আপনারা যারা মোবাইল থেকে ফেসবুক চালান বা ( ব্লগ দিয়ে ইন্টারনেট চালান :p) তাদের অনেকেই বাংলা তে স্ট্যাটাস দিতে পারেন না বা লিখতে পারেন না আমি এতদিন তাদের দলেই ছিলাম। আজ থেকে আমি মুক্ত ভাবে বাংলা লিখতে পারছি। আমি চাই আপনারাও সহজে মোবাইল থেকে বাংলা লিখুন।
এছাড়া অনেকে আছেন যারা বাংলা পড়তেও পারেন না । শুধু কিছু চারকোনা বাক্স দেখতে পান তাদের জন্য ও কার্যকর পরামর্শ দিব।
১. আপনার মোবাইল জাভা সাপোর্ট করে কি? যদি করে আপনি operamini ব্রাউজারটি ইনস্টল করে নিন।
আপনারা যারা মোবাইল থেকে ফেসবুক চালান বা ( ব্লগ দিয়ে ইন্টারনেট চালান :p) তাদের অনেকেই বাংলা তে স্ট্যাটাস দিতে পারেন না বা লিখতে পারেন না আমি এতদিন তাদের দলেই ছিলাম। আজ থেকে আমি মুক্ত ভাবে বাংলা লিখতে পারছি। আমি চাই আপনারাও সহজে মোবাইল থেকে বাংলা লিখুন।
এছাড়া অনেকে আছেন যারা বাংলা পড়তেও পারেন না । শুধু কিছু চারকোনা বাক্স দেখতে পান তাদের জন্য ও কার্যকর পরামর্শ দিব।
১. আপনার মোবাইল জাভা সাপোর্ট করে কি? যদি করে আপনি operamini ব্রাউজারটি ইনস্টল করে নিন।
২. এবার operamini ওপেন করুন। address বার এ লিখুন opera:config প্রবেশ করুন (go), তারপর scroll down করে দেখুন Use bitmap fonts for complex scripts অপশনটি তে yes নির্ধারণ করুন।
৩. scroll down করে Save বাটনে ক্লিক করে সেভ করুন। পেজটি থেকে বের হয়ে যান।
৪. এখন আপনি বাংলা লেখা পড়তে পারছেন।
৫. এবারে বাংলা লেখার জন্য আপনাকে অভ্র এর সহযোগীতা নিতে হবে।
৬. অপেরা start Page এ + চিহ্নিত জায়গায় নতুন একটি অ্যাড্রেস প্রবেশ করান www.writebangla.com/WriteAvroPhoneticBangla.html পেজটি সেভ করুন ।
৭. banglish input box এ আপনার কাঙ্খিত লেখা বাংলিশ এ লিখুন (ফনেটিক এর নিয়ম অনুযায়ী, চাইলে keymap দ্যাখে নিতে পারেন ) convert Banglish to bangla ক্লিক করুন। read bangla output box এ দ্যাখে নিন লেখা সঠিক আছে কিনা।
৮. এবারে বাংলিশ এর নিচের বক্স এর চারকোনা ঘর গুলি সিলেক্ট করে copy করুন।
৯. অপেরাতে একসাথে অনেক ট্যাব খোলা যায়, আলাদা ট্যাব এ ফেসবুক ওপেন করুন বা আগে থেকেও ওপেন রাখতে পারেন। যেখানে লিখতে চান ( স্ট্যাটাস, কমেন্ট বা ব্লগ) যথাস্থানে copy করা চারকোনা ঘরগুলো paste করুন। এবার post করুন
১০. আপনি এখন বাংলা লিখতে পারছেন।
আপনাদের কে বাংলা ভাষায় স্বাগতম।
ধন্যবাদ।
নিঃসন্দেহে বাংলা আনসাপোর্টেড
নিঃসন্দেহে বাংলা আনসাপোর্টেড মোবাইল ইউজারদের জন্য প্রয়োজনীয় একটি পোস্ট।
ধন্যবাদ লেখককে ।
আপনাকেও ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
এগুলা অনেকেই জানে| তবুও যারা
এগুলা অনেকেই জানে| তবুও যারা জানেনা তাদের জন্য গুরত্বপূর্ণ| ধন্যবাদ|
লেখার জন্য আমি রিদমিক কি
লেখার জন্য আমি রিদমিক কি বোর্ড ইউজ করি। সহজেই ফোনেটিকে লেখা যায়।
রিদমিক-এর লিংকটা দিয়ে
রিদমিক-এর লিংকটা দিয়ে দেন।
আমি একসময় রাইটবাংলা ব্যবহার করতাম। এখন রিদমিক। রিদমিক আসলেই খুব ভাল। তবে রাইট বাংলা খারাপ না।
আমি দিয়ে দিলাম রিদমিকের দুইটা
আমি দিয়ে দিলাম রিদমিকের দুইটা ডাউনলোড লিংকঃ
http://filedir.com/android/productivity/ridmik-keyboard-bangla-download-3839709.html
https://play.google.com/store/apps/details?id=net.hasnath.android.keyboard
অনেকেই জানে এখন। তাও খুব
অনেকেই জানে এখন। তাও খুব গুরুত্ববহ। বাংলা লিখার আরেকটা লিঙ্ক আমি দিলাম।
http://www.banglatext.com