এবার ঈদে জমকালো সব আয়োজন ভারতীয় ও পাকিস্তানের কাপড়ে মার্কেটগুলো ।।।। ঈদের বাজার শুরো হয়েগেছে নানা আয়োজনে। মার্কেটগুলো জমজমাট পূর্ণ হয়ে উঠেছে। এবার ঈদে এসেছে পাকিস্তানের কাপড়। পাকিস্তানের কাপড় বাংলাদেশে আসায় বেশ সমালোচনার ঝড় উঠে। তার নেতৃত্ব দেন লাক্স ফটো সুন্দরী মেহজাবিন।।আফ্রিদি ঢাকায় এসে শো রুম উদ্ভোধন করেন ও ফ্যাশন শো প্রোগ্রাম করেন মেহজাবিন ও তার দল। শুরো হয় মেহজাবিনকে নিয়ে ব্লগারদের সমালোচনার ঝড়। এক অনলাইন পতিকায় লেখা হয় আফ্রিদি মেহজাবিন এর রসায়ন।
এবার ঈদে জমকালো সব আয়োজন ভারতীয় ও পাকিস্তানের কাপড়ে মার্কেটগুলো ।।।। ঈদের বাজার শুরো হয়েগেছে নানা আয়োজনে। মার্কেটগুলো জমজমাট পূর্ণ হয়ে উঠেছে। এবার ঈদে এসেছে পাকিস্তানের কাপড়। পাকিস্তানের কাপড় বাংলাদেশে আসায় বেশ সমালোচনার ঝড় উঠে। তার নেতৃত্ব দেন লাক্স ফটো সুন্দরী মেহজাবিন।।আফ্রিদি ঢাকায় এসে শো রুম উদ্ভোধন করেন ও ফ্যাশন শো প্রোগ্রাম করেন মেহজাবিন ও তার দল। শুরো হয় মেহজাবিনকে নিয়ে ব্লগারদের সমালোচনার ঝড়। এক অনলাইন পতিকায় লেখা হয় আফ্রিদি মেহজাবিন এর রসায়ন।
অপরদিকে ভারতীয় পোশাক এর সমালোচনায় কেউ কেউ বলেন যখন ভারতীয় পোশাক আনা হয় বিভিন্ন প্রোগাম করা হয় তখনতো সমালোচনার কোন ঝড় উঠে না।
কিন্তু এবার নিসন্দেহে বলা যায় ঈদের মার্কেটগুলোতে ভারতীয় ও পাকিস্তানের কাপড়ে এক বিরাট প্রতিদ্বন্ধীতা ও প্রতিযোগীতা তৈরি হয়েছে।।।
বিদেশী পন্যের সেবাদাস হয়ে
বিদেশী পন্যের সেবাদাস হয়ে থাকাই তাহলে তোমার অনিবার্য পরিণতি ।
হায় স্বদেশ ! হায় মাতৃভূমি !
এই মুক্তির পরিএাণ কিসে প্রশ্ন
এই মুক্তির পরিএাণ কিসে প্রশ্ন জাগে।।।
এইসব ভারতীয় পাকিস্তানি কাপড়ের
এইসব ভারতীয় পাকিস্তানি কাপড়ের জন্য নিজেদের পণ্যই বাজারে টিকে না। হায়রে! :মাথাঠুকি:
[এবার ঈদে জমকালো সব আয়োজন
[এবার ঈদে জমকালো সব আয়োজন ভারতীয় ও পাকিস্তানের কাপড়ে মার্কেটগুলো ।।।।]
আপনিই বলুন আপনার পোস্টের প্রথম বাক্যটা কি আদৌ বাক্য বলে মনে হয়? বাংলা বাক্যের শেষে চারটা দাঁড়ি(।)চিহ্ন বসানো উচিৎ?
শুধু যা তা লিখলেই হবে না ।সাবলীল ও বিস্তারিত না হলে পাঠকের বিরক্তির কারন ও হতে পারে।
শাহিন ভাই, চরম মনে হচ্ছে
শাহিন ভাই, চরম :ক্ষেপছি: মনে হচ্ছে !!!
উনি সম্ভবত বিস্ময়বোধক (!!!!) চিহ্ন ব্যবহার করতে চেয়েছিলেন ।
এই লিখটা যা তা না । সংবাদের
এই লিখটা যা তা না । সংবাদের একটি অংশ। সাবলীল ও বিস্তারিত বিষয় নিয়ে আলোচিত হয়েছে । আর লিংক তো দেওয়াই আছে। আশ্চর্য বোধক চিহ্নই ব্যবহার করতে চেয়েছিলাম ।।।।
নিজেদের তাঁত আর জামদানি অথচ
নিজেদের তাঁত আর জামদানি অথচ হুমকির মুখে সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই :মাথানষ্ট:
কয় কি?
কয় কি?
আমাদের নিজেদের কি মানসম্পন্ন
আমাদের নিজেদের কি মানসম্পন্ন ফেব্রিকের অভাব আছে? মোটেই না। অভাব আছে সুস্থ্য মানসিকতার। হিন্দি সিরিয়ালের একটা কুপ্রভাব হচ্ছে এইসব।
একমত
একমত
এটার প্রতিবাদ শুধুমাত্র ব্লগ
এটার প্রতিবাদ শুধুমাত্র ব্লগ লিখে বা ফেসবুকে স্ট্যটাস দিয়ে হবে না।আমরা বস্ত্র ক্রয় করার সময় দেশী ব্র্যান্ডেরগুলো ক্রয় করে প্রতিবাদ করা উচিত। আমাদের দেশী বেশ কয়েকটা ব্র্যান্ড কিন্তু বেশ ভালভাবেই দাঁড়িয়ে গেছে। আমরা তাদের পণ্য ক্রয় করে উৎসাহিত করতে পারি।
একমত
একমত