~~~ মায়াবতী~~~
মায়া জন্মের কোনো কালো কালি ছিল না বা না ছিল কোনো কলঙ্ক। তবুও কলঙ্ক তাকে মুক্তি দেয় নি, চাঁদের আলো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করলে কি আর কলঙ্ক পিছু ছেড়ে দেয় ?! তা হয়ত না ! নারী হয়ে জন্মানোর এই একই বুঝি দায়, অপবাদ আর অপরাধ। নিয়তি আজ মায়ার সোনার চামচ কেড়ে নিয়েছে আর ভাগ্য আজ দাঁড়িয়েছে মাথার উপরে প্রকান্ড খোলা আকাশ হয়ে, পায়ের কাছে প্রকান্ড এক পাইথন আর চোখের সামনে অন্ধকার এক কুয়ো। নিয়তি আজ মাথার উপরের গাছ আর ছায়া থেকে দুরে দিয়েছে ঠেলে, আর ভাগ্য পাইথনের মুখের গ্রাস আর পাতালপুরীর গভীর থেকে গভীরতর কুয়োতে নিক্ষেপ করে দিয়ে নিরালায় বসে হাসে।
~~~ মায়াবতী~~~
মায়া জন্মের কোনো কালো কালি ছিল না বা না ছিল কোনো কলঙ্ক। তবুও কলঙ্ক তাকে মুক্তি দেয় নি, চাঁদের আলো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করলে কি আর কলঙ্ক পিছু ছেড়ে দেয় ?! তা হয়ত না ! নারী হয়ে জন্মানোর এই একই বুঝি দায়, অপবাদ আর অপরাধ। নিয়তি আজ মায়ার সোনার চামচ কেড়ে নিয়েছে আর ভাগ্য আজ দাঁড়িয়েছে মাথার উপরে প্রকান্ড খোলা আকাশ হয়ে, পায়ের কাছে প্রকান্ড এক পাইথন আর চোখের সামনে অন্ধকার এক কুয়ো। নিয়তি আজ মাথার উপরের গাছ আর ছায়া থেকে দুরে দিয়েছে ঠেলে, আর ভাগ্য পাইথনের মুখের গ্রাস আর পাতালপুরীর গভীর থেকে গভীরতর কুয়োতে নিক্ষেপ করে দিয়ে নিরালায় বসে হাসে।
তবুও মায়াবতী পৃথিবীকে বুকে আর আঁচলে জড়িয়ে জীবন যুদ্ধে নামে। আজো তেজস্বিনী ঘোড়ার খুরের তলায় পিষ্ট করে যন্ত্রণার হাহাকার সে চলে ছুটে সূর্যের আলোক রশ্মি থেকে হাতের রেখার চিহ্ন গুলোর শিরায় শিরায় একমুঠো স্বর্ণালী সুখ কিনতে। মায়া আজ ক্লান্ত হয়ে গিয়েছে, বয়স বাড়ছে কি? না তার ক্লান্তির ছাপ পড়ছে চোখের নিচে কালিতে আঁকা সে দর্পনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে কি পারবে জয়ী হতে আজ ইস্টিশনের প্লাটফর্মে দাঁড়িয়ে নানান বাহারি মুখোশের দিকে চেয়ে ভাবছে! কারণ মায়াবতী এই ইস্টিশনের প্লাটফর্মে নতুন এসে দাঁড়িয়েছে ,সে ইস্টিশনে আজ নতুন যাত্রী।
মায়াবতীর জীবনী চলবে …………
মায়াবতী, আপনাকে ইস্টিশনে
মায়াবতী, আপনাকে ইস্টিশনে স্বাগতম। আপনার লেখার স্টাইলটা পছন্দ হয়েছে। আশা করি ইস্টিশন মাতিয়ে রাখবেন আপনার লেখনীতে। ইস্টিশনের হাজারো যাত্রীর মধ্যে নিজেকে আলাদা করে চেনাতে পারবেন।
শুভ কামনা রইল।
:ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
ইস্টিশনে স্বাগতম ।
ইস্টিশনে স্বাগতম ।
ইস্টিশনের প্লাটফরমে স্বাগতম।
