কতগুলো প্রহর কেটেগেছে তোমার সঙ্গ ছাড়া,
তবুও এই আমি আজও কেন এত দিশেহারা।
কত অশ্রুজল ফেলেছি তোমার কথা ভেবে,
আঁধারেই রেখেছি এখনো নিজেকে ।
তুমি শুধু বলে যাও একটি বার আমাকে-
কতটা ভালবেসেছি এই আমি তোমাকে।
আজ তবে কেন আমায় একা করে দিয়ে,
চলে গেলে কেন তবে তুমি অনেক দূরে?
আঁধারের পথে চলেছি তোমার কথা ভেবে,
জানি ফিরাবেনা,আনবেনা আলোর পথে।
তবে কেন নিয়েছিলে আমার সেই দিঠি,
প্রেম কি ছিল হঠাৎ কোন তিথি ?
তবে কেন নিয়েছিলে আমার সেই
— পুরা কবিতায় এই দুই লাইন চোখে পড়ার মতো ।
সহমত
সহমত
আহ! কষ্ট পেলাম ।
আহ! কষ্ট পেলাম ।
দিঠি শব্দের অর্থ কি?
দিঠি শব্দের অর্থ কি? :কনফিউজড:
চিঠি
চিঠি
ভাল লিখেছেন
ভাল লিখেছেন