কি হবে?
যদি কথা না বললে আমার সাথে।
কি হবে?
যদি চাও আমাকে এড়িয়ে চলতে।
কি হবে?
যদি তোমার স্বপ্নে আমায় ঠাই না দেও।
কি হবে?
যদি আমার ভোরবেলার স্বপ্ন ভেঙে দিয়ে দূরে চলে যাও।
কি হবে?
যদি থাকতে চাও একা।
কি হবে?
যদি না দেও দেখা।
কিছুই হবে না।
আমি ধ্বংসস্তূপের ভিতর থেকে উঠে দাঁড়িয়েছি,
তখন তুমি ছিলে না।
আমি সাগরের মাঝে নৌকা হারিয়ে সাঁতার কেটেছি,
তখন তুমি ছিলে না।
আমি মরতে মরতে বেঁচে গিয়েছি,
তখন তুমি ছিলে না।
আমি দুঃস্বপ্ন দেখে আর্তচিৎকার করে উঠেছি,
তখনও তুমি ছিলে না।
তবে আজ কেন তুমি এড়িয়ে চললে,
কেন পাই সূক্ষ্ম এক যন্ত্রণা?
তবুও মাঝের কিছু দিন তুমি ছিলে,
কি হবে?
যদি কথা না বললে আমার সাথে।
কি হবে?
যদি চাও আমাকে এড়িয়ে চলতে।
কি হবে?
যদি তোমার স্বপ্নে আমায় ঠাই না দেও।
কি হবে?
যদি আমার ভোরবেলার স্বপ্ন ভেঙে দিয়ে দূরে চলে যাও।
কি হবে?
যদি থাকতে চাও একা।
কি হবে?
যদি না দেও দেখা।
কিছুই হবে না।
আমি ধ্বংসস্তূপের ভিতর থেকে উঠে দাঁড়িয়েছি,
তখন তুমি ছিলে না।
আমি সাগরের মাঝে নৌকা হারিয়ে সাঁতার কেটেছি,
তখন তুমি ছিলে না।
আমি মরতে মরতে বেঁচে গিয়েছি,
তখন তুমি ছিলে না।
আমি দুঃস্বপ্ন দেখে আর্তচিৎকার করে উঠেছি,
তখনও তুমি ছিলে না।
তবে আজ কেন তুমি এড়িয়ে চললে,
কেন পাই সূক্ষ্ম এক যন্ত্রণা?
তবুও মাঝের কিছু দিন তুমি ছিলে,
আমাকে হাসালে,
সাদাকালো জীবনে কিছু নতুন রং এনে দিলে,
স্বপ্নগুলো একটু পরিবর্তন করে দিলে।
তাই আজ যখন বুঝি,
চাইছ এড়াতে আমায় তুমি,
অবুঝের মতো,
একটুখানি কষ্ট পাই আর কি।
কষ্ট না আরাম পেলাম বুঝতে
কষ্ট না আরাম পেলাম বুঝতে পারিনি!;-(:-)
কবিতা হোক আরও শক্তিশালী !
আরও
কবিতা হোক আরও শক্তিশালী !
আরও ভালো লিখবেন আশা করি ।