ইস্টিশনের প্লাটফরমে স্বাগতম। আশা করি, ব্লগকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে আপনি অবদান রাখতে পারবেন।
মায়া আজ ক্লান্ত হয়ে গিয়েছে,
মায়া আজ ক্লান্ত হয়ে গিয়েছে, বয়স বাড়ছে কি? না তার ক্লান্তির ছাপ পড়ছে চোখের নিচে কালিতে আঁকা সে দর্পনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে কি পারবে জয়ী হতে? আজ ইস্টিশনের প্লাটফর্মে দাঁড়িয়ে নানান বাহারি মুখোশের দিকে চেয়ে ভাবছে! কারণ মায়াবতী এই ইস্টিশনের প্লাটফর্মে নতুন এসে দাঁড়িয়েছে ,সে ইস্টিশনে আজ নতুন যাত্রী।
ইস্টিশনে খুব ভালো একটা ব্যাপার আছে। কি জানেন? এখানে সবার পরিচয় একটাই – সবাই এখানে যাত্রী। সবাই এখানে আসে গল্প গুজব করে। আবার চলে যায়…আবার আসে… আবার যায়…
নতুন ব্লগার হিসেবে স্বাগতম।
নতুন ব্লগার হিসেবে স্বাগতম। স্বল্প ব্লগিং জীবনে দেখেছি, সাধারণত অনেকেই আজাইরা কোনো এক পোস্ট দিয়ে ব্লগিং শুরু করে। আপনি সেক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম। আশা করি আপনার এই ব্যতিক্রম সৃষ্টিশীলতা আপনাকে ইস্টিশনে স্বীয় প্লাটফর্ম খুঁজে নিতে সাহায্য করবে। আপনাকে এক কেজি ইলেকট্রনের শুভেচ্ছা জানালাম। :থাম্বসআপ:
শওকত আপনাকে অনেক অনেক ধন্যবাদ
শওকত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইস্টিশনের পথ টি দেখিয়ে দেয়ার জন্য। আস্থা রাখবো কখনো প্লাটফর্মে হারিয়ে গেলে আপনি আমাকে খুঁজে বের করে পথ দেখিয়ে দেবেন। :মুগ্ধৈছি:
আপনাকে ধন্যবাদ শাহীন
আপনাকে ধন্যবাদ শাহীন 🙂
আপনাকে ধন্যবাদ। প্রত্যাশা
আপনাকে ধন্যবাদ। প্রত্যাশা রইবে আপনাদের সবার অনুপ্রেরণা আমাকে এই যাত্রায় অনুপ্রেনিত করবে @ক্লান্ত কালবৈশাখি
নাভিদ কায়সার রায়ান ধন্যবাদ
নাভিদ কায়সার রায়ান ধন্যবাদ ,আশা করবো সব যাত্রীর সাথে পরিচিত হবো এবং গল্প ,হাসি ,কান্না ভাগাভাগি করে নিব। :খুশি:
@ অঘূর্নায়মান ইলেকট্রন আপনাকে
@ অঘূর্নায়মান ইলেকট্রন আপনাকে অনেক ধন্যবাদ নতুন কে বরণ করে নিয়েছেন। আশা করব ইস্টিশনের সব যাত্রীর সহযোগিতা এবং অনুপ্রেরণা। আপনার এক কেজি শুভেচ্ছা গ্রহণ করলাম,সামনে দুই কেজি দেবেন কারণ প্লাটফর্মে যাত্রী অনেক সবার সাথে ভাগাভাগি করে নেয়াটাই সুন্দর এবং আনন্দ। :হাসি:
ধন্যবাদ মায়াবতী। আমি
ধন্যবাদ মায়াবতী। আমি ল্যাম্পোবাতি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আপনার পথ হারানোর অপেক্ষায়। আপনি পথ হারালে আমিই আপনার পথ প্রদর্শক হবো। আস্থা রাখার জন্যে শুকরিয়া…
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: