বলতো তুমি দু’ পায়ে মাথা গুঁজে
আমি কেন করি লজ্জ্বা গোপন ?
কচ্ছপ জীবন এর চেয়ে ঢের ভালো
দু’বেলা প্রত্যয়ী মাথা তুলে দু’ তিনটে
শতাব্দী পড়ন্ত বিকেলের মতো কাটিয়ে
দেওয়া যায় রুল অব ন্যাচার মেনে ।
শুনেছি গোলাপে নাকি ছিল চেনা
সৌরভের মতো কিছু মসৃণ মৌতাত ।
উত্তরাধুনিক – ২
বলতো তুমি দু’ পায়ে মাথা গুঁজে
আমি কেন করি লজ্জ্বা গোপন ?
কচ্ছপ জীবন এর চেয়ে ঢের ভালো
দু’বেলা প্রত্যয়ী মাথা তুলে দু’ তিনটে
শতাব্দী পড়ন্ত বিকেলের মতো কাটিয়ে
দেওয়া যায় রুল অব ন্যাচার মেনে ।
শুনেছি গোলাপে নাকি ছিল চেনা
সৌরভের মতো কিছু মসৃণ মৌতাত ।
কিন্তু আমি এ শহরে ডাস্টবিন আর
পেটমোটা মাছি ছাড়া আর কিছু দেখিনা
– তবে কীসের লজ্জ্বায় আনত মুখ ?
তুমি বলো, সাজানো বাগানের নান্দনিক দেবী
নন্দন তত্ত্ব’র ধূসর পাতায় চোখ রেখে বলো,
কেন মানুষ খুব দূরে তাকানো ভুলে গেল ?
——————————— ১০ জুলাই’ ১৩
চমৎকার একটি কবিতা ।ভাল লাগলো
চমৎকার একটি কবিতা ।ভাল লাগলো ।
ধন্যবাদ শাহিন ভাই !
ধন্যবাদ শাহিন ভাই ! :গোলাপ:
(No subject)
😀 :গোলাপ: :ধইন্যাপাতা:
ভালো লাগলো
ভালো লাগলো
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:ধইন্যাপাতা:
‘কচ্ছপ জীবন এর চেয়ে ঢের
‘কচ্ছপ জীবন এর চেয়ে ঢের ভালো
দু’বেলা প্রত্যয়ী মাথা তুলে দু’ তিনটে
শতাব্দী পড়ন্ত বিকেলের মতো কাটিয়ে
দেওয়া যায় রুল অব ন্যাচার মেনে ।”
—বাংলায় কীভাবে বলব বুঝতেছি না! ইংলিশে বলিঃ “Too Poetic…” :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
অনেক ধন্যবাদ তারিক লিংকন ভাই
অনেক ধন্যবাদ তারিক লিংকন ভাই !!!
আমরা দু’পেয়ে মানুষেরা আইনের শাসনের থোড়াই তোয়াক্কা করি, অনিয়ম যেন আমাদের নিয়ম । মানবিক হতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয় । একটি কচ্ছপ ঠিকই তাদের প্রাকৃতিক নিয়ম গুলো নিষ্ঠার সাথে মেনে চলছে ।
আমাদের সাজানো নন্দন কাননের বাইরে চোখ কিছুই দেখেনা । তাই দরকার পড়েনা দূরে তাকাবার । অথচ হয়তো সুদূরেই ছিল জীবনের আরও কিছু মূল্যবান মানে ।
চমৎকার কবিতা। কবিতা কেমন হওয়া
চমৎকার কবিতা। কবিতা কেমন হওয়া উচিৎ তার একটা সুন্দর নমুনা। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
কেন মানুষ খুব দূরে তাকানো
@ হৃদয় নিংড়ানো জিজ্ঞাসা । সত্যি অনেক ভালো লিখেছেন রাহাত ভাই !
নামটা উত্তরাধুনিক ক্যান রাখলেন একটু বুঝাইয়া কন ।
হুম … আমার তাই মনে হয়,
হুম … আমার তাই মনে হয়, মানুষ বন্দী হয়ে আছে চার দেওয়ালে ঘেরা সভ্যতা নামক অসভ্যতার হাতে । আর তাই দূরে তাকিয়ে দেখা হয় না । তাকাবে কীভাবে, অপরিকল্পিত নগরায়নের ফলে দূরে তাকানোর সুযোগ কই ?
উত্তর আধুনিকতা বিষয়ে সামনে একটা পোস্ট দেবো । আশা রাখি উত্তর পেয়ে যাবেন ।
churir folay rokter
churir folay rokter nachon…chomotkar
(No subject)
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ: