লাল সবুজের পতাকা লাগানো ঠান্ডা গাড়িতে চড়ে, মীরজাফর, আলবদর,
রাজাকার নিজামী,
আর শ্রেষ্ট বীরের পুত্র শওকত জীবন পার করে চায়ের দোকানে পানি টেনে,
কখনও কাঠের কলে দিন মজুর কি ঘরামী।
রাজনীতিক আর আমলাজীরা ব্যস্ত গোছাতে আখের, ঘুষ আর সালামী।
লজ্জাহীন আমরা ফেসবুকে করি গলাবাজি, মারি রাজা উজির, দেই বাণী, লাইক, কমেন্ট ভাব কত জ্ঞান গোস্বামী।
কত ভণ্ড এ সমাজ, কত ভণ্ড সে আর তুমি, আমি।
নির্মম সত্য।। ধন্যবাদ
নির্মম সত্য।। ধন্যবাদ :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
সহজ-সরল কিন্তু বাস্তবতার দর্পণ…
ক্ষেপছি
ক্ষেপছি
অনেক সুন্দর
অনেক সুন্দর
কথা গুলো ভালো …
কথা গুলো ভালো …