মুখ তুমি থামো ! লাগামের সাথে সন্ধি করো
পরিবেশ-সময়োপযোগী কোন কিছু তোমার জন্য নয় ,
তুমি চাইবে মুক্তমনা হতে , সৃষ্টিশীল হতে ;
কিন্তু কে বুঝবে তোমায় ?
তোমাকে ওরা থুথু দেবে ;
সমাজ তোমায় বিস্ময়ের চোখে দেখবে ।
যেমনি করে প্রেমিকা চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় ;
তার সক্রিয়-ইনবেলিড মোবাইল নাম্বার বলে দেয়
তুই বোকা ; তুই শয়তান !
তুই বোকার অভিনয় করিস !
কিন্তু কে বুঝবে তোমায়
একমাত্র প্রেমিকার আঁচলতলে তুমি বোকা ।
সমাজের পরিবর্তনের সাথে তুমি
নিজেকে বদলাতে পারোনা ,
কেনো বদলাবে তুমি ?
তুমিতো মুখোসধারী শয়তান নও ;
ছিলেনা কখনো !
তুমি বোকার বেশে দেশকে বদলে দেয়ার
মুখ তুমি থামো ! লাগামের সাথে সন্ধি করো
পরিবেশ-সময়োপযোগী কোন কিছু তোমার জন্য নয় ,
তুমি চাইবে মুক্তমনা হতে , সৃষ্টিশীল হতে ;
কিন্তু কে বুঝবে তোমায় ?
তোমাকে ওরা থুথু দেবে ;
সমাজ তোমায় বিস্ময়ের চোখে দেখবে ।
যেমনি করে প্রেমিকা চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় ;
তার সক্রিয়-ইনবেলিড মোবাইল নাম্বার বলে দেয়
তুই বোকা ; তুই শয়তান !
তুই বোকার অভিনয় করিস !
কিন্তু কে বুঝবে তোমায়
একমাত্র প্রেমিকার আঁচলতলে তুমি বোকা ।
সমাজের পরিবর্তনের সাথে তুমি
নিজেকে বদলাতে পারোনা ,
কেনো বদলাবে তুমি ?
তুমিতো মুখোসধারী শয়তান নও ;
ছিলেনা কখনো !
তুমি বোকার বেশে দেশকে বদলে দেয়ার
যুদ্ধে নেমেছো ।
কেউ বুঝবেনা তোমায় ,
তাই তুমিও আমার মত বোকা হও ।
কারন তুমি পারোনা বদলে দেয়ার নামে
নিজের স্বার্থ উদ্ধার কিভাবে করতে হয় !
তুমি পারোনা প্রেমিকাকে নিজের ভালবাসার
ফাঁদে ফেলে তার সহ্মান নিয়ে খেলতে !
তাই তুমি বোকাই থাকো ,
নিজের মতো , চোখকে বলো দেখতে ।
দেখার অভ্যাস করুক ; অনেক কিছু দেখার যে বাকী রয়ে গেছে !!
[তুমি বোকাই থাকো ! – নিবিড় রৌদ্র
রাত ১২.৩২ ২৯.০৫.১৩]
তাই তুমি বোকাই থাকো ,
নিজের
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভালো লাগল।
ভালো লাগল।
চমৎকার একটা কবিতা ,। লাস্ট এর
চমৎকার একটা কবিতা ,। লাস্ট এর প্যারা টা অসাধারন
:থাম্বসআপ: :থাম্বসআপ: