কয়েকদিন আগে ফেসবুকে বিষয়টা নিয়ে বেশ কিছু পোস্ট দেখলাম| বঙ্গবন্ধুর নাতনী একজন বিদেশী কে বিয়ে করাতে সবার চুলকানী বাড়ছে| এবার আসুন মতামত বলি|
আমি নিজেকে একজন দেশপ্রেমিক মনে করি| কিন্তু আমি জুতা ব্যবহার করি ইটালিয়ান| ঘড়ি ব্যবহার করি দুবাই এর| মোবাইল টা ফিনল্যান্ডের| এয়ারফোন ভিয়েতনাম এর|
এখন কি আপনি বলবেন যে আমি দেশপ্রেমিক না!!! দেশপ্রেমিক হলে যে বাধ্যগত দেশীয় পণ্য ব্যবহার করতে হবে এমন কোন কথা তো নাই|
আমরা সকল বাঙালী জানি যে, স্বাধীনতার 42 বছর পার হয়ে গেলেও বাংলাদেশ এখনো স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেনি| আর তাই অনেক কিছুই দেশের বাইরে থেকে আনতে হয়| বাধ্য হয়ে বিদেশী পন্য ব্যবহার করতে হয়|
কয়েকদিন আগে ফেসবুকে বিষয়টা নিয়ে বেশ কিছু পোস্ট দেখলাম| বঙ্গবন্ধুর নাতনী একজন বিদেশী কে বিয়ে করাতে সবার চুলকানী বাড়ছে| এবার আসুন মতামত বলি|
আমি নিজেকে একজন দেশপ্রেমিক মনে করি| কিন্তু আমি জুতা ব্যবহার করি ইটালিয়ান| ঘড়ি ব্যবহার করি দুবাই এর| মোবাইল টা ফিনল্যান্ডের| এয়ারফোন ভিয়েতনাম এর|
এখন কি আপনি বলবেন যে আমি দেশপ্রেমিক না!!! দেশপ্রেমিক হলে যে বাধ্যগত দেশীয় পণ্য ব্যবহার করতে হবে এমন কোন কথা তো নাই|
আমরা সকল বাঙালী জানি যে, স্বাধীনতার 42 বছর পার হয়ে গেলেও বাংলাদেশ এখনো স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেনি| আর তাই অনেক কিছুই দেশের বাইরে থেকে আনতে হয়| বাধ্য হয়ে বিদেশী পন্য ব্যবহার করতে হয়|
আপনার সামর্থ থাকলে আপনি অবশ্যই বিদেশী পন্য ব্যবহার করবেন আর না থাকলে আরেকজনকে হেনস্থ করা আপনার সাজেনা|
ঠিক তেমনই প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে| সেটা নিয়ে চিল্লাফাল্লার কিছু দেখিনা| যদি আপনার যোগ্যতা থাকতো, যদি আপনি দেশের বাইরে পড়ালেখা করতেন তখন হয়তো আপনিও বিদেশী বিয়ে করতেন| তখন কোথায় থাকতো আপনার মানবতা???
