্ছে-
ক্রমিক | মন্তব্যকারীর নাম | মন্তব্যের সংখ্যা |
---|---|---|
১ | এসজিএস শাহিন | ৭৬২ |
২ | দুরন্ত জয় | ৭১০ |
৩ | রাহাত মুস্তাফিজ | ৫৬২ |
৪ | ডাঃ আতিক | ৪৯৩ |
৫ | অঘূর্নায়মান ইলেকট্রন | ৩৯২ |
৬ | কবিতা তোমায় দিলাম ছুটি | ৩০৪ |
৭ | নাভিদ কায়সার রায়ান | ৩০২ |
৮ | ছন্নছাড়া রাইয়ান | ২৮৬ |
৯ | তারিক লিংকন | ২৩৭ |
১০ | রহমান রাআদ | ১৮৫ |
উপরের দশজনকে ইস্টিশন ও কারিগর.কম এর পক্ষ থেকে অভিনন্দন। সর্বোচ্চ মন্তব্যকারী হিসেবে ব্লগার এসজিএস শাহিন, দুরন্ত জয় ও রাহাত মুস্তাফিজকে এবং ব্লগে মন্তব্য, পোস্টে অংশগ্রহণ এবং সার্বিক ব্লগিং এর কোয়ালিটি বিবেচনায় ইস্টিশনের মডারেশন প্যানেলের সিলেকশন অনুযায়ী ব্লগার অঘূর্নায়মান ইলেকট্রন কে জুন মাসের পুরষ্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে।
খুব দ্রুতই আমরা আপনাদের হাতে উপহার হিসেবে বই তুলে দিতে চাই। এজন্য উপরের ৪ জন যাত্রীকে তাদের নাম ও পুর্নাঙ্গ ঠিকানা (কনট্যাক্ট নাম্বার সহ) আমাদের ই-মেইল ঠিকানা istishon@gmail.com এ আগামীকালের মধ্যে মেইল করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, ইস্টিশন সবসময় তার যাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তার দিকে সর্বোচ্চ দৃষ্টি দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে সবার নাম ঠিকানার গোপনীয়তা সযত্নে রক্ষিত হবে। আগামীকালের মধ্যে সবাইকে ই-মেইলে নাম ঠিকানা পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। যথাসময়ে আপনাদের উপহার আপনাদের কাছে পৌঁছে যাবে। সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। সুস্থ্য ব্লগিং এর চর্চার পরিবেশ সৃষ্টি করে আমরা প্রাণে প্রাণ মেলাবই…
অভিনন্দন ইস্টিশন মাস্টার কে ও
অভিনন্দন ইস্টিশন মাস্টার কে ও ইস্টিশন পরিবারের সবাইকে ।
ইস্টিশনের দীর্ঘায়ু কামনা করি ।
অভিনন্দন শাহীন ভাই।
অভিনন্দন শাহীন ভাই।
অভিনন্দন সবাইকে………।।
অভিনন্দন সবাইকে………।।
সবাইকে অভিনন্দন।আতিক ভাইয়ের
সবাইকে অভিনন্দন।আতিক ভাইয়ের জন্য এত্তগুলা দুঃখ
সবাইকে অভিনন্দন।
সবাইকে অভিনন্দন। :থাম্বসআপ:
সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি।
সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি।
ইলেকট্রন ভাইর জন্য স্পেশাল
ইলেকট্রন ভাইর জন্য স্পেশাল :গোলাপ: শুভেচ্ছা ।
ইলেকট্রন কে আমার তরফ থেকেও
ইলেকট্রন কে আমার তরফ থেকেও ধন্যবাদ ও অভিনন্দন !
