আজ অবধি যেমন বলতে পারবনা জীবন পাঠশালার কতটুকু পাঠ সম্পন্ন করতে পেরেছি ঠিক তেমনি বলতে পারবনা মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা কতটুকু এই অন্তরে ধারণ করতে পেরেছি.প্রচলিত শিক্ষাব্যবস্থার বিপরীতে হয়তো অশিক্ষা,কুশিক্ষা পেয়েছি কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার বিপরীতে কোন অশিক্ষা,কুশিক্ষা পাইনি এতটুকু গর্ব করে বলতে পারব.কিন্তু হয়তো একজন মুক্তিযোদ্ধা বাতাঁর বংশধরদের চেয়ে
আজ অবধি যেমন বলতে পারবনা জীবন পাঠশালার কতটুকু পাঠ সম্পন্ন করতে পেরেছি ঠিক তেমনি বলতে পারবনা মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা কতটুকু এই অন্তরে ধারণ করতে পেরেছি.প্রচলিত শিক্ষাব্যবস্থার বিপরীতে হয়তো অশিক্ষা,কুশিক্ষা পেয়েছি কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার বিপরীতে কোন অশিক্ষা,কুশিক্ষা পাইনি এতটুকু গর্ব করে বলতে পারব.কিন্তু হয়তো একজন মুক্তিযোদ্ধা বাতাঁর বংশধরদের চেয়ে
কম গর্ব করে বলতে পারব,কিন্তু তাঁদের চেয়ে বুকে অনেক কম পাথর বেঁধে বর্তমানে 42 বছরের বহুল প্রতীক্ষীত যুদ্ধাপরাধের বিচার নামক প্রহসন সহ্য করতে পারব! যখন গোলাম আযমের রায়ে জাতি ক্ষুব্ধ ও হতাশ তখন মুজাহিদের মত চ্যাংড়াকে ফাঁসির আদেশ দিয়ে জনগণের সাথে আপোষ করাটাও প্রহসনই.
কোন দরকার ছিল না এর.মুজাহিদ তো চ্যাংড়া গোলাম আযম তুলনায় চ্যাংড়া.গোলাম আযমের যদি 90 বছরের কারাদণ্ড হয় তাহলে এই মুজাহিদকেও না বুঝে করা মানবতাবিরোধী অপরাধের জন্য বেকসুর খালাস অথবা কিশোর সংশোধনালয়ে পাঠানো উচিৎ.
হে গণপ্রজাতন্ত্রী বাংলাস্তান সরকার এই বিচার দেখার জন্যই জনগণ 42 বছর অপেক্ষা করেছে? হে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কি যুদ্ধাপরাধীদের সাথে আপোষ নয়? কেন এই আপোষ,কেন এই আঁতাতের রাজনীতি? কাকে সন্তুষ্ট করতে? জনগণকে?
আচ্ছা জনগণ কিঞ্চিৎ সন্তুষ্ট ট্রাইব্যুনালের রায়ে কিন্তু দেশের সব মানুষের মত আমিও জানতে চাই এই রায় কার্যকর হবে কবে?
বাংলাস্তান সরকার,আপনারা ক্ষমতা আছেন বড়জোর 4 মাস কিন্তু এর মধ্যে কি ট্রাইব্যুনাল সব যুদ্ধাপরাধীর রায় দিয়ে কার্যকর করতে পারবে?
এতগুলো রাজাকারের মামলা পরিচালনা,তদন্ত,যুক্তিতর্ক,সাক্ষ্য গ্রহণ করতে করতে চলে গেল সাড়ে 4 বছর কিন্তু একটা রাজাকারের জান কবচ করে উল্লাস আজ অবধি জাতি করতে পারল না.
বুঝে গেছি কী হতে চলেছে সামনে! যে যুদ্ধাপরাধী আর তাঁদের দোসরদের ছোট ছোট ম্যাজিক বল ভেবে পানিতে ফেলে দিচ্ছেন সামনে তাঁরা স্ফীত হয়ে তাঁদের স্বরূপে আবির্ভূত হবে.
না জানি কত স্বাধীনচেতা মানুষের রক্ত ঝরবে,কত প্রাণ যাবে সামনে.খাল কেটে কুমির আনার ব্যবস্থা তো করা হয়ে গেছে.এখন শুধু অপেক্ষা রক্ত ঝরার.
ছোটবেলা গ্রামে গেলে কাঁদা ছোড়াছুড়ি করে যুদ্ধ যুদ্ধ খেলতাম,এখনও মাঝে মাঝে কাঁদা ছোড়াছুড়ি করি জামায়াতের কুকুরদের সাথে.
কী জানি সামনে ক্ষমতায় আসলে হয়তো আমাকে লক্ষ্য করে ছোড়া ককটেল লক্ষ্যভ্রষ্ট হবে না,
পরেরবার যুদ্ধাপরাধীদের বিচার দাবি করলে কোন বড় ভাই তা গীবত বলে স্বীকৃতি না দিয়ে হয়তো সোজাসাপ্টা রগ কেটে দিবে.
না মাননীয় প্রধানমন্ত্রী,আমার বাংলাস্তান সরকার আমি বাঁচতে চাই আপনাদের মত আপোষ করে তাঁদের সাথে.
“বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা,আমি আর যুদ্ধাপরাধের বিচারের দাবিতে রাস্তায় আসবনা”
এই 42 বছরে যত স্বাধীনচেতার বাড় বেড়েছে তাঁদের প্রত্যেকের পাখনা হয়তো ওরা কেটে দিবে,হয়তো আপনি আরেকটি 21 শে আগস্টের সাথেও আপোষ করে ফেলেছেন.
তাই যতদিন আছি আমিও আপোষ করতে বাধ্য হলাম যুদ্ধাপরাধীদের সাথে.
নারায়ে তাকবীর,জয় বাংলাস্তান!
বাংলাস্তান জিন্দাবাদ!
জয় বাংলাস্থান
জয় বাংলাস্থান :'(
আমি মনে প্রানে বিশ্বাস করি
আমি মনে প্রানে বিশ্বাস করি একটা বাঙালী বেচে থাকা পর্যন্ত বাংলাদেশ বাংলাস্তান হবে না ।
সুন্দর লিখেছেন ।দাড়ি কমার সঠিক ব্যবহার হলে পড়তে আরো সুবিধা হত ।
বিশ্বাস আমিও করি| তবে
বিশ্বাস আমিও করি| তবে বাংলাস্থান বলছি রাগে ক্ষোভে দুঃখে কষ্টে লজ্জায় @শাহীন ভাই
হু আমিও তিক্ত হয়ে গেছি
হু আমিও তিক্ত হয়ে গেছি :মাথানষ্ট:
ধন্যবাদ শহিদ ভাই,আসলে লেখাটা
ধন্যবাদ শহিদ ভাই,আসলে লেখাটা মোবাইল থেকে আপডেট দেয়া পরে নিশ্চয়ই সম্পাদন করব :পার্টি:
একটা লেখা পড়েছিলাম “when a patriot says that fuck my country,you should understand that he has crossed the boundary line of his patience”
কিছু বলার নেই আর হতাশ হতে হতে নুয়ে পড়েছি,সামনে কী হতে পারে তার আশংকায় আছি!
কথা অতীব সইত্য
কথা অতীব সইত্য
সত্য দিয়া গোলাম আযম মুড়ি খায়
সত্য দিয়া গোলাম আযম মুড়ি খায় :তুইরাজাকার:
বাংলা স্থান বানানোর জন্য
বাংলা স্থান বানানোর জন্য আমাদের পূর্ব পুরুষেরা যুদ্ধ করে নি! আর মৃত্যুকে ভয় করছেন? কেমন বীর আপনি .। মরতে তো হবেই দেশের জন্য ন্যায়ের জন্য মরি!
মরণকে ভয় করিনা,পরাজয়কে ভয়
মরণকে ভয় করিনা,পরাজয়কে ভয় করি
স্বাধীনতা হারানোর ভয় করি,রাজাকারের V চিহ্নকে ভয় করি.
মন্তব্যের জন্য ধন্যবাদ
যখন হারামীগুলা v দেখায় তখন
যখন হারামীগুলা v দেখায় তখন গিয়া হাতের আঙ্গুল কাইট্টা দিতে মন চায়।।
শুয়ারগুলার সাহস কত্ত !!!!!
এটাই সবচেয়ে খারাপ লাগে,চোরের
এটাই সবচেয়ে খারাপ লাগে,চোরের মায়ের বড় গলা.
আর ফেসবুকে কিছু আবাল ছাগু যখন বলে মুক্তিযুদ্ধ হয় নাই,মুক্তিযুদ্ধে ত্রিশ হাজার মানুষ মারা গেছে আর এক ছাগলের গ্রামে নাকি কেউ মরে নাই তখন এগুলারে ঠান্ডা মাথায় জবাই করতে ইচ্ছা করে :মাথানষ্ট:
একটা লেখা পড়েছিলাম “when a
একটা লেখা পড়েছিলাম “when a patriot says that fuck my country,you should understand that he has crossed the boundary line of his patience”
ভালই লাগল কথাটা, তবে যতক্ষণ মাথা আছে ততক্ষন তার সদ্ব্যবহার করা উচিৎ!
জাস্টিফাই করে কোন প্রতিক্রিয়া জানালেইও বরং ভাল…
আমিও বলছি যতক্ষণ একজন বাঙ্গালী থাকবে এই দেশে ততক্ষন এমন কোন আশঙ্কা নেই…
জয় বাংলা… জয় বঙ্গবন্ধু…
সহমত,মন্তব্যের জন্য কৃতজ্ঞ
সহমত,মন্তব্যের জন্য কৃতজ্ঞ
ওগো জন্মই তো ঠিক নাই।।
আর
ওগো জন্মই তো ঠিক নাই।।
আর ফেসবুকের কথা বইলেন না সকালবেলা একটারে পোন্দানি দিছি।হালার পালপিটিসন গরম হইয়া গেছে :হাহাপগে:
আমি আর অমিত ভাই ঐদিন কতিপয়
আমি আর অমিত ভাই ঐদিন কতিপয় কিছু পাকিস্তানি আফ্রিদি ফ্যানকে গজারি দিলাম :ক্ষেপছি: মন্তব্যের জন্য ধন্যবাদ :পার্টি:
(No subject)
:চিন্তায়আছি: :ভাবতেছি: :অপেক্ষায়আছি:
বাংলাস্থান অগো ইয়ে দিয়ে ঢুকায়
বাংলাস্থান অগো ইয়ে দিয়ে ঢুকায় দেওয়া হবে। একটাও দেশপ্রেমিক বাঙালি বেঁচে থাকতে ওদের স্বপ্ন পূরণ হবে না।
মনে অনেক বল পাইলাম
মনে অনেক বল পাইলাম :বুখেআয়বাবুল: