বর্তমান পেক্ষা পটে আজকে আমিরিকা এবং রাশিয়া একে অপরের ঘুর শত্রু। সৌদী আরব আর ইজরাইল তাদের কর্মকান্ডে নিজেদের বন্ধুত্বের পরিচয় তুলে ধরছে।
কিন্তু ২য় বিশ্ব যুদ্ধ সহ অন্যান্য সময়ের পেক্ষাপট গুলো চিন্তা করলে দেখা যায় এবং ইতিহাসও বলে বর্তমান যুক্তরাষ্ট আর রাশিয়া মিলে (মদন পুষ্ট করেছিল রাশিয়া মিত্র হিসেবে) জাপানে হিরোশীমা ও নাগাসিকা হামলা সহ ২য় বিশ্ব যুদ্ধের সময় আরো অনৈতিক কর্ম কান্ড গুলো ঘটিয়েছে। কিন্তু বর্তমান পেক্ষাপট সম্পুর্ণ ভিন্ন। আমিরিকার চোখে যেমন রাশিয়া বিষ ফোরা তেমনি রাশিয়ার চোখে আমিরিকা।
বর্তমান পেক্ষা পটে আজকে আমিরিকা এবং রাশিয়া একে অপরের ঘুর শত্রু। সৌদী আরব আর ইজরাইল তাদের কর্মকান্ডে নিজেদের বন্ধুত্বের পরিচয় তুলে ধরছে।
কিন্তু ২য় বিশ্ব যুদ্ধ সহ অন্যান্য সময়ের পেক্ষাপট গুলো চিন্তা করলে দেখা যায় এবং ইতিহাসও বলে বর্তমান যুক্তরাষ্ট আর রাশিয়া মিলে (মদন পুষ্ট করেছিল রাশিয়া মিত্র হিসেবে) জাপানে হিরোশীমা ও নাগাসিকা হামলা সহ ২য় বিশ্ব যুদ্ধের সময় আরো অনৈতিক কর্ম কান্ড গুলো ঘটিয়েছে। কিন্তু বর্তমান পেক্ষাপট সম্পুর্ণ ভিন্ন। আমিরিকার চোখে যেমন রাশিয়া বিষ ফোরা তেমনি রাশিয়ার চোখে আমিরিকা।
অতঃপর মুসলিম দেশ সৌদী আরব আর ইহুদি প্রধান দেশ ইজরাইলের এখন এক অন্তরঙ্গ মুহুর্ত দেখা যাচ্ছে। কিন্তু বিশ্ববাসী ভাল করেই জানে যদি মুসলিমদের একমাত্র শত্রু থেকে থাকে তা হল ইহুদিরা। তা প্রমান করে ইরাক, ইরান, ফিলিস্থিনি এবং আফগানিস্থানকে ধ্বংস করেই। কিন্তু এ কি, এ যেন অমবস্যার চাদের মত। এখন দুজন দু পাল্লার ভারি পণ্য। যেন ভুলেই গেছে তাদের জাত শত্রুতার কথা!!
আমরা এখনো সম্পুর্ণ রুপে ক্লিয়ার নই মুসলিমদের নিরাপত্তার ব্যাপারে। কেননা বর্তমানের সৌদী আরব মুসলিম দেশ গুলোর পরিবারের সদস্য। যদি এই সদস্য শত্রুতে পরিনত হয়?!!
