সিরিয়ায় যে কোন সময় হামলা চালাতে পারে আমেরিকা ও তার মিত্রদেশগুলো|ইরাকের মত সিরিয়ায় হামলার জন্যও নতুন একটা নাটক তৈরি করা হয়েছে এবং বলা হচ্ছে সেখানে নাকি ব্যাপক রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে কিন্তু তা রূপকথাই মাত্র|আমেরিকা যদি সিরিয়াকে আক্রমন করেও ব্যাপারটা ইরাকের মত এতটা সহজ হবে না,কারন এর আগে দুবার সিরীয় সৈন্যদের দ্বারা মার্কিন বিমান ভূপাতিত হয়েছিল|সিরিয়ার সাথে আছে পরাশক্তির রাশিয়া,ইরান এবং দক্ষ হিজবুল্লা যারা কিনা অসম যুদ্ধে বেশ পরিপক্ক|তাছাড়া মাঠে আছে মার্কিনবিরোধী আরব জনগন|তাছাড়া পশ্চিমা হামলার হুমকির
প্রভার বিশ্ব অর্থনীতিতেও|এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারেও বড় ধরনের দরপতন ঘটেছে|সিরিয়ায় হামলা হলে গোটা মধ্যপ্রাচ্য বিশাল বিপর্যয়ের মুখে পড়বে,যা কিনা জ্বালানি তেল উত্তলনকে ব্যাহত করতে পারে এবং আগাম বাড়তে পারে তেলের দাম|আরবের মুক্তির অন্তরায় হচ্ছে সৌদি আরব আর ইসরায়েল|মিশর,সিরিয়া কে শাষন করবে তা নির্ভর করবে ঐসব দেশের জনগনের উপর,আমেরিকা আর তার মিত্রদেশগুলোর নয়|
দাজ্জালের আবির্ভাবের জন্য
দাজ্জালের আবির্ভাবের জন্য স্টেজ তৈরি প্রায় শেষের দিকে।
এইসব সমসাময়িক ব্যাপারে এতো
এইসব সমসাময়িক ব্যাপারে এতো ক্ষুদ্র পোস্ট গুলো কাম্য নয়। সত্যি বলতে কি, এইসব সমসাময়িক ইস্যু নিয়ে তথ্য উপাত্ত ছাড়া এই ক্ষুদ্র পোস্ট গুলো স্পট লাইট অন্যদিকে ঘুরিয়ে দেয়। বিভ্রান্তি তৈরী করে। অহেতুক ভিন্ন মতের সৃষ্টি করে। তাই এইসব থিম নিয়ে কোনো কিছু লিখলে ইলাবোরেট করে লিখার আহ্বান রইলো।
সহমত।
সহমত।
সহমত
সহমত
ইলেকট্রন ভাইর মতের সাথে সহমত
ইলেকট্রন ভাইর মতের সাথে সহমত ।
যতকিছুই হোক না কেন সিরিয়া মার্কিনীদের দ্বারা আক্রান্ত হবেই ।কেননা এই আক্রমনের পেছনে নেপথ্যের কারন ইবলিশ সৌদিআরব ।
ছোট পোস্ট কিন্তু চিন্তা ভাবনা
ছোট পোস্ট কিন্তু চিন্তা ভাবনা শেয়ার করার জন্য ধন্যবাদ।