মিনমিনিটা টিনমিনিটা
রাগ করোনা জানপাখিটা
তোমার মেজাজ রগচটা আর
আমারটাও যে খটমটা ।।
ফোন কর আর হাই বলি
ঢং করোনা তাই বলি
হাজার কথার গোলমালে
বাঁকা কথাও ফুলকলি ।।
মিনমিনিটা টিনমিনিটা
রাগ করোনা জানপাখিটা
তোমার মেজাজ রগচটা আর
আমারটাও যে খটমটা ।।
ফোন কর আর হাই বলি
ঢং করোনা তাই বলি
হাজার কথার গোলমালে
বাঁকা কথাও ফুলকলি ।।
মুখটা তোমার হয় ভোঁতা
গালি দাও ছাতার-মাথা
আমি বলি মিনমিনি
shout দাও তাও শুনি ।।
ক্রোধে তোমার জ্বলছে মুখ
আমিও যে পাচ্ছিনা সুখ
ভেবে পাইনা আগা-মাথা
বদলা নিতে দিওনা ব্যথা ।।
লক্ষ্মী আমার লক্ষ্মী বউ
কত ভালোবাসি জানেনা কেউ
অযুত কথার নিযুত ব্যথা
তবুও তুমি ভালোবেসো ।।
তোমার আমার গল্প-কথা
রাত পেরোলেও হবে না শেষ
মিনমিনিটার অর্বাচীনটা
তোমার মাঝেই নিরুদ্দেশ ।।
এটা তো ছড়া।ভালোই।চালিয়ে
এটা তো ছড়া।ভালোই।চালিয়ে যান।কিন্তু নামের স্বার্থকতা পেলাম না।অন্য একটা নাম দিলে ভালো হত।
ধন্যবাদ… নামটি যে ইচ্ছে
:তালিয়া: ধন্যবাদ… নামটি যে ইচ্ছে করেই ভুল করে দেওয়া হয়েছে তা ! দিয়ে বুঝিয়েছি… :লইজ্জালাগে: