আপনি জরুরি কাজে কোথাও যাবেন ভালো কথা… কিন্তু আপনার সুবিধা দিতে গিয়ে সৃষ্ট অসুবিধার ভুক্তভোগী আমরা কেন হব…? আপনার যদি জানের এতই ভয়, তাহলে রাজনীতি নয়… ঘরে বসে উলের টুপি বানান…
জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সমীপে…
আপনি জরুরি কাজে কোথাও যাবেন ভালো কথা… কিন্তু আপনার সুবিধা দিতে গিয়ে সৃষ্ট অসুবিধার ভুক্তভোগী আমরা কেন হব…? আপনার যদি জানের এতই ভয়, তাহলে রাজনীতি নয়… ঘরে বসে উলের টুপি বানান…
জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সমীপে…
আজ বিকালে কারওয়ান বাজার রাস্তা দিয়ে আপনি যাবেন বলে আপনার ল’ এনফোরসার্স বাহিনী ফুটপাথ গুলো পর্যন্ত সাফা করে দিচ্ছিল… বলি, সাধারণ মানুষ তো চলাচলের সাধারণ অধিকার রাখে নাকি? তারা বাসগুলোর রুট পর্যন্ত চেঞ্জ করে দিল… বিকল্প পরিবহনের একটি বাসে আমি ছিলাম যেটা শাহবাগ হয়ে আশার কথা, পুলিশ জোর করে সেটাকে নিউ ইস্কাটনের ঐ চিপা রাস্তায় ঢুকতে বাধ্য করল… ঐ রাস্তায় আবার টিন দিয়ে ঘেরাও করে রাস্তার কাজ চলছে… খুব ধীরে ধীরে বিভিন্ন রাস্তা ঘুরে মতিঝিল আসলাম। আপনার জন্যই এতো কষ্ট পোহাতে হল…
আপনাকে কি প্রধানমন্ত্রী বানানো হয়েছে এজন্য? আপনাদের মত মানুষদের যদি মানসিকতার পরিবর্তন না হয় তাহলে আমাদের সোনার বাংলা বলেন, আর ডিজিটাল বাংলাই বলেন… কোনদিনও সম্ভব নয়…
এটা শুধু প্রধানমন্ত্রীর জন্য
এটা শুধু প্রধানমন্ত্রীর জন্য সত্য না। আমাদের দেশের সকল রাজনীতিবিদদের জন্যেই সত্য। রাস্তার ওপর জনসভা করা হলে আশেপাশে দশ কিলোমিটার জ্যাম তৈরি হয়ে যায়। সেদিকে তাদের খেয়াল থাকে না। মন্ত্রী এমপিরা এলাকায় সমাবেশ করতে গেলে রাস্তা আটকে পাঁচশ তোরণ তৈরি করা হয়।
হয়তো তারা আমাদের মানুষের শ্রেণিতেই গন্য করেন না।
এটা নিয়ে আমি ব্যাক্তিগতভাবে
এটা নিয়ে আমি ব্যাক্তিগতভাবে অনেক হতাশ… কারণ, এটা থেকে পরিত্রাণ পাবার উপায় নেই… এরা এমনই করে যাবে আজীবন… :ভাঙামন: