পুলিশ নানা ভাবেই আলোচিত । আর পুলিশকে নিয়ে লিখাটাও সহজ নয় । তথগত ভূল থাকলে সম্বনয় করবেন । ধারাবাহিক ভাবে লিখার চেষ্টা করব ।
এক নজরে বাংলাদেশ পুলিশ
আইন : The Police Act-1881
কর্মরত : সঠিক তথ্য পাওয়া সম্ভব হচ্ছেনা । তবে ১৫০০০০ এর মতো ।
অনুপাত : ১:১১৩৩সরকারী তথ্যে ১:১১৭০ পুলিশ তথ্যে । ১জন পুলিশের বিপরীতে ।
থানা : ৬১৫টি
মেট্রোপলিটন অঞ্চল ৬টি ।
রেঞ্জ ৭টি ও দুটি স্বতন্ত্র রেঞ্জ (রেলওয়ে ও হাইওয়ে)
গোটা পুলিশকে ১৮টি ভাগে ভাগ করা যায় ।
১.রেঞ্জ পুলিশ RP
২.মেট্রোপলিটন পুলিশ
৩.স্পেশাল ব্রাঞ্চ SB
৪.অপরাধ তদন্ত বিভাগ CID
৫.রেলওয়ে পুলিশ (দুটি অঞ্চলে বিভক্ত)
৬.শিল্প পুলিশ (৪টি থানা রয়েছে)
পুলিশ নানা ভাবেই আলোচিত । আর পুলিশকে নিয়ে লিখাটাও সহজ নয় । তথগত ভূল থাকলে সম্বনয় করবেন । ধারাবাহিক ভাবে লিখার চেষ্টা করব ।
এক নজরে বাংলাদেশ পুলিশ
আইন : The Police Act-1881
কর্মরত : সঠিক তথ্য পাওয়া সম্ভব হচ্ছেনা । তবে ১৫০০০০ এর মতো ।
অনুপাত : ১:১১৩৩সরকারী তথ্যে ১:১১৭০ পুলিশ তথ্যে । ১জন পুলিশের বিপরীতে ।
থানা : ৬১৫টি
মেট্রোপলিটন অঞ্চল ৬টি ।
রেঞ্জ ৭টি ও দুটি স্বতন্ত্র রেঞ্জ (রেলওয়ে ও হাইওয়ে)
গোটা পুলিশকে ১৮টি ভাগে ভাগ করা যায় ।
১.রেঞ্জ পুলিশ RP
২.মেট্রোপলিটন পুলিশ
৩.স্পেশাল ব্রাঞ্চ SB
৪.অপরাধ তদন্ত বিভাগ CID
৫.রেলওয়ে পুলিশ (দুটি অঞ্চলে বিভক্ত)
৬.শিল্প পুলিশ (৪টি থানা রয়েছে)
৭.পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন PBI
৮.স্পেশাল সিকুরিটি এন্ড প্রোটেকশন ব্যাটালিয়ন SPBn
৯.আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBn (১১টি এবং একটি মহিলা)
১০.রেপিড একশন ব্যাটালিয়ন RAB (১২টি অঞ্চলে বিভক্ত)
১১.ডিটেকটিভ ব্রাঞ্চ DB
১২.সোয়াট SWAT (ঢাকা মেট্রোপলিটন এর অধীনে)
১৩.ট্রাফিক পুলিশ
১৪.অভিবাসন পুলিশ
১৫.এয়ার পোর্ট আর্মড পুলিশ (অষ্টম APBn বর্তমান দায়িত্বে)
১৬.টুরিস্ট পুলিশ (শুধু কক্সবাজার)
১৭.পুলিশ ইন্টারনাল অভার সাইট (পুলিশের অভন্তরীন গোয়েন্দা সংস্থা )
১৮.হাইওয়ে পুলিশ (দুটি অঞ্চলে বিভক্ত , থানা গুলো মামলা করার ক্ষমতাহীন)
রেঞ্জ পুলিশ
১.পুলিশ রেঞ্জ
২.জেলা পুলিশ
৩.সার্কেল
৪.থানা
৫.ইভেস্টিগেশন সেন্টার / পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি
মেট্রোপলিটন
১.ডিভিশন
২.জোন
৩.থানা
৪.টাউন আউটপোস্ট / ফাঁড়ি
পরের পোস্ট মেট্রোপলিটন পুলিশ নিয়ে।
পুলিশ! ওরে পুলিশ!
কবির কাছে
পুলিশ! ওরে পুলিশ!
কবির কাছে আসার আগে টুপিটা তোর খুলিস!!!
হুম । সমস্যা নাই এমনিতেই
হুম । সমস্যা নাই এমনিতেই সিভিল পোষাকে থাকে টুপি খোলা লাগবেনা ।
মাছের রাজা ইলিশ আর
*** রাজা
মাছের রাজা ইলিশ আর
*** রাজা পুলিশ!
(No subject)
:নৃত্য:
পুলিশ,
ফুলিশ,
ভুলিশ,
লুলিশ,
ম
পুলিশ,
ফুলিশ,
ভুলিশ,
লুলিশ,
মালিশ,
পালিশ,
নালিশ,
সালিশ……
ভালো একটা টপিক শুরু করেছেন।
ভালো একটা টপিক শুরু করেছেন। কিন্তু সবার প্রতিক্রিয়া দেখে কিঞ্চিৎ ফুলিশ হয়ে গেলাম। :কনফিউজড:
ভালো টপিক না ছাই । গবেষণা
ভালো টপিক না ছাই । গবেষণা শুরু করার পর আমিও ফুলিশ হয়ে গেছি । হায়রে পুলিশ ।
ভালো টপিক
ভালো টপিক
(No subject)
:বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ফেরেশতা: :তালিয়া: :হাসি: