একাকী হেঁটেছি কতদিন,
হয়ত আরও কত-শত কাল,
পাথুরে প্রেম আবেগে কষ্ট নিয়ে ফিরে
ভেঙ্গে দিতে চায় তপ্ত পৌরুষ্যের
তিরিক্ষি শৃঙ্খল।
মরুর দাহে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া হৃদয়,
শত বছরের পুরনো ধুলোর আস্তর তার ‘পরে,
একাকী হেঁটেছি কতদিন,
হয়ত আরও কত-শত কাল,
পাথুরে প্রেম আবেগে কষ্ট নিয়ে ফিরে
ভেঙ্গে দিতে চায় তপ্ত পৌরুষ্যের
তিরিক্ষি শৃঙ্খল।
মরুর দাহে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া হৃদয়,
শত বছরের পুরনো ধুলোর আস্তর তার ‘পরে,
যেন কেউ কোনোদিন ছুঁয়েই দেখেনি
জরাকালেও ওপাশটা কতই না মসৃণ,
তবুও রয় অযাচিত।
বিলক্ষণ প্রেমও আজ নেই, হৃৎ শূন্য এক শ্মশান,
একা ধুকে জীর্ণ অবয়বকে বাঁচিয়ে রাখার প্রবল ইচ্ছা।
পাইনি কিছুই অবাধ করে,
ক্লান্তি ঝেড়ে জিরিয়ে যাওয়া সময়টাও হাত গুটিয়ে নেয়।
তবু বেঁচে থাকে তিক্ত শরীরে অপবিত্র কিছু সোডিয়াম!
শ্রান্তির দিন অপার নিশিতে জেগে থাকি সেই একাকী,
কার দুটি চোখ আর দুটি হাত
ছোঁয়ার যেন অনেক বাকি,
অনেক বাকি …
© সর্বস্বত্ব সংরক্ষিত
ভাল লাইগেছে
ভাল লাইগেছে 😀
অত্যন্ত বাজে কবিতা!এই তালেবর
অত্যন্ত বাজে কবিতা!এই তালেবর কবিতা লিখতে জানেনা। যা শিখে এসে লিখ :মাথানষ্ট:
তুই তোকারি করেন কেন? নিজেরে
তুই তোকারি করেন কেন? নিজেরে খুব তালেবর মনে হয়। পারেন তো খালি চটি লিখতে।
হাহাহাহাহা…
হাহাহাহাহা… :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
আতিক ভাই এইভাবে বলতে নাই… 😉
হাহা …
সবাইকে এমনি এমনি
হাহা …
সবাইকে এমনি এমনি ধন্যবাদ দেই। আপনাকে অনেক ধন্যবাদ সমালোচনার জন্যও। 🙂
প্রতুল মহসীন,
আপনার সর্বশেষ
প্রতুল মহসীন,
আপনার সর্বশেষ লেখা কবিতা পড়ে অনেক ভাল লাগায় বিশাল একটা কমেন্ট করেছি একটু আগে । আপনার লেখার প্রতি এক ধরণের ভাল ধারণা তৈরি হয়েছিলো ।কিন্তু উপরে আপনি কি মন্তব্য করলেন ? আপনার মাথায় গণ্ডগোল নেই তো ?
ভাই সমাজে এমন মাল তো থাকবেই।
ভাই সমাজে এমন মাল তো থাকবেই। নাইলে তো সাম্যবাদ শব্দটা ভিত্তিহীন হয়ে যাবে।
😉
সুন্দর লিখেছেন ।ভাল লাগলো ।
সুন্দর লিখেছেন ।ভাল লাগলো ।
(No subject)
:ধইন্যাপাতা:
🙂
ভাল লিখেছেন,ভাই
ভাল লিখেছেন,ভাই
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই
🙂
পাইনি কিছুই অবাধ
— এই অংশ চমৎকার হয়েছে…
বরাবরের মতই অনুপ্রানিত
বরাবরের মতই অনুপ্রানিত ডাক্তার সাহেব
:গোলাপ:
(No subject)
:কথাইবলমুনা:
আবার কি হল?
আবার কি হল?
:ভাবতেছি:
কিছুনা
কিছুনা
খারাপ হলে খারাপ বলবেন। এতো
খারাপ হলে খারাপ বলবেন। এতো ভাবেন কেন সবসময়?
:অপেক্ষায়আছি:
:হাসি:
খুব সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে।
অনুপ্রানিত
অনুপ্রানিত
🙂