তপ্ত রোদ্দুর-হরষে বর্ষার পশ্চিমে বাতাসের মত
যে ঝড় বইয়ে দিয়েছিলে নিস্তেজ প্রাণে,
আমি তাহারই প্রণয় ধ্যানে মগ্ন রই অহর্নিশি।
জোৎস্নার ছটায় চোখের কোন থেকে চিবুকের
প্রান্ত পর্যন্ত জলের যে ধারা চকচক করে,
সাধ্য কী মোর ইষৎ ভাবস্পন্দনে তোমাতে মিশি!
কষ্টের যেরূপ শিকড় ছড়াইতে আজন্ম সে দ্বিধা
বাড়িতে না দেয় ও আঁধার মরণেরও ভয়ে,
তবে কী তব পথেই যাইতে আছি আলোরে দিশি?
পড়ে ভালো লাগল।
পড়ে ভালো লাগল। :তালিয়া:
কাপিয়ে দিয়েছো গুরু, লাগবে
কাপিয়ে দিয়েছো গুরু, লাগবে নাকি? :চোখমারা: :চোখমারা:
মনটাই কেন এতো খারাপ হয় বল তো?
মনটাই কেন এতো খারাপ হয় বল তো?
🙁
অনেক ধন্যবাদ
কষ্ট করে পড়ার
অনেক ধন্যবাদ
কষ্ট করে পড়ার জন্য।
ছন্দ মিল ভালো হয়েছে ।
ধন্যবাদ
ছন্দ মিল ভালো হয়েছে ।
ধন্যবাদ !
ধন্যবাদ গৃহীত হইল।
কিন্তু
ধন্যবাদ গৃহীত হইল। 😉
কিন্তু আপনি আমার শার্টটা পড়সেন কেন? :মাথাঠুকি: :হাহাপগে:
https://www.facebook.com/photo.php?fbid=10201232628768155&set=a.1544428581028.2075159.1544415762&type=1&theater
ওইটা পরেই ব্লগে সারাদিন রাত
ওইটা পরেই ব্লগে সারাদিন রাত থাকি । হুম এখন বুঝতে পারছি মাঝে কিছুদিনের জন্য ওই সার্ট টা ছিলোনা । আপনি তো ভাই রসিক চোর । চুরি ও করেন আবার ফেরত ও দিয়ে যান … বাহ !
ইজি থেকে কেনা না?
ইজি থেকে কেনা না?
😛
জানিনা … গিফটেড বাই মাই
জানিনা … গিফটেড বাই মাই সুইট ভাবী !
পকেটেই ইজির সাইন আছে, দেখেন
পকেটেই ইজির সাইন আছে, দেখেন খেয়াল করে!
😛
অসাধারন হইছে ।
অসাধারন হইছে ।
ধন্যবাদ
ধন্যবাদ
🙂
ভালো লেগেছে ।।
ভালো লেগেছে ।।
ধন্যবাদ
ধন্যবাদ
🙂
ভাল্লাগছে।
ভাল্লাগছে। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ ডাক্তার সাহেব
ধন্যবাদ ডাক্তার সাহেব
🙂
ভাবতেছি
:ভাবতেছি: ভাবতেছি
কি?
কি?
😀
কবিতাটা নিয়ে
কবিতাটা নিয়ে
ভেবে কি পাওয়া গেল?
ভেবে কি পাওয়া গেল?
:অপেক্ষায়আছি:
(No subject)
:কথাইবলমুনা:
(No subject)
:খাইছে:
:এখানেআয়:
😀
ভালা লাগছে… তবে আরেকটু
ভালা লাগছে… :থাম্বসআপ: তবে আরেকটু হইলে ভালা হইত…
হয়ত এইখানেই কবির সার্থকতা!!
কষ্টের যেরূপ শিকড় ছড়াইতে
কষ্টের যেরূপ শিকড় ছড়াইতে আজন্ম দ্বিধা,
আমার কবিতারও সেরূপ অকাল মৃত্যুক্ষুধা!
মন এটুকুই বলেছে। অনেক ধন্যবাদ 🙂