বুঝলি মা,
সে এক দিন ছিলো,নিজের মুক্তিযুদ্ধের চেতনা জাহির করার জন্য আমাদের ”গণজাগরণ মঞ্চ” নামক ইস্কুলে যাইতে হইতো,গলা ফাটাইয়া জবাই কর্ খাসী কর্ শ্লোগান দিতে হইতো কিন্তু কোন কাম হইতোনা!
বুঝলি মা,
সে এক দিন ছিলো,নিজের মুক্তিযুদ্ধের চেতনা জাহির করার জন্য আমাদের ”গণজাগরণ মঞ্চ” নামক ইস্কুলে যাইতে হইতো,গলা ফাটাইয়া জবাই কর্ খাসী কর্ শ্লোগান দিতে হইতো কিন্তু কোন কাম হইতোনা!
সেখানে সংগঠক আর মুখপাত্র নামে কিছু নানা থাকতেন তাঁদের মানতে হইতো,তাঁদের ফাউলামি,আউলামিঈ,ঝাউলামী মাইনা নিতে হইতো!আমরা বেলুন উড়ায়া তামশা করতাম কানামাছি খেলতাম। কেউ কারো হাতে খুন হইলে দৌড় দিয়া যাইতো গণজাগরণ মঞ্চে গিয়া ছাগু পুন্দানির সার্টিফকেট নিতো সেখানে বলা হইতো,সে অতিশয় ভদ্র পক্ষ শক্তি প্রজন্ম মঞ্চের একান্ত অনুগত স্বাধীনতার চেতনা ধারণকারী ফাউল ছিল,আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি!আর এভাবে এক নাস্তিক কে তার আদর্শের বিরুদ্ধে জানাযা দিয়া পরপারে ঠেলে দেয়া হইতো। সে বা তাঁহারা মিডিয়া কাভারেজ পাইয়া সেলিব্রিটি হইয়া যাইতো। আর সরকার ভাবতো এরাই বুঝি সব,এদের ল্যাংটিতে কালা বাইঙ্গনের ধলা ফুল তুলতে গিয়া তাঁরা বাদ বাকি কোটি কোটি লোকেরে ভুইলা যাইতো।
আর আমরা নীতি কথা বললে এক ঘরে কইরা রাখতো!
গণজাগরন বয় ফাই রে মা!কুব বয় ফাই।
আপনার মস্তিষ্ক আরও উর্বর হোক
আপনার মস্তিষ্ক আরও উর্বর হোক । ফুলে,ফলে ফসলে ভরে উঠুক ।
এবং আপনার নাতি/ পুতি দের কে আরও আরও এমন ঘটনা আরও রস ঢেলে বয়ান করতে পারেন সেই শুভকামনা জানাচ্ছি !!! :ক্ষেপছি: :মাথাঠুকি: :মানেকি:
রাহাত মুস্তাফিজ আপনাকে
রাহাত মুস্তাফিজ আপনাকে ধন্যবাদ এই রাগী শুভ কামনার জন্য! 😀
হাহাহাহাহাহা … বুঝে থাকলে
হাহাহাহাহাহা … বুঝে থাকলে তো ভালো ।
আপনাকেও ধন্যবাদ ! আশা করি সুন্দর লেখা পাবো ।
রাহাত ভাই,সমস্যাটা কোথায়
রাহাত ভাই,সমস্যাটা কোথায় জানেন?আমরা শুধু সুন্দরটাই আশা করি সত্যটা না। আসলে তো তাই আশা করা উচিত যা সত্য ও সুন্দর। তাই না?
এই দেখেন শুধু ২০+ দেখে ২০০ এর উপরে হিট পড়সে! 😀
আমি সুন্দর কে সত্য জেনে এবং
আমি সুন্দর কে সত্য জেনে এবং মেনে গ্রহণ করার চেষ্টা করি ।
২০ + দেখে হিট । হুম দেখলাম । ১৮ + লিখলে তো আপনার পোস্ট এ সুনামি বয়ে যেত । এই দীনতা আমাদের । আচ্ছা বলবেন কি, আপনি কি কোন ধরণের এক্সপেরিমেনট করার উদ্দেশ্যে ২০ + যুক্ত করেছেন ?
যদি তাই হয় – আপনি সত্যি সফল । অভিনন্দন !!!
ডুগডুগি বাজানোটা ভালই লেগেছে!
ডুগডুগি বাজানোটা ভালই লেগেছে! ধন্যবাদ ।
কী সব আউলা ঝাউলা লেখা ।
কী সব আউলা ঝাউলা লেখা । :ভেংচি: :লইজ্জালাগে:
পোস্টকর্তার নাকি আম জনতার?
:মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
পোস্টকর্তার নাকি আম জনতার? সংযম একটু বেশীই হয়েছে বোধকরি…
এক্সপেরিমেন্ট?হ্যা
এক্সপেরিমেন্ট?হ্যা এক্সপেরিমেন্ট বটে। যদিও জানি এখানে একস্প্লিকিট কিছু নেই। আমি ইতপুর্বে অন্যান্য ব্লগে লিখেছি অনেক আগে থেকেই,এখানকার পরিবেশটা একটু বাজিয়ে দেখলাম। কবিতা লিখি আর যাই লিখি,লিখি তো। তা কোথায় লিখি তা জানা দরকার না?thanx a lotzzz 😀