একজন বাংলাদেশের নাগরিক বলে আমি বা আমাদের গর্ব করার যত কিছক্ষ আছে তার চেয়ে বেশী কিছু আছে লজ্জিত হওয়ার জন্য| স্বাধীনতার 42 বছর পরেও যেন বাংলাদেশ স্বাধীন নয়| কিছু সীমিত সংখ্যক মানুষের সম্পদে পরিনত হয়েছে| যারা অঢেল সম্পত্তির মালিক তাদের মতেই সব চলে|
আজ মাসের 12 তারিখ| আমার বাবা চাকরির বেতন পায়নি| শুধু আমার বাবা নয় ঐ কোম্পানির কেউই বেতন পায়নি| আব্বু ঢাকার একটা প্রাইভেট কোম্পানিতে জব করে| সব স্টাফদের মিলে মোটামুটি 5 লক্ষ টাকা বেতন দিতে হয়|
আমরা মধ্যবিত্ত পরিবার, সবসময়ই টানা পোড়েনের মধ্যে চলে| এমনটা হলে বিশাল দূর্ভোগ| তবু এভাবে চলতে বাধ্য| বিত্তবানরা নিজের ইচ্ছামত সব করে|
একজন বাংলাদেশের নাগরিক বলে আমি বা আমাদের গর্ব করার যত কিছক্ষ আছে তার চেয়ে বেশী কিছু আছে লজ্জিত হওয়ার জন্য| স্বাধীনতার 42 বছর পরেও যেন বাংলাদেশ স্বাধীন নয়| কিছু সীমিত সংখ্যক মানুষের সম্পদে পরিনত হয়েছে| যারা অঢেল সম্পত্তির মালিক তাদের মতেই সব চলে|
আজ মাসের 12 তারিখ| আমার বাবা চাকরির বেতন পায়নি| শুধু আমার বাবা নয় ঐ কোম্পানির কেউই বেতন পায়নি| আব্বু ঢাকার একটা প্রাইভেট কোম্পানিতে জব করে| সব স্টাফদের মিলে মোটামুটি 5 লক্ষ টাকা বেতন দিতে হয়|
আমরা মধ্যবিত্ত পরিবার, সবসময়ই টানা পোড়েনের মধ্যে চলে| এমনটা হলে বিশাল দূর্ভোগ| তবু এভাবে চলতে বাধ্য| বিত্তবানরা নিজের ইচ্ছামত সব করে|
এবার আমার কথা হইলো, বস বেতন তো দিবেনই দেরিতে দিয়ে লাভটা কি??? মাসের 1 তারিখ দিলে কি ক্ষতি???
হ্যা এই প্রশ্নের উত্তর আছে| উত্তরটা একটা বাস্তব কাহিনি| গত বছরের ঘটনা| এক বাঙালী দেশের বাইরে(সম্ভবত দুবাই) চাকরি পাইছে| ওখানে সে একটু উচ্চ পদে ছিল| ঐ কোম্পানিতে নিয়ম ছিল যে, মাসের বেতন বর্তমান মাসের 28 তারিখ দেওয়া| নিঃসন্দেহে ভালো পদ্ধতি| বড় কোম্পানি হওয়াতে মোটামুটি 5 কোটি টাকা প্রতি মাসে কর্মচারীর বেতন দেওয়া হইতো|
সেই বাঙালী বস কে বলল, বেতন পরের মাসের 12/13 তারিখে দিতে| বস তো বুঝলনা কাহিনি কি!! পরে সে বুঝাইলো যে, ঐ 5 কোটি টাকা যদি ব্যাংকে রাখা হয় তাহলে ডেইলি ইন্টারেস্টে অনেক টাকা অতিরিক্ত লাভ| টাকা আটকে রেখে লাভ পাইলে ভালো তো!! (সত্য ঘটনা)
তাকে ঐ মাসেই চাকরি থেকে সাসপেন্ড করা হয়| আর বড় বদনাম টা হয় বাংলাদেশের| এর চেয়ে লজ্জার আর কিছু আছে???
বর্তমানে বেশ কয়েকটা দেশই বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিছে বাঙালী খারাপ তাই|
এবার বুঝেন অবস্থা| চিরকাল অসচ্ছল মামুষদের টাকা আটকে রেখে বিত্তবানরা আরো বড় হয়| আর আমরা দীর্ঘশ্বাস ফেলি|
RIP – মানবতা|
শুধুমাত্র বাঙ্গালি জাতি মিশ্র
শুধুমাত্র বাঙ্গালি জাতি মিশ্র চরিত্রের অধিকারী
ভাল খারাপ সবই আছে .। বুঝলেন
বাঙ্গালির মধ্যে যেমন আছে স্বার্থপর তার চেয়েও বেশি আছে পরোপকারী
কিন্তু সমস্যা হল আমরা ভাল নিয়ে আলোচনা করি না করি খারাপ টা নিয়ে তাই ভাল টা লোক চক্ষুর আরালেই থেকে যায়
চিরকাল অসচ্ছল মামুষদের টাকা
কথা সত্য।
RIP =মানবতা…
ভাল লাগল…
RIP =মানবতা…
ভাল লাগল…
আমি বিশ্বাস করি মনে প্রানে
আমি বিশ্বাস করি মনে প্রানে বাঙালী চাপে না পড়লে কখনো দেশের বদনাম হয় এমন খারাপ কাজ করবে না।বিদেশে এসব অপকর্ম যারা করে তাদের রক্তে বেইমানের রক্ত মিশে থাকতে পারে ।