তোর নষ্টালজিয়ার পূর্বপুরুষের কোন স্মৃতি নেই
নেই কোন অখ্যাত নদীর গল্প ।
শীর্ণ একজোড়া হাতের কোমল স্পর্শ
গলে পড়েনি তোর নবীন শরীরে ।
তুই কখনো রাত জেগে শুনতে যাসনি
ভাসান যাত্রা আর গাজির গান ।
তোর নষ্টালজিয়ায় নেই ফুটবল মাঠ
যেমন নেই আম কুড়ানোর দিন ।
তোর নষ্টালজিয়ার পূর্বপুরুষের কোন স্মৃতি নেই
নেই কোন অখ্যাত নদীর গল্প ।
শীর্ণ একজোড়া হাতের কোমল স্পর্শ
গলে পড়েনি তোর নবীন শরীরে ।
তুই কখনো রাত জেগে শুনতে যাসনি
ভাসান যাত্রা আর গাজির গান ।
তোর নষ্টালজিয়ায় নেই ফুটবল মাঠ
যেমন নেই আম কুড়ানোর দিন ।
তোর ইশকুলবেলায় নেই কোন সবুজ
নেই ইশকুল পালিয়ে মাছ ধরা
কিংবা রঙ্গীন ঘুড়ির দুরন্ত বিকেল ।
শেষ কবে শিশিরে ভিজিয়েছিস পা
শেষ কবে ডুব-সাঁতার-এ জলরং হয়ে
দুরু দুরু বুকে ফিরেছিস বাড়ি
সেই গল্প তোর একদম মনে নেই ।
তোর ঠিকানায় কখনো আসেনি ডাকপিয়ন
কেউ তোকে লিখেনি ভুল বানানে চিঠি ।
তবুও তোর গল্প আমরা অনায়াসে জেনে যাই ।
আমরা জানি তুই ভালবাসিস স্কাইপি
আমরা জানি তুই ভালবাসিস বন্ধুদের
আমরা জানি তুই ভালবাসিস থ্রি জি
আমরা জানি তুই ভালবাসিস জীবনের মানে খুঁজতে ।
আমরা এখন আরো জানি-
কেন তুই তোর মা’কে ধরে মারিস
কেন তুই বাবার সামনে তেড়িয়া হয়ে দাঁড়াস,
কেন তুই তোর বোনের পার্স হতে টাকা সরাস
কেন তুই নতুন করে মরে যাস ।
খারাপ লাগলো না। চালিয়ে যান।
খারাপ লাগলো না। চালিয়ে যান। তবে আত্মহত্যার কথা শুনতে আর ভাল লাগে না।
শেষের লাইন দুইটা বাদ দিলাম
শেষের লাইন দুইটা বাদ দিলাম ।যারা দেখে ফেলেছেন কিছু করার নাই । ওই লাইন ২টা ছাড়াই ভালো লাগছে । :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
এবার ভাল লাগছে পরতে।
এবার ভাল লাগছে পরতে।
বাহ চমৎকার !!!
বরাবরের মতো
বাহ চমৎকার !!!
বরাবরের মতো ভালো লাগলো !
—– পছন্দ হইছে ।
😀 :ধইন্যাপাতা: :থাম্বসআপ: :পার্টি: :খুশি: :ফুল: :ভেংচি:
এখন দেখুন ..এডিট করলাম
এখন দেখুন ..এডিট করলাম ।
ধন্যবাদ লেখা ভালো লাগার জন্য
হুম … দেখলাম । ভালো কবিতা !
হুম … দেখলাম । ভালো কবিতা !
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
কবিতা ভালো হইছে। তবে ঘটনাকি
কবিতা ভালো হইছে। তবে ঘটনাকি বাস্তব?
সেটা কি এমনি এমনি বলা যায় !
সেটা কি এমনি এমনি বলা যায় ! তবে ঘটনা যে আমার না সেটা নিশ্চিত । হয়তো এমন ঘটনা অনেক ঘটছে আমাদের আশেপাশে । আমরা খেয়াল করছি না ।
ধন্যবাদ । :থাম্বসআপ: :গোলাপ: :ধইন্যাপাতা: :ফুল:
এই কবিতা কারো জীবনের
এই কবিতা কারো জীবনের প্রতিচ্ছবি
নির্দিষ্ট কারো না..কারো
নির্দিষ্ট কারো না..কারো কারোতো অবশ্যই :থাম্বসআপ: :ধইন্যাপাতা:
চমৎকার লিখেছেন ।ভাল লাগলো ।
চমৎকার লিখেছেন ।ভাল লাগলো ।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :ফুল:
বাহ…
বাহ…
আপনার মন্তব্যগুলো মন্তব্য না
আপনার মন্তব্যগুলো মন্তব্য না হয়ে শিৎকার হয়ে যায় (উহ..আহ..বাহ..) এত্দুরই থাকে , সেটা যে খালি আমার লেখার ক্ষেত্রেই হয় তা নয়..সব জায়গায় । কি ভাই …দু-এক লাইন লিখতেও কি পয়সা খরচ হয় । : :গোলাপ: :ফুল: :থাম্বসআপ: