জলের ভেতর
হাঁটুর নিচ,মেঘেদের
বিচ্ছিন্ন দেহে দাহের
তপ্ত দুপুরগুলো
ডুব দিয়েছে। অর্ধভাঙ্গা শিকের
বেচারা ছাতায়
উন্মাদ আষাঢ়।
জলের ভেতর
হাঁটুর নিচ,মেঘেদের
বিচ্ছিন্ন দেহে দাহের
তপ্ত দুপুরগুলো
ডুব দিয়েছে। অর্ধভাঙ্গা শিকের
বেচারা ছাতায়
উন্মাদ আষাঢ়।
যাবতীয় সাংসারিক সমস্ত
বিসর্জন দিয়ে ঘোর আরতি
ভাতশুন্য এলাকায়
অনিয়মিত মেঘ যাত্রার
কর্কশ মেজাজ
আপাতত শহরের গোপন পথে……
১২-০৭-১৩
রাত ১.১৩ মিনিট
পদুয়া,রাঙ্গুনিয়া
বাহ !
বাহ !
কঠিন লাগল
কঠিন লাগল
(No subject)
😀
ধন্যবাদ
ধন্যবাদ