ফটোগ্রাফি প্রথমে ছিল কেবলই শখ। বুঝতেও পারি নি কখন সেটা নেশায় পরিনত হয়েছে। চাকরির সুবাদে সারা দেশে ঘুরে বেড়াই। বেশিরভাগ সময়েই সাথে ক্যামেরা থাকে। এভাবেই একদিন খেয়াল করলাম যে ছবি তোলাটা একটা নেশা হয়ে গেছে। কি আর করা? শখের ফটোগ্রাফার বনে গেলাম।
ফটোগ্রাফি প্রথমে ছিল কেবলই শখ। বুঝতেও পারি নি কখন সেটা নেশায় পরিনত হয়েছে। চাকরির সুবাদে সারা দেশে ঘুরে বেড়াই। বেশিরভাগ সময়েই সাথে ক্যামেরা থাকে। এভাবেই একদিন খেয়াল করলাম যে ছবি তোলাটা একটা নেশা হয়ে গেছে। কি আর করা? শখের ফটোগ্রাফার বনে গেলাম।
ইষ্টিশনের টিকেট কেটে প্রবেশ করে দেখলাম ট্রেন এখনও আসে নি। অনেক যাত্রী ইতস্তত ঘুরাঘুরি করছে। এখনও কেউ ফটোব্লগ দেয় নি। এই সুযোগ কি ছাড়া যায় নাকি? তাই প্রথম যাত্রী হিসাবে সবার বিনোদনের জন্য কিছু ছবি আপনাদের জন্য শেয়ার করলাম। খুব সাধারণ একটা কমদামী ডিজিটাল ক্যামেরায় ছবিগুলো তোলা। তাই কয়েকটা ছবিতে ফটোশপের বিদ্যা কাজে লাগানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভাল লাগবে।
পানিতে তুলির আঁচড় (Water Portrait)
মেঘ বলেছে যাব যাব
যান্ত্রিক নগরীতে সূর্যাস্ত
এপিটাফের কাব্য
ঐতিহ্যের আত্মসমর্পণ
দুরন্ত শৈশব
এই পথ যেন না শেষ হয়
অন্তরজালের বাসিন্দা
হাওরের প্রবেশদ্বার
প্রকৃতির কান্না (Tears of Nature)
দুজনে দুজনার
অরণ্যের দিনরাত্রি
বৃষ্টিবিলাস
তবুও জীবনের পথে ছুটে চলা
পাহাড়ে মেঘেদের লুকোচুরি
একাকীত্ব
পদ্মাপারের পথিক
কুম্ভকর্ণ
এ হাসি থাকুক চির অমলিন
বৃষ্টিস্নাত সজীবতা
আপনি তো জটিল ছবি
আপনি তো জটিল ছবি তুলেন……… :মুগ্ধৈছি: :মুগ্ধৈছি: :মুগ্ধৈছি: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
:লইজ্জালাগে: ধন্যবাদ :খুশি:
ইস্টিশনের প্ল্যাটফর্মে
ইস্টিশনের প্ল্যাটফর্মে স্বাগতম আপনাকে….দিন দিন আপনার প্রতিভা বাড়ছেই।
ধন্যবাদ, ভাল আছেন তো? আপনাদের
ধন্যবাদ, ভাল আছেন তো? আপনাদের খুব মিস করছিলাম। তাই চলে এলাম।
দুরত্ব যতই হোক সঙ্গেই থাকুন
দুরত্ব যতই হোক সঙ্গেই থাকুন :হাসি:
আপনার আগের ছবিগুলো দেখেই মনে
আপনার আগের ছবিগুলো দেখেই মনে হয়েছে আপনি একটু চেস্টা করলে ভালো একজন আলোক শিল্পী হতে পারবেন। এই ছবিগুলোতে তার স্বাক্ষর রেখেছেন।
আর হ্যাঁ, ইস্টিশনে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ দুলাল ভাই। একটা DSLR
ধন্যবাদ দুলাল ভাই। একটা DSLR এর অভাব খুব অনুভব করছি। তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি।
টাকা জমিয়ে কিনে ফেলুন। আমি
টাকা জমিয়ে কিনে ফেলুন। আমি অনেক শখ করে ডিএসএলআর কিনেও সময়ের অভাবে কিছু করতে পারছি না।
আমি অনেক শখ করে ডিএসএলআর
আর কেউ কেউ সারাদিন হা পিত্যেশ করে বসে থাকে ডিএসএলআর দিয়ে দুইটা ছবি তুলবে।
আবার চলে আসেন।তবে আমার এখানে
আবার চলে আসেন।তবে আমার এখানে গরুর চাপ নাই।তবে অন্য কিছু খাওয়া যাবে।গরুর চাপ এক অভিশাপ।
গরুর চাপ এক অভিশাপ।
:হাসি: :হাসি: :হাসি: :হাসি: :শিস:
চাপের কতা ক্যান আসলো
জিভ তো
চাপের কতা ক্যান আসলো
জিভ তো জলে ভাসলো
গরুর চাপ এক অভিশাপ।
কেনু
কেনু কেনু? :খাইছে: খুব মজা করেই তো গরুর চাপ খাইসিলা। হজমে সমস্যা হইসিল নাকি? :ভাবতেছি:
ইস্টিশনের চিপায় প্লাটফর্মে
