একটি গাছে দু’টি পাখি বসেছিলো,
তারা বড্ড চুপচাপ-কেন? জানেনা,
গাছের পাতারাও জানেনা।
শুধু জানে কিচিরমিচির;তাদের মনের কথা-
চুপিচুপি একবার এসে ডেকে যাবে, ডেকে যাবে- ভালবেসে
পাতার ফাঁকে রোদ এসে পড়েছিলো-
একটি দুটি ফোটা করে-আস্তে করে।
একটি গাছে দু’টি পাখি বসেছিলো,
তারা বড্ড চুপচাপ-কেন? জানেনা,
গাছের পাতারাও জানেনা।
শুধু জানে কিচিরমিচির;তাদের মনের কথা-
চুপিচুপি একবার এসে ডেকে যাবে, ডেকে যাবে- ভালবেসে
পাতার ফাঁকে রোদ এসে পড়েছিলো-
একটি দুটি ফোটা করে-আস্তে করে।
বাতাস লাগে শুকনো ডালে ,নয়তো ঝড়ে-
বৃষ্টি এলে, একটু পরে ভিজবে তারা-পাখনা মেলে, ভালবেসে।
খানিক বাদে, গোধূলির ওই রাঙ্গা আলোয়-
অনেক পাখি রঙ লাগিয়ে-এসেছিলো।
তখন তারা নীড়ে বসে-খড়ের ভাজে,
উষ্ণ হয়ে, দু’জনাতে আকাশ দেখে-মুগ্ধ হয়ে, ভালবেসে।
কবিতাটি অন্বেষা’র জন্য
খানিক বাদে, গোধূলির ওই রাঙ্গা
— বাহ !
ভাল লেগেছে জেনে খুব সুখী হলাম
ভাল লেগেছে জেনে খুব সুখী হলাম রাহাত ভাই 🙂
(No subject)
:ফুল:
ভালই হইল ♥
ভালই হইল ♥
ভালবাসা রইলো
ভালবাসা রইলো 🙂
হুম
হুম
সহজ ভাবে কবিতা এগিয়ে গেছে ,
সহজ ভাবে কবিতা এগিয়ে গেছে , ভালো লাগলো অমিত লাবণ্য
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। 🙂
পাতার ফাঁকে রোদ এসে
— চমৎকার… দারুণ কবি!! :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
অনেক প্রীতি নিবেন লিংকন ভাই
অনেক প্রীতি নিবেন লিংকন ভাই 🙂 :গোলাপ: :গোলাপ:
অনেক অনেক ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ 🙂
কবি অমিত লাবন্য !
কবি অমিত লাবন্য !
চেষ্টা করি ভাই…
চেষ্টা করি ভাই… 🙂
কি যে কইরালতাছেন ভাই।
আমিও
কি যে কইরালতাছেন ভাই।
আমিও চাই।
দুঃখ এই একলা জীবনে
প্রেম নাই! প্রেম নাই!
আপনাদের ভালবাসায়
আপনাদের ভালবাসায় 🙂
ভালো লাগলো
ভালো লাগলো
ধন্যবাদ
ধন্যবাদ 🙂
একটি সরল কবিতা ।ভাল লাগলো ।
একটি সরল কবিতা ।ভাল লাগলো ।
ধন্যবাদ শহিদ ভাই
ধন্যবাদ শহিদ ভাই 🙂
সহজ সতেজ কবিতা। ভাল্লাগছে।
সহজ সতেজ কবিতা। ভাল্লাগছে। :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ 😀 😀