একবার শুধু কাছে এসে দ্যাখো
কতোটা পাগল আমি
কতোটা অধীর
কতোটা বধির
কতোটা অন্ধ ভালোবেসে!
কতোটা অশান্ত আমি
শুধু ডানা নেই
আমি পাখি নই
উড়ে যেতে পারিনা
সাত সমুদ্দুর তেরো নদীর ওপার!
একবার শুধু কাছে এসে দ্যাখো
কতোটা পাগল আমি
কতোটা অধীর
কতোটা বধির
কতোটা অন্ধ ভালোবেসে!
কতোটা অশান্ত আমি
শুধু ডানা নেই
আমি পাখি নই
উড়ে যেতে পারিনা
সাত সমুদ্দুর তেরো নদীর ওপার!
তবু কি কাছে নাই?
কতোটা স্বপ্ন প্রতিদিন বুনে রাখি
বুকের গভীরে
সুখের শরীরে
কতোটা কাছে চেয়ে আজ আমার অবসাদের প্রবল অসুখ!
কতোটা প্রেমে মত্ত আমি,
পারি দিতে চাই সমস্ত দূরত্ব
সবকিছু!
প্রিয়তমা তুমি এর কিছুই জাননা!
বেশি ভাল লাগে নি….
বেশি ভাল লাগে নি….
তৃষ্ণা জানবে না কেউ কোনদিন
কত
তৃষ্ণা জানবে না কেউ কোনদিন
কত টা তৃষ্ণায় বুক ফেঁটে হয় চৌচির
এই মনে কতটা শুন্যতার ঢেউ
দেখবে না কেউ ,জানবে না!
আপনার লিখা তা ভালো লাগলো 🙂 :থাম্বসআপ:
@জয় … কেনো ভাই?কবিতায় কাম
@জয় … কেনো ভাই?কবিতায় কাম বোধ নেই বলে?হা হা হা!
@মায়াবতী … ধন্যবাদ দিদি…
@জয় … কেনো ভাই?কবিতায় কাম
@জয় … কেনো ভাই?কবিতায় কাম বোধ নেই বলে?হা হা হা!
@মায়াবতী … ধন্যবাদ দিদি…
হাহা আমি কাম বোধ সম্পন্ন
হাহা আমি কাম বোধ সম্পন্ন কবিতা পছন্দও করি না
আরো ভালো কবিতার আশায়
আরো ভালো কবিতার আশায় রইলাম।আরো একটু ক্রাইসিস হলে আরো ভালো লাগতো।
বাহ!
বাহ!