ইস্টিশনের চিপায় প্লাটফর্মে ফাকায় চায়ের স্টলে ব্লগের সবাই ঝড় তুলুক।। শুধু দেখে যাবনা , প্রয়োজনে ‘আমরা হব অসভ্য বুনো , প্রতরণা,নির্যাতনের সাধ নেব দুনো ‘। সবাইকে স্বাগতম । পাগলার স্যালুট এই প্রচেষ্টায় – ঠাটায়া
আপনি ছবি ভাল তুলেন।
আপনি ছবি ভাল তুলেন। :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ :খুশি:
ধন্যবাদ
ধন্যবাদ :খুশি:
শঙ্খচিলের ডানা ছবি গুলা ভালো
শঙ্খচিলের ডানা ছবি গুলা ভালো হইছে। আপ্নে তো মিয়া আমার ব্রেইন খুইলা দিছেন। আপনার আইডিয়া কপি করুম। আমিও তুলতাছি তয় দেহানোর মানুষ পাই না। কি কন ইস্টিশনের যাত্রীরা
ইষ্টিশনে তো যাত্রীর অভাব নাই।
ইষ্টিশনে তো যাত্রীর অভাব নাই। সো যা ইচ্ছা তুলেন আর ইষ্টিশানে রাখেন। আমরাও ছবি দেখি। প্রশংসার জন্য ধইন্যা।
ইশটিসনে প্রথম কমেন্ট করলাম।
ইশটিসনে প্রথম কমেন্ট করলাম। চা বিড়ির দোকান দেখা যায় না ক্যান??? :কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড:
ছবি ব্যাপুক হইসে।
(No subject)
:বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
বরাবরই আপনার ছবি ব্লগ পছন্দ
বরাবরই আপনার ছবি ব্লগ পছন্দ করি।
(No subject)
:খুশি: :খুশি: :খুশি:
অসাধারণ। আহারে! আমার যদি একটা
অসাধারণ। আহারে! আমার যদি একটা ক্যামেরা থাকত…!
ডিজিটাল ক্যামেরা কিন্তু এখন
ডিজিটাল ক্যামেরা কিন্তু এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে।
কিপ ক্লিকিং ..
আরো ভাল কিছু
কিপ ক্লিকিং ..
আরো ভাল কিছু দেখার অপেক্ষায় থাকলাম .. 🙂
ক্লিকিং ইজ রানিং। সামনে আরও
ক্লিকিং ইজ রানিং। সামনে আরও অনেক কিছুই দেখবেন আশা করি।
আমার ক্যামেরার দাম মাত্র ৮
আমার ক্যামেরার দাম মাত্র ৮ হাজার টাকা।
আমিও বেশিরভাগ সময়েই আমার PnS
আমিও বেশিরভাগ সময়েই আমার PnS ইউজ করতেই পছন্দ করি ..
ক্যারী করার ঝামেলা কম .. 😛 😛
আপনার নেক্সট আপডেট খুব তারাতারিই পাবো আশা করি .. 🙂
কপালে থাকলে হয়তো দেখাও হবে .. 🙂
সস্তা বলতে কত? দয়া করে জানাতে
সস্তা বলতে কত? দয়া করে জানাতে পারবেন? আমার ধারণা শূন্য।
আমার ক্যামেরার দাম ৮ হাজার
আমার ক্যামেরার দাম ৮ হাজার টাকা। DSLR দিয়ে খুব ভাল ছবি তোলা যায়। ৪৫০০০ থেকে ১০০০০০ টাকা দিয়ে আপনি DSLR কিনতে পারবেন।
আসাধারণ ছবিতো ! কয়েকটা ছবি
আসাধারণ ছবিতো ! কয়েকটা ছবি দেখে বোঝাই যাচ্ছেনা আপনি এম্যেচার ।
প্রশংসার জন্য ধন্যবাদ
প্রশংসার জন্য ধন্যবাদ 😀
আপনাকে দিয়ে হবে …নুর নবী
আপনাকে দিয়ে হবে …নুর নবী দুলাল ভাই এর সাথে সহমত। লাইক…লাইক… :থাম্বসআপ:
(No subject)
:বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
লেখার সাথে ছবিও ভাল তোলেন তো
লেখার সাথে ছবিও ভাল তোলেন তো দেখা যায়। আমাদের আরেক যাত্রী ফারজানা খান গোধূলি আপা তো বিরাট মাপের ফটো সাংবাদিক, আফার কাছ থেকে টিপস নেন, যদি ফোট সাম্বাদিক হিবার চান।
আপার এড্রেস টা দ্যান রে ভাই।
আপার এড্রেস টা দ্যান রে ভাই। না হলে আপার সাথে যোগাযোগ করিয়ে দ্যান। ফটোগ্রাফির দুনিয়ায় আমি নিতান্তই বাচ্চা পোলা, একটু বড় হইবার শখ জাগে মনে।
আপনি অনেক ভাল ছবি তোলেন। খুব
আপনি অনেক ভাল ছবি তোলেন। খুব ভাল কাজ করেছেন।
দারুন সব পিক
দারুন সব পিক
ধন্যবাদ
ধন্যবাদ :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
সসুনন্দর
সসুনন্দর