মানুষ নিজের টা খুব ভালো বুঝে নেয়| কিন্তু পরের বেলায় যত উছিলা দেখায়| আর বাঙালী অন্যদের তুলনায় নিজেরটা একটু বেশিই বুঝে| শুধু বেটার বুঝে আর কিছু বুঝেনা|
যেমন কাউকে যদি বলা হয় আপনি কি সাপোর্ট করেন তখন সে বলে যেটা বেটার| কিন্তু সে কখনো কোন নির্দিষ্ট দলের নাম বলবেনা| কারন সে পরিবর্তনশীল| আজ সে একদল কে ভোট দিলে পাঁচ বছর পর অন্য দলকেই দিবে| এমন মানুষের সংখ্যা দিন দিন প্রচুর পরিমানে বাড়ছে| ভালো খারাপ না বুঝে শুধু বেটার বুঝে|
এছাড়াও বঙ্গবন্ধুর নাতনী যাই করুক সেটার দায়ভার ওনার উপর বর্তায় না| কেননা উনার নাতনী উনার আদর্শে বড় হয়নি| এমনটা বলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে|
এটাকে রাজনীতির দিকে ঘোরানো হচ্ছে| সবকিছুতে দোষ, দায়ভার সরকারের উপর পড়ছে| ব্যক্তিগত কিছু রাজনীতিতে তখনই আসবে যদি সেটা নিজের হয়| কিন্তু যে রাজনীতি করেনা কোনভাবে জড়িত নেই তার কর্মকান্ড রাজনীতির অংশ হতে পারেনা| তার প্রভাব রাজনীতিতে পড়ার কোন মানে দেখিনা|
ইতিহাস আবার নতুন করে বাঙালী জাতিকে স্মরন করায় দিতে হবে| আমার তো এখনো মনে হয় যে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশের এই অবস্থা হইতোনা| অথবা উনি যদি স্বাভাবিক মৃত্যুবরন করতেন মারা যাওয়ার আগে দেশটা অনেকটাই পরিবর্তন করে যেতেন বলে বিশ্বাস হয়|
বর্তমানে রাজনীতির জন্য আর নিজের স্বার্থে অনেক কিছুই কেমন যেন পাল্টে যাচ্ছে| কেমন যেন অস্বাভাবিক লাগে সবকিছু| চেতনা যেন আজ ব্যবসাতে পরিনত হয়েছে| মুক্তিযোদ্ধাদের নেই কোন সম্মান| ইতিহাস যেন এক নিমিষে ভুলে গেলো সবাই|
RIP- ইতিহাস
যাই হোক জামাইটা সুন্দর। এবং
যাই হোক জামাইটা সুন্দর। এবং মেয়েটির পদাঙ্ক অনুসরন কইরতে চাই। 😀 😀 :শয়তান: :শয়তান: 😀
অবশেষে বিয়েটাও বঙ্গিয়দিগের
অবশেষে বিয়েটাও বঙ্গিয়দিগের রাজনীতির অস্ত্র হইয়া দাড়াইলো।
ভালো বলেছো @রাইন 😀
ভালো বলেছো @রাইন 😀
কমলাকান্ত@ কোন কিছুই রাজনীতি
কমলাকান্ত@ কোন কিছুই রাজনীতি থেকে বাদ পড়তে দেখলেন নাকি???
এটাই চিন্তা করি, কোন কিছুই
এটাই চিন্তা করি, কোন কিছুই বাদ যায় না
আচ্ছা খালেদার ছেলে এখন কোথায়
আচ্ছা খালেদার ছেলে এখন কোথায় আছে?
খালেদা জিয়া কি ফেস ওয়াস ইউস করেন?
উনি কি দেশি শাড়ি পরিধান করেন?
