আমি রক্ত চাই!
রক্ত পান করবো
তোর শরীরের উষ্ণ রক্ত
লাল টকটকে জমাট বাধা রক্ত
কালচে বা খয়েরি রঙের রক্ত।
তোর শরীরের ধমনী কেটে আনা রক্ত;
আমার অনেক তৃষ্ণা,
রক্ত চাই,রক্ত!!
আমি রক্ত চাই!
রক্ত পান করবো
তোর শরীরের উষ্ণ রক্ত
লাল টকটকে জমাট বাধা রক্ত
কালচে বা খয়েরি রঙের রক্ত।
তোর শরীরের ধমনী কেটে আনা রক্ত;
আমার অনেক তৃষ্ণা,
রক্ত চাই,রক্ত!!
রক্ত চুষে নেবার পর যখন-
শ্বাসরুদ্ধ নিশ্চল হয়ে পড়ে রবি;
তখন ধারালো দাঁত আর নখ দিয়ে খামছে
তোর যকৃত বের করে খাব।
স্বাদ নেব এক অমৃত সুধার
আমি যে রক্ত চাই;মানুষের রক্ত
প্রতিদিন রক্ত খাব।।
রক্তের প্রতি তীব্র এক আকর্ষণ,
নোনতা স্বাদের রক্ত,মাতাল করা ঘ্রাণ
ভোরে তোলে তৃষ্ণাত প্রাণ ।
যেদিন তোরা আমার সর্বস্ব হরণ করে,প্রাণ নাশ করে;
ফেলেছিলি নোংরা রাস্তার ধারে।
আমি বস্তির মেয়ে বলে তোদের সমাজ আমার নিরাপত্তা দেয়নি,
মামলার ফাইলেও ধুলা জমে গেছে……
তাতে কোন কষ্ট নেই
এখন আমার অনেক শক্তি
ধারালো দাঁত আমার ;
সর্প ন্যায় বিষাক্ত জিহ্বা;
আর মনে সেই অসহনীয় জ্বালা
যা তোরা দিয়েছিলি-
সেই জ্বালার দাবানলে জ্বলছি;
রক্তই পারে জ্বালার আগুন নেভাতে
আমি রক্ত পান করবো;
মানুষের রক্ত,তোদের রক্ত
রক্ত চাই,রক্ত চাই,রক্ত পান করবো।
অদ্ভুত!
অদ্ভুত!
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
যেদিন তোরা আমার সর্বস্ব হরণ
যেদিন তোরা আমার সর্বস্ব হরণ করে,প্রাণ নাশ করে;
ফেলেছিলি নোংরা রাস্তার ধারে।
আমি বস্তির মেয়ে বলে তোদের সমাজ আমার নিরাপত্তা দেয়নি,
মামলার ফাইলেও ধুলা জমে গেছে……
রক্তের প্রতি তীব্র এক
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
রক্ত পান করা বাদ দিলে পানের
রক্ত পান করা বাদ দিলে পানের কারণ খুঁজে পেলাম এই বাক্যে –
— নামকরণ সার্থক হয়েছে ।
ধন্যবাদ
ধন্যবাদ
(No subject)
:গোলাপ:
ভয়মকর
ভয়মকর