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
আর দুরন্ত জয় তোকেও অজস্র গোলাপের শুভেচ্ছা । এই ব্লগের
দুরন্ত পাগল তুই … তোর সুইসাইড নোট (!!!) পড়ে ভয় পেয়ে
গিয়েছিলাম মাসের প্রথম দিকে … :মনখারাপ:
এসএসসি রেজাল্টের আগে সুইসাইড
এসএসসি রেজাল্টের আগে সুইসাইড করার তেমন পাকা পোক্ত পরিকল্পনা নেই। তবে বলা যায় না কি করে ফেলি 😀 😀
এই ছেলে বড্ড বেশি আজাইরা কথা
এই ছেলে বড্ড বেশি আজাইরা কথা বল। এই হইছে এই বয়সের ঝামেলা। আবেগ ছাড়া কিছু বুঝে না। আরেকবার এমন কথা চিন্তা করলে মাইর খাবা :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি:
ইস্টিশনের প্রতি একটা টান
ইস্টিশনের প্রতি একটা টান প্রথম থেকেই থেকে গিয়েছিলো। শুরুতেই একাইন্ট খুলেছি এই ব্লগ প্লাটফর্মেই। তারপর অন্যগুলোতে। কিন্তু সত্যি বলতে কি ইস্টিশনের মত এত সুন্দর একটা পরিবেশ আমি আজ পর্যন্ত দেখিনি। প্রতিটি ব্লগার এখানে এক অদৃশ্য সূতায় আত্মীয়তা বন্ধন তৈরী করে। এখানে সবাই নিজেদের সসীম জ্ঞানের মাঝে অসীম কিছু ব্যাখ্যা করার যে এক অসাধারণ প্রয়াস সেটা আমাকে এবং আরো অনেককেই উদ্যমি করে তুলেছে, তুলছে এবং তুলবে। আমি দৃঢ় আশাবাদী এই ব্লগিং প্লাটফর্ম নিয়ে। সেই সাথে আমাকে পুরষ্কৃত করার জন্যও আমি কৃতজ্ঞ। আশা করি বাংলা ব্লগিং এ ইস্টিশন নতুন এক মাইলফলক স্থাপন করবে। সেই সাথে আমার অতীব অতীব অতীব অতীব অতীব শ্রদ্ধেয় রাহাত ভাই, শাহীন ভাইকে অভিনন্দন। আর সেই সাথে প্রিয় ছোটভাই দুরন্ত জয় যার সাথে আমার জীবনের সবকিছু মিলে যায় তাকে স্পেশাল অভিনন্দন রইলো।
আমার ও এটা প্রথম ব্লগ। এবং
আমার ও এটা প্রথম ব্লগ। এবং প্রথম মাসেই পুরষ্কার পেয়েছিলাম।
হুম আমরা ইস্টিশন একটি পরিবারের মত। আশা করি এই পরিস্থিতি বজায় থাকবে।
আর ইলেক্ট্রন ভাই আমার ফেসবুকে যোগাযগ করতে বললাম না আপনাকে!!!
http://facebook.com/joydas3333
স্যরি ভাই। আসলে তোমার সাথে
স্যরি ভাই। আসলে তোমার সাথে কন্টাক্ট করা খুবই দরকার। কিন্তু ব্রেক আপের পর থেকে বিগত এক মাস ফেবু ডিয়েক্টিভ মারছি। সামনে প্রি টেস্ট। তাই এখন এক্টিভ করতেছিনা। তবে এই মাসের মধ্যেই আবার এক্টিভ খামু! তখন নিজেই রিক্যু দিমু। আই প্রমিছ!
কিসে পড়েন??
কিসে পড়েন??
কোনো একসময় বলবো! তবে এসএসসি
কোনো একসময় বলবো! তবে এসএসসি কমপ্লিট! বয়সে বড় বলে তুমি বললাম। কিছু মনে করলে ‘আপনি’ করেই বলি।
আপনি তুই বলে ডাকলে আরোও খুশি
আপনি তুই বলে ডাকলে আরোও খুশি হব
কিন্তু সত্যি বলতে কি
ধন্যবাদ অঘূর্নায়মান ইলেকট্রন। আমার মনের কথাগুলোই বলেছেন।
পুরষ্কারপ্রাপ্ত বন্ধুদের
পুরষ্কারপ্রাপ্ত বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি ।
অঘূর্নায়মান ইলেকট্রনকে মডারেশন প্যানেল বেছে
নেওয়ায় ওনাদের বিচক্ষণতার উপর আমার আস্থা
আরও বেড়ে গেল । আর সব থেকে বেশি ধন্যবাদ
জানাবো সক্রিয় ব্লগার বন্ধুদের । কারণ, ওনাদের
পোস্টের উপর কমেন্ট করেই আমরা পুরষ্কার পেলাম ।
… ইস্টিশনের সাথে ছিলাম, সাথেই আছি … প্রাণে প্রাণ মেলাবোই …
আমার পোস্টেই শুধু মন্তব্য
আমার পোস্টেই শুধু মন্তব্য করেন না !! 🙁
কে বললো রে পাগল … ইদানিং
কে বললো রে পাগল … ইদানিং একটু কম বসছি ইস্টিসনে ।
আমি শেষ পোস্ট দিছি ৪ দিন হয়ে
আমি শেষ পোস্ট দিছি ৪ দিন হয়ে গেছে সবার পোস্টে মন্তব্য শুধু আমিই বঞ্চিত 🙁
আমার কিছুতেও রাহাত ভাই কেন
আমার কিছুতেও রাহাত ভাই কেন জানি রেসপন্স করতেছে না। মনে বড়ই কষ্ট পাইতেছি। তাহার মনে ভুলবশত কষ্ট দিয়া দিছি নাকি ইস্টিশন মাস্টারই ভালো জানে। :আমারকুনোদোষনাই:
ওরে নারে ইস্টিশন আমার
ওরে নারে ইস্টিশন আমার পরিবারের মতো … যেহেতু বিয়ে শাদী করি নাই
তাই এইটা আমার অন্যতম একান্নবর্তী পরিবার … হাহাহাহাহাহা … একটু পড়াশুনায়
মগ্ন আছি । আর সামনে সম্ভবত আরেকটা ফিল্মের কাজে ব্যস্ত হয়ে যাবো । তবু
সময় পেলে এখানে নিশ্চয়ই আসবো …
আমি আপনার বিয়ের পেছনে লাগছি
আমি আপনার বিয়ের পেছনে লাগছি আপনাকে বিয়ে করিয়েই ছাড়ব। নেক্সট গল্প লিখব রাহাত ভাইয়ের বিয়ে 😀
রাহাত ভাই আমারটাতেও করে না…
রাহাত ভাই আমারটাতেও করে না… :কানতেছি: :কানতেছি: :কানতেছি: :কানতেছি:
কান্না কাটি বন্দ … কমেন্ট
কান্না কাটি বন্দ … কমেন্ট করা হবে … 😀 :হাসি: 😀
যাক পাইলাম তাইলে। ।
আর
:নৃত্য: :নৃত্য: যাক পাইলাম তাইলে। ।
আর সবাইকে অভিনন্দন।
এই মাসে আমি জানতাম সার্বিক ব্লগিং কোয়ালিটির জন্য ইলেক্ট্রন ভাইকেই মনোনীত করা হবে। এর ব্যতিক্রম হলে প্রতিবাদ করতাম।
আহ!! আতিক ভাই মিস করে ফেললেন যে!!!
শাহীন ভাই যদি জানতাম এত কম ডিস্টেন্স তাহলে পুরাতন পোস্ট ঘেটে মন্তব্য দিতাম ।
ডোন্ট বি আপসেট!
শুধু
ডোন্ট বি আপসেট!
শুধু আগস্ট?আগামীতে আরো মাস আছে না?
আরে আমি আফসেট না ভাই ।
আর এর
আরে আমি আফসেট না ভাই ।
আর এর পর হয়তো এভাবে দৌড় দেয়া হবে না!!
সবাইকে শুভেচ্ছা!
সবাইকে শুভেচ্ছা!
আপনার কাছ থেকে সুভেচ্ছা নিব
আপনার কাছ থেকে সুভেচ্ছা নিব না!! আপনি আমার গল্প পড়েন ও না মন্তব্য ও করেন না 😛
(No subject)
:খাইছে:
হুম ঠিক কথাই তো বলেছি
হুম ঠিক কথাই তো বলেছি ওস্তাদ!!
সবাইকে অভিনন্দন।
সবাইকে অভিনন্দন। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ইমোকটিনের কোনরুপ ব্যবহার
ইমোকটিনের কোনরুপ ব্যবহার ব্যতিরেকে ১ম হওয়ায় ব্লগার শাহিনকে অভিনন্দন। পুরষ্কার প্রাপ্তদের শুভেচ্ছা।
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
এই ‘হাহাপগে’ শব্দটার মানেটা
এই ‘হাহাপগে’ শব্দটার মানেটা কি ভাই? @ রাহাত মুস্তাফিজ, ডাঃ আতিক ভাই।
হাহাপগে = হাসতে হাসতে পড়ে
হাহাপগে = হাসতে হাসতে পড়ে গেলাম
:হাহাপগে:
ব্রহ্ম পুত্র ভাই সকল রাগ
ব্রহ্ম পুত্র ভাই সকল রাগ দ্বেষ ভুলে যান। আপনাকে আবার ফিরে আসার আহব্বান জানাচ্ছি আমি ইস্টিশনের সবচেয়ে ছোট সহস্য। ছোট ভাইয়ের আবদার রাখবেন না??
