শেষ বিকেলের ক্লান্ত রোদ
সাগরের বুকে ঢলছে,
ঢলে পড়া সূর্য্যালোকে
আকাশ যেন গলছে।
মনাকাশে স্বপ্নবুনন
হয়নি আজও শেষ,
মন খারাপের দিনেও আমি
স্বপ্ন বুনছি বেশ।
শেষ বিকেলের ক্লান্ত রোদ
সাগরের বুকে ঢলছে,
ঢলে পড়া সূর্য্যালোকে
আকাশ যেন গলছে।
মনাকাশে স্বপ্নবুনন
হয়নি আজও শেষ,
মন খারাপের দিনেও আমি
স্বপ্ন বুনছি বেশ।
আমার ঘরের আঙিনাতে তোমার পায়ের
ধুলো,
পাইনি খুঁজে জ্বেলে নীলস্বপ্নের
আলো।।
সন্ধ্যাতারা দিচ্ছে উঁকি
মাথার টিকলী হয়ে,
নিষ্প্রাণ চাঁদকে আলো দিচ্ছে
সূর্য যেয়ে ক্ষয়ে।
চাঁদ লুটিয়ে পড়ছে আলো
আমার ঘরের ছাদে,
মন খারাপের সন্ধ্যায় মন
লুকিয়ে ছুপিয়ে কাঁদে।
আমার ঘরের আঙিনাতে তোমার পায়ের
ধুলো,
পাইনি খুঁজে জ্বেলে নীলস্বপ্নের
আলো।।
নিশ্চুপ রাতের অন্ধকারে
ঝিঁ ঝিঁ পোকার ডাক,
জ্বলো-নীভু আলোর খেলায়
করে নিছক অবাক।
রাত পেরিয়ে আবছা আলো
চুপি চুপি ফুটছে,
নতুন করে ভালবাসায়
স্বপ্ন বুনন চলছে।
আমার ঘরের আঙিনাতে তোমার পায়ের
ধুলো,
পাইনি খুঁজে জ্বেলে নীলস্বপ্নের
আলো।।
____o____
যেমন আপনার গল্প লেখার হাত
যেমন আপনার গল্প লেখার হাত তেমনই কবিতার !! অনেক ভাল লেগেছে আপু।
ছান্দময় কবিতা
তাই!! হিহিহি।ধন্যবাদ ভাইয়া।
তাই!! হিহিহি।ধন্যবাদ ভাইয়া। 🙂
হুম
“জাতি তুমি আমার কাছে
হুম
“জাতি তুমি আমার কাছে নতুন
কোনো নজরুল
অথবা রবীন্দ্রনাথ চেওনা,
আমি তোমাকে এক নতুন ‘আমি’ উপহার
দেবো।”
-জুঁই
ভাল লেখা আপি
………
(No subject)
😀
চমৎকার লিখেছেন ।ভাল লাগলো ।
চমৎকার লিখেছেন ।ভাল লাগলো ।
আপনাকে ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
আপু কি বিশেষ কাউকে নিয়ে
আপু কি বিশেষ কাউকে নিয়ে লিখলেন এইটা?? (চোখ টিপার ইমো)
জ্বী।অবশ্যই ভাইয়া। আপনি
জ্বী।অবশ্যই ভাইয়া। আপনি দেখবেন তাই এটা আপনার জন্য বিশেষ করে লেখা। (ঠ্যালা সামলানোর ইমো হপে)
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
বলেন কি? গর্বে তো আমি গর্ববতী
বলেন কি? গর্বে তো আমি গর্ববতী হইয়া গেলাম!! (হৃৎপিন্ড মুখ দিয়ে বেরিয়ে আসার ইমো)