মনে রাখা দরকার, ” ঘরের শত্রুর মাধ্যমেই ক্ষতিটা বেশি হয় ”
আর মহান প্রভু চাইলে সব কিছুই হয়..….…
কি সব আবোল তাবোল ফেসবুকিয়
কি সব আবোল তাবোল ফেসবুকিয় পোস্ট ।ক্লিক করে অযথা সময় নষ্ট করলাম ।
ইস্টিশনে নতুন তাই বগিতে উঠার
ইস্টিশনে নতুন তাই বগিতে উঠার জন্য কোন পদ্ধতি ব্যবহার করতে হবে জানা ছিল না। তবুও ক্লিক করার জন্য ধন্যবাদ। গামিতে ছোত খাট নয় বরং বড় বস্তা নিয়েই বগিতে উঠবো।
পোস্টটা একটু এলাবোরেট করলে
পোস্টটা একটু এলাবোরেট করলে ভালো হত। তবে থিমটা ভালো।
ধন্যবাদ ভাই… আগামিতে চেষ্টা
ধন্যবাদ ভাই… আগামিতে চেষ্টা করবো বড় ভর্তি বস্তা নিয়ে স্টেশনে আসার।
ইস্টশনে স্বাগত জানাচ্ছি
ইস্টশনে স্বাগত জানাচ্ছি কিছুটা দ্বিধা, সংকোচ নিয়ে । আপনার কাঁচা লেখা উগ্র মুসলিম জাতীয়তাবাদের দিকে ধাবিত বলে মনে হচ্ছে ।
– জাপানে আনবিক বোমা ফেলায় রাশিয়া ( সোভিয়েত ইউনিয়ন ) মদদ দিয়েছিল এই তথ্য আপনি কোথায় পেলেন, উৎস জানতে চাই ।
মানুষ যখন একটা দলীয় মতবাদ
মানুষ যখন একটা দলীয় মতবাদ নিয়ে জন্মায় তখন তার মতবাদটাই উগ্র। আর উগ্রতা আমার কাছে প্রতি নিয়ত একটা কৌতুহল… তবে হ্যা আমি নিরপেক্ষ নই, সত্যের পক্ষে। হোক সেটা কোনো উগ্র সত্য কিংবা সমাজে অবহেলিত বন্দি আবদ্ধ সত্য…
দয়া করে গতকালের বা এর আগের দিনের বাংলাদেশ প্রতিদিন পড়ুন আশা করি বুঝতে পারবেন এবং তথ্যটা পেয়ে যাবেন।
আপনার সুত্রের উৎস জেনে পুলক
আপনার সুত্রের উৎস জেনে পুলক অনুভব করছি :হাসি: :হাসি: :হাসি: ।
আর স্যার আমার জানা মতে এবং মেডিক্যাল সায়েন্স সমর্থিত কোন মানুষ কোন নির্দিষ্ট মতবাদ নিয়ে
জন্ম গ্রহণ করেনা । যেমন কোন মানুষ ধর্মকে সাথে নিয়ে জন্মায় না । আর হ্যা , সত্য আজকাল উগ্রতার লাইন ধরেছে নাকি …? তাইলে কাম সারছে … :টাইমশ্যাষ: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথানষ্ট:
একজন মানুষ কোনো ধর্মতে আবদ্ধ
একজন মানুষ কোনো ধর্মতে আবদ্ধ হয়ে না জর্মালেও পরবর্তিতে কিন্তু তার মধ্যে এটা বেপক ভাবে সম্পসারিত হয়। আর স্যার যখন একজন ডাক্তার তার ডাক্তারি মনোভাবটা পুষন করে তখন কিন্তু তার মধ্যে ডাক্তারি দিকটাই বিবেচ্য থাকে…
কি প্রশ্নের কি উত্তর
কি প্রশ্নের কি উত্তর :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :মানেকি: :মানেকি: … রাহাত ভাই কি কইছে সেইটা আগে বুঝেন ভালো মতন… :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
তবে হ্যা আমি নিরপেক্ষ নই,
কেউ কিছু না বলার পরেও আগ বাড়িয়ে এইভাবে নিজেকে সত্যের রেজিস্ট্রিকৃত সৈনিক হিসাবে দাবি করা কিন্তু একটা বিশেষ প্রজাতির প্রানীর লক্ষন ইব্রাহিম সাব… :ভেংচি: :হাহাপগে: :হাহাপগে: :হাসি:
খুউব খেয়াল কইরা… :-B :দেখুমনা: :আমারকুনোদোষনাই: 😀
“সত্য” শব্দটা দেখলেই আজকাল
“সত্য” শব্দটা দেখলেই আজকাল হৃদপিন্ড মুখ দিয়ে বেরিয়ে আসে! :হাহাপগে:
বের হওয়ার আগেই চাইপ্পা ধইরা
বের হওয়ার আগেই চাইপ্পা ধইরা রাখেন.…
আমারে কি জড় বস্তু মনে হয়
আমারে কি জড় বস্তু মনে হয় নাকি স্যার..…… আমারে কি মানুষ নামক প্রাণী মনে হয় না??