কর্ম ক্লান্ত অবসন্ন দেহ
একটু খানি বিশ্রাম চাই,
কিন্তু কে দেবে ছুটি
প্রভুর যে মায়া মমতা নাই|
সারাদিন খাটুনি অবসরহীন
সন্ধ্যা ঘনিয়ে এলো,
তবুও যে খাটতে হবে
অবসর কোথায় সে পেলো|
কর্ম ক্লান্ত অবসন্ন দেহ
একটু খানি বিশ্রাম চাই,
কিন্তু কে দেবে ছুটি
প্রভুর যে মায়া মমতা নাই|
সারাদিন খাটুনি অবসরহীন
সন্ধ্যা ঘনিয়ে এলো,
তবুও যে খাটতে হবে
অবসর কোথায় সে পেলো|
মরণ সমেত চাকরি এমন
করবনা আমরা আর,
সে আমাদের প্রভু নয়
মায়া দয়া নাই যার|
এক মানুষ কি করে হয়
আরেক মানুষের দাস,
সেটাও কি করে হয়
মানুষ মানুষের ত্রাস|
মানুষ মানুষের কাঁধে বসে
ঘুরে ফিরে খায় হাওয়া,
অন্যের শ্রমের জলাহারে
করে নাওয়া খাওয়া|
আমরা হতে চাইনা
পৃথিবিতে মানুষের গোলাম,
মানুষ যে মানুষের গোলাম নয়
সেই শিক্ষাই পেলাম|
আমরা নই লোহার যন্ত্র
আমরা ক্ষনিকের শ্রমিক,
সসীম শ্রমের পর
আমরা একে অপরের প্রেমিক|
সারাদিন করবনা কাজ
নেব সসীম সময়ের দাম,
ইচ্ছা হলে করব কাজ
হবনা কারো গোলাম||
চমৎকার লিখেছেন ।ভাল লাগলো ।
চমৎকার লিখেছেন ।ভাল লাগলো ।
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই
অনেক দিন পর আবু আলী ভাই এর
অনেক দিন পর আবু আলী ভাই এর পোস্ট দেখা গেল। এত দিন কোথায় ছিলেন ভাই??
আমি কিন্তু ঠিক ই খেয়াল করছি আপনার অনুপস্থিতি।
যাই হোক আগের গুলোর তুলনায় এটা একটু দুর্বল। তবে ভালই হয়েছে
জয় দা আমি নতুন জব এ জয়েন
জয় দা আমি নতুন জব এ জয়েন করছি তাই সময় পাইনা|
খুব কাছের একজন কবিতা লিখতে অনুরোধ করাতে লিখছি তাই পোস্ট করলাম|
ও। সময় করে লিখবেন। আপনার লেখা
ও। সময় করে লিখবেন। আপনার লেখা মিস করি ভাই… আর ভাই আপনার চাকরি হইলো তাই অভিনন্দন
apni j job koren
apni j job koren bujhechi….valo likhechen simple n easy
ইস্টিশনে ইংরেজী মন্তব্য করা
ইস্টিশনে ইংরেজী মন্তব্য করা যাবেনা।
মানুষ মানুষের কাঁধে বসে
ঘুরে
– পুঁজিবাদী সমাজের মালিক – শ্রমিক সম্পর্ক তুলে এনেছেন ।
আপনাকে এই চার লাইনের জন্য ধন্যবাদ !