আসলে যত দোষ নন্দ ঘোষ
বঙ্গবন্ধুর নাতি কি করল তা আমার দেখার দরকার নেই বঙ্গবন্ধু যা করে গিয়েছে তার সেই কর্তৃত্বে অন্তত আগামী ১০০ বছর তাকে শ্রদ্ধা ভরে স্মরন করা হবে
খালেদা জিয়া কি ফেস ওয়াস ইউস
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
বেশি হাসিয়েন না হার্ট এটাক
বেশি হাসিয়েন না হার্ট এটাক হবে
বর্তমানকালীন সময় প্রতিটা
বর্তমানকালীন সময় প্রতিটা জিনিসে রাজনীতি ঢুকিয়ে দেয়া হচ্ছে :মাথানস্ট:
রাজনীতির বাজে দিকটাই এর
রাজনীতির বাজে দিকটাই এর মাধ্যমে প্রকাশিত হয়
এদেশর মানুষ সব সময় রাজনীতিতে
এদেশর মানুষ সব সময় রাজনীতিতে এক চোখা।নিজের দলের দোষ দেখে না। অনের হাটাটাও বাঁকা দেখে।
এদেশর মানুষ সব সময় রাজনীতিতে
সহমত
সহমত। জাতি হিসেবে দিনকে দিন
সহমত। জাতি হিসেবে দিনকে দিন আমরা আরও সংকীর্নমনা হয়ে যাচ্ছি।
আপনার কথা পুরোপুরি ঠিক। তবে
আপনার কথা পুরোপুরি ঠিক। তবে আমার দুঃখ লেগেছে বেশি যখন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নিজে স্বয়ং সংসদে দাঁড়িয়ে বলেন অমুকের মেয়ের জামাই ইহুদী! নোংরা কাদা ছোঁড়াছুড়িতে তার এই অংশ হওয়াটা বড় ছোটলোকি মনে হয়েছে। এবং ইহুদী খোটাটা তিনি যার মেয়ের জামাইকে দিলেন সেই ব্যাক্তির কোন প্রসঙ্গ সেই মুহূর্তে সেখানে আসাটা পান্তা ভাতে ঘিয়ের মত।
…………………………
সহমত ।
সহমত ।
যার যার ইচ্ছে – পছন্দ অনুযায়ী
যার যার ইচ্ছে – পছন্দ অনুযায়ী প্রেম করবে, বিয়ে করবে । এখানে ধর্ম বা অন্যান্য বিষয় কেন বাঁধা হয়ে দাঁড়াবে ?
আর একটা কথা, আমি সচেতনভাবে একটা দেশের পণ্য বর্জন করি । সেই দেশটার নাম – মৌলবাদী পাকিস্তান !
আপনারে হ্যাট খুইলা সালাম…
আপনারে হ্যাট খুইলা সালাম… :salute: :salute: :তালিয়া: :তালিয়া:
(No subject)
:salute: :তালিয়া:
দীর্ঘশ্বাস
দীর্ঘশ্বাস
এতো দীর্ঘশ্বাস কিসের আপনার ?
এতো দীর্ঘশ্বাস কিসের আপনার ?
(No subject)
:ভাবতেছি:
আপনার এই অফুরন্ত দীর্ঘশ্বাসের
আপনার এই অফুরন্ত দীর্ঘশ্বাসের রহস্য কি? এর পিছনে কি তেতুলের কোন ভুমিকা আছে ! {মাইন্ড খাইয়েন না মজা নিলাম সব সময় সিরিয়াস হলে হয় না}
না, নাই
না, নাই
দীর্ঘশ্বাস ছাড়া তো কিছুই নাই
দীর্ঘশ্বাস ছাড়া তো কিছুই নাই @ব্রক্ষ্মপূত্র
না
না
সমালোচকরা তো সবকিছুতে খুঁজে
সমালোচকরা তো সবকিছুতে খুঁজে খুঁজে খুত বের করে আর লাফায় @রাহাত ভাই
হুম …
হুম …
ক্ষনতায় বহাল থাকলে সবাই বাজে
ক্ষনতায় বহাল থাকলে সবাই বাজে দিকটা বেশী খুঁজে@ জয় দা
শুধু ক্ষমতা নয় ভাই কিছু হইলেই
শুধু ক্ষমতা নয় ভাই কিছু হইলেই আওয়ামী পন্থিরা বলে খালেদাএর কথা আর বিএন পি পন্থিরা বলে হাসিনার কথা!
আরে দুনিয়াতে কি আর মানুষ নাই!!!
নাকি এই চোখ শুধু খারাপ দেখার জন্য??
রাজনীতিবিদরা এমনই
রাজনীতিবিদরা এমনই
আমার একটা লেখা আছে রাজনীতি
আমার একটা লেখা আছে রাজনীতি বিদ চিড়িয়াখানায় পড়ে দেখবেন
ওকে পড়ব
ওকে পড়ব
উনি নিজেই উল্টাপাল্টা বলতে
উনি নিজেই উল্টাপাল্টা বলতে শুরু করছেন @ একনায়কতন্ত্র