ফিরে আসুন ভাই
হাতে হাত মিলাই
প্রাণে প্রাণ মিলাই
আপনাকেও অনুরুপ শুভেচ্ছা ।
আপনাকেও অনুরুপ শুভেচ্ছা ।
সবাইকে প্রাণঢালা অভিনন্দন…
সবাইকে প্রাণঢালা অভিনন্দন… :গোলাপ: :গোলাপ: :গোলাপ: বিশেষ করে অঘূর্ণায়মান ইলেকট্রনকে ঘূর্ণায়মান অবিরাম শুভেচ্ছা… :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
বিজয়ীদের শুভেচ্ছা
বিজয়ীদের শুভেচ্ছা
অঘূর্ণায়মান ইলেকট্রনকে ডাবল শুভেচ্ছা :থাম্বসআপ:
সবাইকে অভিনন্দন, আর ইস্টিশন
সবাইকে অভিনন্দন, আর ইস্টিশন এবং কারিগর.কম এর প্রতি কৃতজ্ঞতা। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
প্রাণ ঢাইলা অভিনন্দন দিলাম
প্রাণ ঢাইলা অভিনন্দন দিলাম 😀
সবাইকে শুভেচ্ছা। ইস্টিশন ও
সবাইকে শুভেচ্ছা। ইস্টিশন ও কারিগর.কম এর প্রতি কৃতজ্ঞতা।
সব্বাইকে শুভেচ্ছা ও অভিনন্দন
সব্বাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি অঘূর্ণায়মান ইলেকট্রনকে বেঁছে নেয়ায় মডারেশন প্যানেলের সবাইকে ধন্যবাদ।
বামে একটা জায়গায় শীর্ষ বাঁচালদের তালিকা দেয়া থাকে। একদিন দেখি সেই তালিকায় একদম নিচের নামটা আমার। হা হা হা ……… মন্তব্য করবো কি, আমার বাংলা লায়ন তো দুই মিনিট কানেক্ট থাকলে চার মিনিট নাই হয়ে যায়। ………… আবারও পুরস্কারপ্রাপ্ত সব্বাইকে শুভেচ্ছা।
প্রথমেই আগে পুরস্কার
প্রথমেই আগে পুরস্কার প্রাপ্তদের উর্বর কিছু ধইন্না ক্ষেত গিফট :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ফুল: :ফুল: … সবচেয়ে মজা লাগতেছে প্রথমবারের মত বাচাল যাত্রী হিসাবে ইষ্টিশনের সবাইরে ডিস্টার্ব দিতে পাইড়া :দেখুমনা: :আমারকুনোদোষনাই: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: … আহা… :পার্টি: :পার্টি: :শয়তান:
ইলেকট্রনরে দুইটা ধইন্না ক্ষেত বেশি দিলাম :তালিয়া: :তালিয়া: :থাম্বসআপ: … আর শাহিনের ভাইয়ের জন্য একরাশ বাচালতাপূর্ণ শুভেচ্ছা… :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :পার্টি: :ধইন্যাপাতা: :গোলাপ: :ফুল: 😀
আমাকে কিচ্ছু দিলেন না
আমাকে কিচ্ছু দিলেন না :'( :'( :'( :'( :'( :'(
আমার পোস্টগুলোতেও ইদানিং কেউ
আমার পোস্টগুলোতেও ইদানিং কেউ তেমন মন্তব্য করতেছে না।রাহাত ভাইরে তো দেখিই না।বুঝলাম না আমি কি অনেক বড় মাপের কিছু হইয়া গেলাম নাকি যে কেউ কোনো মন্তব্যই করে না?!!!পোস্টগুলা সব মন্তব্যাতীত হইয়া গেল নাকি??!!!
যারা যারা আক্ষেপ প্রকাশ করেছে
যারা যারা আক্ষেপ প্রকাশ করেছে । সবার
আক্ষেপ দূর করার জন্য একটা বিশেষ মিশন
নেওয়া হচ্ছে । :হাসি: :হাসি: :হাসি:
বিজয়ী প্রত্যেককে শুভেচ্ছা ও
বিজয়ী প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন।