ইস্টিশন’ ব্লগের নতুন যাত্রায় স্বাগতম।মহান ভাষার মাসে এই নতুন বাংলা ব্লগ সকল বাঙলা ভাষাভাষীর চারণক্ষেত্রে পরিণত হবে।অন্তর্জালে এত বাংলা ব্লগের ভীড়েও ইস্টশনের কাছে চাওয়াটা অনেক বেশি।এই ব্লগ প্রচলিত ব্লগসমূহের বাইরে এসে নতুন এক ধারা প্রবর্তন করতে সক্ষম হবে।ব্লগের স্লোগানটা এক কথায় অসাধারণ “প্রাণে প্রাণ মেলাবই…বলে রাখি”।প্রাণে প্রাণ মেলানোর প্রত্যাশা ও প্রত্যয়ে ইষ্টিশনে টিকেট কাটলাম।আশা করি ইষ্টিশন বাঙলা,বাঙালী ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেই পথ চলবে।
আপনাকেও ইস্টিশনে স্বাগতম।
আপনাকেও ইস্টিশনে স্বাগতম। নতুন আর পুরাতন সবাই মিলে এই ইস্টিশনে প্রাণে প্রাণ মিলাবই…..বলে রাখলাম।
প্রাণে প্রাণ মেলাবই
প্রাণে প্রাণ মেলাবই
আশা করছি এই ব্লগ সবার
আশা করছি এই ব্লগ সবার আকাঙ্ক্ষাকে পূরন করতে পারবে।
প্রাণে প্রাণ মেলাবই
প্রাণে প্রাণ মেলাবই
বস, আপনার জন্য আমি আরণ্যক নিক
বস, আপনার জন্য আমি আরণ্যক নিক নিতে পারিনি