ভিখারীরও ‘রাজা’ হতে ইচ্ছে করে একদিন
জন্ম থেকে জন্মান্তরে
আত্না থেকে আত্নায়
খুজে পেতে ইচ্ছে করে
কে তুমি ঈশ্বর ?
পতিতারও ‘বধু’ হতে ইচ্ছে করে একদিন
ভিখারীরও ‘রাজা’ হতে ইচ্ছে করে একদিন
জন্ম থেকে জন্মান্তরে
আত্না থেকে আত্নায়
খুজে পেতে ইচ্ছে করে
কে তুমি ঈশ্বর ?
পতিতারও ‘বধু’ হতে ইচ্ছে করে একদিন
দেবর থেকে ননদে
শ্বশুর-শ্বাশুরীর আহ্লাদে
প্রানপ্রিয় স্বামীর বুকে মাথা রেখে
খুজে পেতে ইচ্ছে করে
কে তুমি ঈশ্বর ?
বখাটেরও ইচ্ছে করে ‘প্রেমিক’ হতে একদিন
রাস্তার গলি ছেড়ে
পার্কের চেয়ারে
প্রেমিকার ঠোট ছুয়ে
খুজে পেতে ইচ্ছে করে
কে তুমি ঈশ্বর ?
স্বর্গেরও ‘নরক’ হতে ইচ্ছে করে একদিন
লেলীহান অগ্নীশিখায়
পাপীদের প্রানের ভিড়ে
খুজে পেতে ইচ্ছে করে
কে তুমি ঈশ্বর ?
ছায়ারও ‘জীবন’ হতে ইচ্ছে করে একদিন
ভাষাহীন প্রতিচ্ছবির জগত ছেড়ে
জীবন ও জীবিকার নগরে
খুজে পেতে ইচ্ছে করে
কে তুমি ঈশ্বর ?
ছায়ারও ‘জীবন’ হতে ইচ্ছে করে
এই অংশটা সবচেয়ে বেশি ভাল লাগল।
আমারো ভালো লাগার অনশ এটি
আমারো ভালো লাগার অনশ এটি ।
ধন্যবাদ
ভালো থাকবেন
(No subject)
:ফুল:
স্বর্গেরও ‘নরক’ হতে ইচ্ছে করে
— এই অংশটাও চমৎকার…
ভাল লাগল লিখতে থাকুন!
ধন্যবাদ আপনার অনুপ্রেরনার
ধন্যবাদ আপনার অনুপ্রেরনার জন্য
…… সমাজের বুকে যত দুষ্ট ক্ষত,
গাঁইতি শাবল চালিয়ে উড়াব সেথায় বিজয়ের রথ… :এখানেআয়:
কারে বললেন? আমারে নাকি
:এখানেআয়: কারে বললেন? আমারে নাকি দুষ্টদের?
আপনারে বলি নাই ভাই
মিস্টেক
আপনারে বলি নাই ভাই
মিস্টেক হয়ে গেলছে, পাইসতে পাই নাই
বুইঝতে পাইরেছেন ?
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
কবি রাগ করছেন কেলা? রেগে মাথা
কবি রাগ করছেন কেলা? রেগে মাথা ভাইঙ্গা কি লাভ!!
এইবার থামেন… নাহয় আমারই :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: হইয়া যাইব…
বেশ !!!
বানানের দিকে আরো একটু
বেশ !!!
বানানের দিকে আরো একটু যত্নবান হবেন এই আশা করতেই পারি ।
খুঁজে ও ছুঁয়ে বানান দুটো ঠিক করে নিয়েন ।
ধন্যবাদ মুস্তাফিজ ভাই
আবার
ধন্যবাদ মুস্তাফিজ ভাই
আবার আসবেন
আপনাকেও ধন্যবাদ !
আপনাকেও ধন্যবাদ !
কবিতা না, থিমটা পুন্নেন্দু
কবিতা না, থিমটা পুন্নেন্দু পত্রীর। তবে থিমের সম্প্রসারন ভালো হয়েছে।
লিখতে থাকুন
ভাই লইজ্জা দিলেন নাকি ???
আমি
ভাই লইজ্জা দিলেন নাকি ???
আমি আবার লাজুক তো ।
ব্যাপার না, ভালো লাগা জানবেন
হাহাহাহাহা …
হাহাহাহাহা …