কয়েকদিন আগে এক খালু আমাকে বলেছিলেন,শালার মুসলমানেরা ভোর বেলা আজান দিয়ে ঘুম ভাঙ্গিয়ে দেয়!বিরক্তি লাগেনা দাদা?
আমি হেসে বলি তা যা বলেছেন,সেই শব্দ শুনেই তো বৌদি ভোর বেলা কলপাড়ে আসে!টিউবঅয়েল চেপে চেপে লোড করা জল জমিনে ফেলে দেয়। তখন যা লাগেনা দাদা!মন মজে যায় মাইরি।
গত রাতেও এক খালু(তার বিরুদ্ধে বলা নিষেধ,বিশেষ মঞ্চের মানুষ তো!)সাইরেনের শব্দে যারপরনাই বিরক্ত!আমিও তো তাই বলি,দেকো দিকিনি কান্ড!শাঁখ বাজালে হতোনা?সাথে ঢাকের বাদ্দি?আমরাও ধুনুচি হাতে নাচতে নাচতে সেহেরীটা সেরে ফেলতাম!
কয়েকদিন আগে এক খালু আমাকে বলেছিলেন,শালার মুসলমানেরা ভোর বেলা আজান দিয়ে ঘুম ভাঙ্গিয়ে দেয়!বিরক্তি লাগেনা দাদা?
আমি হেসে বলি তা যা বলেছেন,সেই শব্দ শুনেই তো বৌদি ভোর বেলা কলপাড়ে আসে!টিউবঅয়েল চেপে চেপে লোড করা জল জমিনে ফেলে দেয়। তখন যা লাগেনা দাদা!মন মজে যায় মাইরি।
গত রাতেও এক খালু(তার বিরুদ্ধে বলা নিষেধ,বিশেষ মঞ্চের মানুষ তো!)সাইরেনের শব্দে যারপরনাই বিরক্ত!আমিও তো তাই বলি,দেকো দিকিনি কান্ড!শাঁখ বাজালে হতোনা?সাথে ঢাকের বাদ্দি?আমরাও ধুনুচি হাতে নাচতে নাচতে সেহেরীটা সেরে ফেলতাম!
সে খালুর আবার আফসোস,চুমু খেলে নাকি রোজা ভেঙ্গে যায় কিন্ত ইফতার হয়না!হোয়াট এন আইডিয়া খালুজি!খালুরা তো রোজা রাখেন না!তবু দরজা বন্ধ করে একটু চুমাচুমি করে ফেলেন না কেন?… আরেকটু চাইলে চুমাচুমির ”ম”গুলিকে নইলে ”দ” বানিয়ে দিলেন!হয়না খালু?
আসেন এক লগে হুলুধ্বনি দেই হোরি নাম জপ করি,মুসলমানেরা খারাপ খুব ডিস্টার্ব করে!খালুরা ভালো। কত্ত ভালো!মিষ্টি মিষ্টি খোঁচা দিতে পারে,বাড়তি চামড়াও আছে মাইরি। খালু তো!খালুরা একটু স্পেশাল ই হয়। ও বেটা দুষ্টু মুয়াজিন দেয় ঘুমটা ভাঙ্গিয়ে।
চুমু খেলে নাকি রোজা ভেঙ্গে
চুমু খেলে নাকি রোজা ভেঙ্গে যায় কিন্ত ইফতার হয়না!
— দারুণ পর্যবেক্ষণ!!
কিন্তু আপনার লিখনি জানি কেমন!রিলিজিয়াস স্যাটায়ারও বলতে পারছিনা আবার ফেলতেও পারছি না। আরেকটু সময় নিয়ে ভাল করে পোস্টদিন অনেক ভাল কিছুও হতে পারে!! লিখতে থাকুন…
আপনার লেখার হাত ভাল বলেই মনে
আপনার লেখার হাত ভাল বলেই মনে হচ্ছে । কিন্তু মাথা গরম মনে হয় ।
তাড়াহুড়া করার বদ অভ্যাস আছে ।
(No subject)
:খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে:
:মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
সাংঘাতিক মাথা গরম!খূঊঊঊব গরম!
সাংঘাতিক মাথা গরম!খূঊঊঊব গরম! 🙁
এডা কি হইলে?!
এডা কি হইলে?!