প্রিয়তমা,
‘প্রথম যেদিন তোমায় দেখেছি …’
তালগোল পাকানো প্রেমকীর্তন আর গাইবনা।
‘ফেল ফেল চোখে তাকিয়ে থেকেছি …’
রস মাখিয়ে ঝাঁঝালো-আঠালো প্রেমকষও চাইবনা!
রাস’এর খবর কে রাখে?
বলি, রাতেরও যে পচন ধরেছে!
সকালের প্রাপ্য রাতেও পাইনি,
তাই বলে কি পাওনা চাইতে তোমার নগ্ন বুলেট ভয় পেয়েছি?
মনে পড়ে মধ্যরাতের আকুতি, “দোহাই আমায় ভয় দেখিও না”?
ভয় যখন পেয়েছ তখন মন ভরেই দিয়েছি,
পাঁজর চিঁড়েই দিয়েছি আর এই শরীর নিংড়ে ভালোবেসেছি।
এখন কিনা চোখেই বল, “দূরেই রও, আর পারি না”!
প্রিয়তমা,
তোমার ১ ইঞ্চি অস্ত্র আর ৩ ইঞ্চি বুলেট বুক পকেটে রেখে
প্রিয়তমা,
‘প্রথম যেদিন তোমায় দেখেছি …’
তালগোল পাকানো প্রেমকীর্তন আর গাইবনা।
‘ফেল ফেল চোখে তাকিয়ে থেকেছি …’
রস মাখিয়ে ঝাঁঝালো-আঠালো প্রেমকষও চাইবনা!
রাস’এর খবর কে রাখে?
বলি, রাতেরও যে পচন ধরেছে!
সকালের প্রাপ্য রাতেও পাইনি,
তাই বলে কি পাওনা চাইতে তোমার নগ্ন বুলেট ভয় পেয়েছি?
মনে পড়ে মধ্যরাতের আকুতি, “দোহাই আমায় ভয় দেখিও না”?
ভয় যখন পেয়েছ তখন মন ভরেই দিয়েছি,
পাঁজর চিঁড়েই দিয়েছি আর এই শরীর নিংড়ে ভালোবেসেছি।
এখন কিনা চোখেই বল, “দূরেই রও, আর পারি না”!
প্রিয়তমা,
তোমার ১ ইঞ্চি অস্ত্র আর ৩ ইঞ্চি বুলেট বুক পকেটে রেখে
খেয়াল করে দেখো আশেপাশের চিল-শকুন আর বুনো শিয়াল,
ওরা আমার মত পাষান না,
সুযোগ পেলে আদর করে ছিড়ে-কুড়ে খাবে!
১ ইঞ্চি ক্ষেপনাস্ত্রের ভয় আমাকে আর দেখিওনা,
আমার বুকের পাঁজর কি আর সস্তা দামে কেনা?
২৭/০৩/২০১৩
© সর্বস্বত্ব সংরক্ষিত
গরম গরম খাইলাম কিন্তু কাহা ১
গরম গরম খাইলাম কিন্তু কাহা ১ ইঞ্চি অস্ত্রের ৩ ইঞ্চি বুলেট কি বুঝলাম না…নাকি বুঝছি?
নাহ। কাছাকাছি গেছো তবে বুঝ
নাহ। কাছাকাছি গেছো তবে বুঝ নাই। তবে হইতেও পারে।
আই ফিল ইটস মাই ওর্স্ট কম্বিনেশন অফ সাম মিনিংফুল ওয়ার্ডস!
😀
ভালা লাগছে তো
ভালা লাগছে তো
গতকয়েকদিনের মধ্যে এই কবিতাটা
গতকয়েকদিনের মধ্যে এই কবিতাটা মনে আঁচর কাটলো
বোধ করি খুব বাজেভাবেই কেটেছে।
বোধ করি খুব বাজেভাবেই কেটেছে। আমার নিজের কাছে নিজের সবচেয়ে বেমানান কবিতাই মনে হয়। দুঃখপ্রকাশ।
বুকে আয় বুলবুল
বুকে আয় বুলবুল
হুস হুস
হুস হুস
:হাসি:
ভালো লাগল কবি।
ভালো লাগল কবি। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
তবুও ধন্যবাদ ডাক্তার সাহেব।
তবুও ধন্যবাদ ডাক্তার সাহেব।
🙂
(No subject)
:কনফিউজড:
(No subject)
😀
:কেউরেকইসনা:
(No subject)
:আমারকুনোদোষনাই:
ভালো হয়েছে
ভালো হয়েছে
মজই লাগে ভালো
মজই লাগে :হাহাপগে: ভালো :গোলাপ:
চমৎকার কবিতা। আমি কোন ভালো
চমৎকার কবিতা। আমি কোন ভালো কবিতা পড়লে তারপরের কয়েকদিন ঐ কবিতার কিছু লাইন মাথার ভেতর ঘুরতে থাকে। এই কবিতাও মনে হয় কম যন্ত্রনা করবে না।
সব্বাই সব টাইপ প্রশংসা কইরা
সব্বাই সব টাইপ প্রশংসা কইরা দিছে আমি আর কি কমু ।। ভাল্লাগছে রে পাগলা 😀 😀 😀 😀
সব্বাইকে
:ধইন্যাপাতা: সব্বাইকে
:খুশি:
ভয়ে ভয়ে বলছি ভালো লাগলো খারাপ
ভয়ে ভয়ে বলছি ভালো লাগলো খারাপ লাগ্লার মত কিছুই নাই …………… :ভেংচি:
কবি ভাই। কবিতার মাইরের জবাব
কবি ভাই। কবিতার মাইরের জবাব কি আর ১ ইঞ্চির অস্ত্রের ভয় দেখায়া দেওন যায়? ভাল্লাগছে…
সমালোচনা, বিদ্যালোচনা, উত্তর- প্রতিউত্তরের থেইকা এইটা ভাল।
তথৈবচঃ
তথৈবচঃ
🙂