দোহাই লাগে ব্যঙ্গ করোনা।
ও গর্ভেই আমার জন্ম,
ও নাড়ি ছিঁড়ে আমায় পৃথক করা হয়েছিলো।
আমি জন্মেছিলাম কুপির আলোয়।
ধাত্রী ছিলো ফুলবিবি মাসী, সে সবার মাসী।
তিনশতাধিক দিবস প্রতিটা শিরায়-উপশিরায়,
ধমনীতে- সে আমার জন্য প্রজ্ঞাপন জারি করেছিলো।
রক্ত কোষেদের আদেশ করেছিলো,
আমার জন্য বিশুদ্ধ অক্সিজেন বহন করে আনতে।
দোহাই লাগে ব্যঙ্গ করোনা।
আমি ও দেহেরই অবিচ্ছেদ্য অংশ।
ক্ষুধার্ত আমার চিৎকার থামাতে,
ও যোনীতে গ্রহন করেছিলো অনাকাঙ্ক্ষিত লিঙ্গ।
যখন দুধের জন্য আকাশ-পাতাল ভেদ করতাম,
তখন সমস্ত রক্ত নিংড়ে প্রদান করতো বিশুদ্ধ দুগ্ধ।
চেয়ে দেখ, তার অট্টালিকায় একটু বৃষ্টিতেই
গড়িয়ে পড়ে পানি। ঘরের এক কোনে
ময়লা চাদর জড়ানো একখানা আড়ষ্ট যুদ্ধ-ময়দান।
প্রতিরাতে সেখানে সে যুদ্ধ করে-জীবন যুদ্ধ।
বেঁচে থাকা আর জীবন বাঁচানোর যুদ্ধ।
তোমাদের দোহাই লাগে, নিশ্বাস নিতে দাও;
উপহাস করোনা, তিরস্কার করোনা-
আমাকে বাঁচতে দাও, যে গর্ভ থেকে আমি
আলোয় এলাম তাকে বাঁচতে দাও দু’দন্ড।
কান খুলে শুনে রাখো হে সভ্য মানুষেরা-
তোমরা যাকে পতিতা বল সে আমার মা।
আমি মাথা উঁচু করে বলতে চাই-
আমার জন্ম এক কথিত নষ্ট পতিতার গর্ভে।
উৎসর্গঃ সকল মা’কে
কান খুলে শুনে রাখো হে সভ্য
বাপরে পুরাই আগুন ঝরে পড়তেছে… :ভেংচি: :হাহাপগে: :হাহাপগে: 😀
বরাবরের মতই সেরাম :তালিয়া: :তালিয়া: :থাম্বসআপ: :থাম্বসআপ: :বুখেআয়বাবুল:
অনেক ভাল লাগলো আপনার ভাল
অনেক ভাল লাগলো আপনার ভাল লেগেছে বলে 🙂 :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
আপনি আসলেই এক জিনিস মাইরী!
আপনি আসলেই এক জিনিস মাইরী!
হা হা কি যে বলেন ভাই …
হা হা কি যে বলেন ভাই … ধন্যবাদ ফর দা কমপ্লিমেন্ট যদিও এখনো এর যোগ্য হয়ে উঠার চেস্টায় আছি :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
অসাধারান ।আপনার লিখা অন্যতম
অসাধারান ।আপনার লিখা অন্যতম একটি কবিতা ।ভাল লাগলো ।
অনেক ধন্যবাদ শাহিন ভাই
অনেক ধন্যবাদ শাহিন ভাই 🙂 :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
প্রতিরাতে সেখানে সে যুদ্ধ
প্রতিরাতে সেখানে সে যুদ্ধ করে-জীবন যুদ্ধ।
বেঁচে থাকা আর জীবন বাঁচানোর যুদ্ধ।—-
আপনাকে কি বলব বলুন?
সালাম লাল সালাম !!
খুব ভাল লেগেছে।
ভালবাসা নিও। কবিতা যদি প্রানে
ভালবাসা নিও। কবিতা যদি প্রানে চেতনা জাগাতে পারে তবেই সার্থক :ফুল: :ফুল:
🙂 🙂
🙂 🙂 🙂 🙂 🙂
কান খুলে শুনে রাখো হে সভ্য
– বাহ !
(No subject)
:ফুল: :ফুল: :ফুল:
আরেকটু হইলেই তো এইটা মিস
আরেকটু হইলেই তো এইটা মিস করতাম ।এপিক বস জাস্ট এপিক
(No subject)
:ফুল: :ফুল: :ফুল: